টুকরো খবর |
আসানসোলে ডিওয়াইএফ-এর সমাবেশ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
|
চাকরির দাবি ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে আসানসোলে সমাবেশ ডিওয়াইএফের। |
বেকারদের চাকরির দাবি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার আসানসোলে একটি সমাবেশের আয়োজন করল ডিওয়াইএফের আসানসোল লোকাল কমিটি। জনসভার মূল বক্তা সিপিএমের প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিমের অভিযোগ, বর্তমান সরকার সংবাদমাধ্যমে হাজার হাজার বেকার যুবক-যুবতীদের চাকরির প্রতিশ্রুতি দিলেও বাস্তবে রাজ্যে কর্মহীনতা বেড়েছে। তাঁর দাবি, সারা রাজ্যে আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। উদাহরণ আসানসোল ও দুর্গাপুর। এখানে নতুন একটি পুলিশ কমিশনারেটের গঠিত হলেও গত ৯ মাসে খুন, জখম, রাহাজানি, ছিনতাইয়ের মতো প্রায় পাঁচশোটি অপরাধ ঘটেছে। বক্তব্য রাখেন যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক আভাস রায়চৌধুরীও। বার্নপুর রোডে আসানসোল জেলা গ্রন্থাগারের পাশে একটি সংকীর্ণ মাঠে এই সমাবেশ আয়োজিত হওয়ায় যোগ দিতে আসা সদস্য-সমর্থকদের রাস্তার উপরেই দাঁড়িয়ে থাকতে হয়। সৃষ্টি হয় যানজটও। ফলে অসুবিধেয় পড়েন সাধারণ মানুষ।
|
বিশ্ববিদ্যালয় গড়ার বিল পাশ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
নজরুল বিশ্ববিদ্যালয় গড়ার জন্য ৬ জুলাই রাজ্য বিধানসভায় বিল পাশ হয়ে গিয়েছে বলে জানিয়েছেন রাজ্যের আইন ও বিচারমন্ত্রী তথা আসানসোলের বিধায়ক মলয় ঘটক। আসানসোলের কাল্লা মোড় সংলগ্ন কুষ্ঠ কলোনির পাশে ফাঁকা পড়ে থাকা ৩১ একর জমিতে এই বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে। আসানসোল-দুর্গাপুরের ১৬টি কলেজ ও বীরভূমের ১৪টি কলেজকে প্রাথমিকভাবে এই বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত করা হচ্ছে। মলয়বাবু জানান, বেশ কয়েক বছর ধরেই এলাকার শিক্ষাব্রতীরা আসানসোলে একটি বিশ্ববিদ্যালয় গঠনের দাবি জানাচ্ছিলেন। বর্তমান সরকার এই দাবিকে মর্যাদা দিয়েছে।
|
বারবার আগুন, ধসের কারণ দেখতে কমিটি
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
রতিবাটি কোলিয়ারি লাগোয়া এলাকার অবস্থা খতিয়ে দেখতে একটি কমিটি গড়ল ইসিএল। মঙ্গলবার ওই কমিটির পক্ষে সংস্থার সিজিএম (সেফটি) যোগিন্দ কুমার সিংহ, সিজিএম (পি অ্যান্ড আইআর) রামকৃষ্ণ রাউৎ, সাতগ্রামের জিএম নারায়ণ ঝা, শ্রমিক নেতা চন্ডী বন্দ্যোপাধ্যায় এবং কেশব মুখোপাধ্যায় এলাকা পরিদর্শন করেন। গত তিন বছর ধরেই এই এলাকায় ভূগর্ভে আগুন ও ধসের ঘটনা ঘটছে। কয়েক দিন আগেও চাঁদা কোয়ারডি রাস্তায় রতিবাটি কোলিয়ারির অদূরে প্রায় ১২ ফুট ফাটল দেখা দেয়। চণ্ডীবাবু জানান, এলাকা ঘুরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রতিবাটি গ্রামের দিকে ভূগর্ভের আগুন কতটা এগিয়েছে তা দেখা হবে। বিকল্প রাস্তা নির্মাণ ও আবাসনের কর্মীদের অন্যত্র পাঠানো হবে। এ ছাড়া সামাজিক দায়বদ্ধতার প্রকল্পে এলাকায় পানীয় জলের জন্য নলকূপও বসানো হবে।
