টুকরো খবর
বাস উল্টে জখম ২০
শুক্রবার জলপাইগুড়ি শহর লাগোয়া তিস্তা সেতুতে একটি যাত্রীবাহী বাস উল্টে জখম হয়েছেন ২০ জন। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। এদিন সকাল সাড়ে দশটা নাগাদ তিস্তা সেতুতে জলপাইগুড়ি থেকে ময়নাগুড়িগামী একটি মিনি বাস উল্টে যায়। পিচের আস্তরণ উঠে গিয়ে সেতুতে তৈরি হওয়া একটি বড় গর্তে চাকা পড়ে নিয়ন্ত্রণ হারানোয় বাসটি উল্টে যায় বলে জানা গিয়েছে। যাত্রীরা সকলেই কম বেশি আহত হন। গুরুতর আহত দুজনকে জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা করে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। দুর্ঘটনার ফলে এদিন সকালে জলপাইগুড়ি শহর লাগোয়া ৩১ডি জাতীয় সড়ক জুড়ে যানজট তৈরি হয়। জেলা পুলিশ সুপার সুগত সেন বলেন, “তিস্তা সেতুর মাঝামাঝি জায়গায় যাত্রীবাহী একটি বাস উল্টে যায়। আহতদের জলপাইগুড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বড় কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।

বিএসএনএলে চুরি
বৃষ্টির সুযোগ নিয়ে বিএসএনএলের একটি শাখা অফিসে ঢুকে লকার ভাঙল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে শিলিগুড়ির কলেজ পাড়ায় চিলড্রেন পার্ক সংলগ্ন এলাকায়। পুলিশ জানায়, লকারের ভেতরে কিছু না থাকায় দুষ্কৃতীদের খালি হাতে ফিরতে হয়। যাওয়ার পথে পাশেই একটি পানের দোকানে তালা ভেঙে চুরি করে দুষ্কৃতীরা। সেখান কিছু নগদ টাকা ও সিগারেটের প্যাকেট নিয়ে যায়। ওই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। বাসিন্দাদের অভিযোগ, বিএসএনএলের ওই শাখা অফিস থেকে ৫০ মিটারের মধ্যে শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপারের অফিস। বিদ্যুৎ দফতরের একটি অফিসেও নিরাপত্তা রক্ষী থাকেন। শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ ওয়াকার রাজা বলেন, “ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।” বিএসএনএএলের ওই অফিসের আধিকারিক সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার (ইস্ট) সন্দীপন ভট্টাচার্য বলেন, “দুষ্কৃতীরা তালা, লকার চুরির চেষ্টা করেছে। কিছু নিতে পারেনি।”

ভর্তি নিয়ে আশঙ্কা
সরকারি নির্দেশে মেনে একাদশ শ্রেণিতে অতিরিক্ত ছাত্র ভর্তি নিতে গেলে সমস্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন শিলিগুড়ি বয়েজ হাইস্কুল কর্তৃপক্ষ। শুক্রবার সাংবাদিক বৈঠক করে ওই কথা জানান স্কুলের প্রধান শিক্ষক চন্দন দাস এবং পরিচালন সমিতির সম্পাদক মধুসূধন চক্রবর্তী। তাঁরা জানান, স্কুলে ২৭৫ জন ছাত্র ভর্তির পরিকাঠামো রয়েছে। সরকারি নির্দেশ মেনে তা দশ শতাংশ বাড়িয়ে ৩০০ করা হয়েছে। এবারে ফের সরকারি নির্দেশে বিজ্ঞান বিভাগে ৭০ শতাংশ এবং গড়ে ৭৫ শতাংশের বেশি নম্বর পাওয়া ছাত্রদের নিজের স্কুলেই ভর্তি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে ছাত্র সংখ্যা ৩০০ পার হয়ে যাবে। এ ছাড়া ওই নিয়ম মেনে ভর্তি নিতে গেলে তপশিলি জাতি, উপজাতি এবং ওবিসিদের কোটা মানা সম্ভব নয়। পাশাপাশি সবা ছাত্রকে রেজিস্ট্রেশন দেওয়া হবে কি না তাও পরিস্কার করে বলা হয়নি। চন্দনবাবু বলেন, “কর্তৃপক্ষের নির্দেশ এলে ফের ভর্তি নেওয়া হবে।”

বামেদের আবেদন
রাজনৈতিক সভা ও মিছিলের অনুমতি দেওয়ার দাবিতে শুক্রবার জলপাইগুড়ি জেলাশাসকের দফতরে স্মারকলিপি দিলেন বামফ্রন্ট নেতৃত্ব। এ দিন বামফ্রন্ট নেতৃত্ব অভিযোগ করেন, তিন মাসের বেশি সময় থেকে ডুয়ার্সে রাজনৈতিক সভা ও জময়েতে করার উপরে প্রশাসনের নিষেধাজ্ঞা থাকায় গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হচ্ছে। ডুয়ার্সে সভার আয়োজন নিয়ে সম্প্রতি গোর্খা জনমুক্তি মোর্চা ও আদিবাসী বিকাশ পরিষদের দুটি গোষ্ঠীর গোলমালের জেরে উত্তেজনার সৃষ্টি হয়। এর পরে রাজনৈতিক সভা বা মিছিল নিয়ন্ত্রণ করা হয়েছে। নতুন করে সভা বা জমায়েতের অনুমতি দিলে ফের উত্তেজনার সৃষ্টি হতে পারে এমনটাই আশঙ্কা প্রশাসনের কর্তাদের।

