বোর্ডকে ০-৮ হারের ব্যাখ্যা দিয়ে শ্রীলঙ্কা যাচ্ছে ধোনির ভারত |
তিন দিন বাদেই শুরু শ্রীলঙ্কা সফরের আলাদা কোনও বিশেষত্ব না থাকলে কী হবে, ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি সেপ্টেম্বরের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি এই জুলাইয়ে সেরে রাখতে চান। শ্রীলঙ্কাতেই বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ধোনির মনে হচ্ছে, এই অল্প কয়েক দিনের শ্রীলঙ্কা সফরে আখেরে লাভই হবে।
বুধবার কলম্বো উড়ে যাচ্ছে টিম ইন্ডিয়া। তার আগে দু’দিনের শিবির বসেছিল চেন্নাইতে। কিন্তু শিবির সে ভাবে জমেনি, শহরে আচমকা বৃষ্টি নামায়। শ্রীলঙ্কায় জোড়া সিরিজ। তারপরই দেশের মাঠে ঠাসা সূচি। নিউজিল্যান্ড, ইংল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া। মানিয়ে নেওয়া যাবে? “কিছু করার নেই। পেশাদার হিসেবে তো খেলতেই হবে আমাদের,” বলেছেন ধোনি। সঙ্গে যোগ করেছেন, “নানা জায়গায় ঘুরতে হবে। বিভিন্ন পরিবেশে খেলতে হবে। আমরা চাইছি শুরুটা ভাল করতে।”
ধোনির মনে হচ্ছে, খুব বেশি অসুবিধা হবে না শ্রীলঙ্কার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে। “শ্রীলঙ্কা তো আর আমরা নতুন যাচ্ছি না। বছরে এক বার কী দু’বার আমরা ওখানে সফরে যাই। আমাদের দেশের সঙ্গে শ্রীলঙ্কার আবহাওয়ার তেমন তফাত নেই। আমি মনে করি, এই সফরে আমাদের লাভই হবে। কারণ কয়েক দিন পরই আমাদের ওখানে যেতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে।”
|
শ্রীলঙ্কা সফরে |
ওয়ান ডে |
টি-টোয়েন্টি |
• ২১ জুলাই, হাম্বানটোটা
• ২৪ জুলাই, হাম্বানটোটা
• ২৮ জুলাই, কলম্বো
• ৩১ জুলাই, কলম্বো
• ৪ অগস্ট, পাল্লেকেলে |
• ৭ অগস্ট, পাল্লেকেলে |
|
মঙ্গলবার চেন্নাইয়ের টিম হোটেলে ধোনিদের নতুন প্র্যাক্টিস জার্সির উদ্বোধন হল। সেখানে বিরাট কোহলি, জাহির খান সমেত ছয় ভারতীয় ক্রিকেটারের সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় দলের কোচ ডানকান ফ্লেচার। তিনি এ দিন ‘ক্লোজড ডোর’ বৈঠকও করেন বোর্ড প্রেসিডেন্ট এন শ্রীনিবাসনের সঙ্গে। বোর্ডের সরকারি বক্তব্য, যে কোনও বিদেশ সফরের আগে রুটিন বৈঠক যেমন হয়, এটাও তাই। কিন্তু ক্রিকেটমহলের খবর, গত ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে টিমের জোড়া বিপযর্য় নিয়েই কোচের সঙ্গে বসেছিলেন বোর্ড প্রেসিডেন্ট। ধোনিকেও এ দিন জিজ্ঞেস করা হয়, দলের পারফরম্যান্সে উন্নতি ঘটানো যাবে কি না? এবং সেই কাজে অধিনায়ক হিসেবে ধোনির নিজের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ? ভারত অধিনায়ক উত্তর দেন, “আমি কোনও বিশেষ টিমের কথা বলতে চাই না। কিন্তু আপনাকে যদি আলাস্কা টিমের ক্যাপ্টেন করে দেওয়া হয়, ম্যাচ জেতা আপনার মুশকিল হবে। অধিনায়কের কাজটা হল, টিমে যা-যা মশলা আছে, সেগুলোকে ঠিকঠাক ব্যবহার করা।”
পাশাপাশি ধোনি মনে করিয়ে দিচ্ছেন, ঠাসা ক্রীড়াসূচির মধ্যে বিশ্রাম কতটা দরকার। “আমি যখন খেলা শুরু করি, তার তিন বছর পর প্রথম বিশ্রামটা পাই। ঠাসা সূচির মধ্যে বিশ্রাম পেলে সেটা কাজে দেয়। এই যে মাস দেড়েকের ছুটি এ বার পেলাম, গত পাঁচ বছরে পাইনি।”
শ্রীলঙ্কা সফরে তাঁর টিম যে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিও নেবে জানিয়ে দিচ্ছেন ধোনি, “টিমের স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করছি না। কিন্তু ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, তিনটে বিভাগেই উন্নতি করতে হবে। ফিল্ডিং প্র্যাক্টিসে আমরা কিছু নতুন ব্যাপারও আমদানি করেছি।” |