ভারতীয় মৎস্যজীবী হত্যার ঘটনায় দুঃখপ্রকাশ করে পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিল আমেরিকা।
সোমবার দুবাইয়ের কাছে জাবেল আলি বন্দরের সামনে মার্কিন নৌবাহিনীর একটি জাহাজ থেকে একটি ছোট নৌকা লক্ষ করে গুলি চালানো হয়। শেখর নামে এক ভারতীয় মৎস্যজীবী নিহত হন। জখম হন আরও তিন ভারতীয়। সকলেই তামিলনাড়ুর বাসিন্দা। তবে কেন জাহাজ থেকে গুলি চালানো হল, তার যে ব্যাখ্যা আমেরিকা দিয়েছে, সংযুক্ত আরব আমিরশাহিতে ভারতীয় রাষ্ট্রদূত তার বিরোধিতা করেছেন। আমিরশাহি সরকারও ঘটনার তদন্ত শুরু করেছে।
মঙ্গলবার ভারতের মার্কিন দূতাবাস থেকে এক বিবৃতিতে বলা হয়েছিল, বেশ কেয়েক বার সতর্ক করা সত্ত্বেও মাছ ধরার নৌকাটি জাহাজের খুব কাছে চলে এসেছিল। তাই নিরাপত্তার খাতিরে বাধ্য হয়ে গুলি চালাতে হয়েছে। কিন্তু দুবাইয়ে ভারতের রাষ্ট্রদূত এম কে লোকেশ দাবি করেন, আহত মৎস্যজীবীরা জানিয়েছেন, তাঁদের আদৌ সতর্ক করা হয়নি। দুবাইয়ের পুলিশ কমিশনারও বলেছেন, নৌকোটি ঠিক পথেই চলছিল বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। মঙ্গলবার বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণ রাষ্ট্রদূত লোকেশের কাছ থেকে এই গুলিচালনার ঘটনা সবিস্তারে জানতে চেয়েছেন। সেই সঙ্গে বলেন, আমেরিকাও এই ঘটনার তদন্ত করবে বলে তিনি আশাবাদী। ওয়াশিংটনে ভারতের দূতাবাসকে বিষয়টি নিয়ে কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে। তার পরেই মার্কিন রাষ্ট্রদূত ন্যান্সি পাওয়েল বিদেশসচিব রঞ্জন মাথাইকে জানান, ঘটনার তদন্ত করা হবে।
মৎস্যজীবী-হত্যার ঘটনা নিয়ে সরব হয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা। তিনি আজ প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে চিঠি লিখে জানান, আমেরিকা ও আমিরশাহি সরকারের সঙ্গে যোগাযোগ করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। নিহতের পরিবার ও জখমদের জন্য ক্ষতিপূরণ আদায়ের জন্যও লিখেছেন জয়া। |