অবরোধ, বিক্ষোভ
আবেদনকারীদের কলেজে ভর্তির ব্যবস্থা করার দাবিতে শুক্রবার জলপাইগুড়ির অসম মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় ছাত্র পরিষদ। জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজ এবং পিডি কলেজে আবেদনকারী ছাত্রছাত্রীদের ভর্তির দাবিতে দু’সপ্তাহ ধরে আন্দোলন করছে ওই সংগঠন। ভর্তির দাবির পাশাপাশি জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজে সমাজবিদ্যা ও এডুকেশন বিষয় চালুর দাবিও জানানো হয়েছে। ১ ঘন্টা অবরোধের পরে ছাত্র পরিষদ নেতা শৌভিক চৌধুরী বলেন, “আবেদনকারীদের প্রত্যেককে কলেজে ভর্তি নিতে হবে। পাশাপাশি আনন্দচন্দ্র কলেজে সমাজবিদ্যা ও এডুকেশন বিষয় চালু করতে হবে।”

ধৃত দম্পতি
সোনাপুরের মহম্মদবক্স স্কুলের জীববিজ্ঞানের শিক্ষককে অপহরণের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ এক দম্পতিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাতে চোপড়া থানার পুলিশ ফাঁসিদেওয়া পুলিশের সাহায্যে ওই দম্পতিকে গ্রেফতার করে। আটক করা হয়েছে আরও তিনজনকে। ধৃতদের নাম মহম্মদ পিয়ারি এবং হাসিনা খাতুন। তাদের বাড়িতেই মহম্মদ হাবিব নামের ওই শিক্ষককে আটকে রাখা হয়েছিল। পিয়ারি পেশায় দিনমজুর হলেও তার বিরুদ্ধে পুরানো কিছু মামলা রয়েছে।

ডোবায় কলার ভেলা ডুবে মৃত দুই বালক
কলার ভেলা উল্টে জলে ডুবে মারা গেল দুটি শিশু। ফালাকাটা থানার বড়ডোবা গ্রামে শুক্রবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃত শিশুদের নাম সমীর বর্মণ (৭) এবং বিক্রম রায় (৮)। এ দিন বেলা সাড়ে ১১টা নাগাদ গ্রামের একটি ডোবার জলে ভেলায় ভাসে দুই শিশু। আচমকা ভেলাটি উল্টে গেলে ওরা জলে তলিয়ে যায়। পরে বাসিন্দারা মৃত অবস্থায় শিশুদের উদ্ধার করে।

বাজে মৃত ২
শুক্রবার বাজ পড়ে দু’জন মারা গিয়েছেন। মৃতরা হলেন মহম্মদ সাফিরুদ্দিন (৩৭), বাড়ি করণদিঘির বোতলবাড়ি এলাকায় ও আজিমূল হুসেন (৩০), বাড়ি চোপড়ার কালাবাড়ি এলাকায়। ধান রোপণ করার সময় বাজ পড়ে।

হেমন্ত-জন্ম পালিত
হেমন্ত মুখোপাধ্যায়ের ৯২ তম জন্মদিন পালন হল শিলিগুড়ি হকার্স কর্নার প্রেক্ষাগৃহে। গত ১৬ জুন ওই অনুষ্ঠানের আয়োজন করে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক শিল্পী সঙ্ঘ। বর্ষা মুখর সন্ধ্যা হেমন্তের সুরে ও গানে মাতিয়ে তোলেন সত্যজিৎ মুখোপাধ্যায়। এ ছাড়াও সঙ্গীত পরিবেশন করেন দেবব্রত ভৌমিক, শ্রেয়া আইচ, নিখিলরঞ্জন সরকার, চঞ্চল চক্রবর্তী, বাসুদেব ভট্টাচার্য প্রমুখ। দীপক কর্মকার ও বাসুদেব ভট্টাচার্যের তবলা শ্রোতাদের মুগ্ধ করে। সঞ্চালক চঞ্চল চক্রবর্তী, কান্তা দাস।

বিশ্ব সঙ্গীত দিবস
জলপাইগুড়িতে ‘বিশ্ব সঙ্গীত দিবস’ পালন করল রবীন্দ্রবীথি সঙ্গীত বিদ্যালয়। কবিগুরুর সঙ্গীত আরও বেশি মানুষের কাছে পৌছে দিতে গত ২১ জুন সংস্থার মহড়া কক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ দিন সাদ্রি ভাষায় পরিবেশিত হয় নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’। বিশ্ব সঙ্গীত দিবসে আলোচনা করেন সংস্থার কর্ণধার মণিদীপা নন্দী বিশ্বাস। এ ছাড়াও সঙ্গীত পরিবেশন করেন পার্থ বন্দ্যোপাধ্যায়, অযুক্তা সরকার, আর্য নন্দী, সৌগত মুখোপাধ্যায়। বাদ্যযন্ত্রে ছিলেন রণজিৎ সূত্রধর।

ঝুলন্ত দেহ উদ্ধার
এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। শুক্রবার ঘটনাটি ঘটে শিলিগুড়ি থানার ২৬ নম্বর ওয়ার্ডে সমরেশ বসু সরণীতে। মৃতের নাম মনোজ অগ্রবাল (৩২)। এদিন ঘরের ফ্যানে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ দেখতে পাওয়া যায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.