|
ট্রাকের ধাক্কায় মৃত্যু, অবরোধ
নিজস্ব সংবাদদাতা • কাঁকসা |
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক গ্যারাজ কর্মীর। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ জাতীয় সড়কে পানাগড় গ্রাম মোড়ে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃতের নাম মহম্মদ সেলিম (৩০)। পুলিশ জানায়, সেলিম গাড়ি সারাইয়ের কাজ করার সময়ে একটি ট্রাক সেটিতে ধাক্কা মারে। ট্রাকের তলায় পড়ে যান সেলিম। প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ শুরু করে দেন। স্থানীয় বাসিন্দা নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের দাবি, “এই এলাকায় বছরে গড়ে ২০ জনের মৃত্যু হচ্ছে। অধিকাংশই স্থানীয় বাসিন্দা।” এই ঘটনায় জাতীয় সড়কে প্রায় ১৫ মিনিট যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
|
টুকরো খবক্ষতিপূরণ ও মজুরি বৃদ্ধির দাবি, বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
দুর্ঘটনায় মৃত এক ঠিকাকর্মীর পরিবারকে ক্ষতিপূরণ, পোষ্যকে চাকরি ও ঠিকাকর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ দেখাল আইএনটিইউসি অনুমোদিত আসানসোল কোলফিল্ড কনট্রাকটর ওয়ার্কার্স ইউনিয়ন। দু’দিন আগেই পথ দুর্ঘটনায় মারা গিয়েছেন ভানোড়া ওয়েস্ট ব্লক কোলিয়ারির ওই কর্মী। তাঁর স্ত্রীও আশঙ্কাজনক অবস্থায় একটি বেসরকরি হাসপাতালে ভর্তি। সংগঠনের সম্পাদক দেবাশিস রায়চৌধুরী জানান, ওই পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য কর্তৃপক্ষকে জানিয়েছি। এছাড়া ঠিকাকর্মীরা ন্যুনতম সরকারি মজুরি ১৭০ টাকার বদলে ১২০ টাকা পাচ্ছেন। তাঁদের দাবি, ভানোড়া কোলিয়ারিতে কর্মরত ১৭৫ জন ঠিকাকর্মীকে অবিলম্বে ন্যুনতম মজুরির আওতায় আনতে হবে। কোলিয়ারি কর্তৃপক্ষ জানান, উর্দ্ধতন কর্তৃপক্ষকে দাবিগুলি জানানো হয়েছে। যা করার তাঁরাই করবেন।
|
তৃণমূলের সমাবেশ
নিজস্ব সংবাদদাতা • কাঁকসা |
দলীয় কর্মী-সমর্থকদের উপরে হামলা চালাচ্ছে সিপিএম। এই অভিযোগে মঙ্গলবার কাঁকসা হাটতলায় সমাবেশ করল যুব তৃণমূল। ছিলেন দলের শিল্পাঞ্চল যুব সভাপতি অভিজিৎ ঘটক, কাঁকসা ব্লক যুব সভাপতি পল্লব বন্দ্যোপাধ্যায়।
|
চালু মিড-ডে মিল
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
মিড-ডে মিল চালু হল দুর্গাপুরের সগড়ভাঙা হাইস্কুলে। প্রধান শিক্ষক সনাতন পান জানান, মঙ্গলবার পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ৫৩০ জন মিড-ডে মিল খেয়েছে। ছিলেন কাউন্সিলর শেফালি চট্টোপাধ্যায় ও শিবশঙ্কর চট্টোপাধ্যায়।
|
ঝুলন্ত দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। সোমবার রাতে অন্ডালের খান্দরা কলেজের কাছে শ্মশানে দেহটি মেলে। পুলিশ জানায়, মৃতের নাম সুখেন গড়াই (২১)। বাড়ি লাউদোহার কুচিডিহি গ্রামে। |
|