টুকরো খবর
বিদ্যুৎ-কর্মীদের বিক্ষোভ দফতরে
অবিলম্বে সমস্ত ৩৩/১১ কেভি সাবস্টেশনে ৪ জন অপারেটর ও ৪ জন হেল্পারের পোস্টিং সুনিশ্চিত করা, দুর্ঘটনা এড়াতে ব্যবস্থা-গ্রহণ বাধ্যতামূলক করা-সহ মোট ১৯ দফা দাবিতে শুক্রবার বিদ্যুৎ দফতরের মেদিনীপুর জোনাল ম্যানেজারের দফতরের সামনে বিক্ষোভ দেখায় পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ-পর্ষদ পাওয়ারমেন্স ইউনিয়ন। নেতৃত্ব দেন সাধারণ সম্পাদক মানস সিংহ, কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য পঙ্কজ মণ্ডল প্রমুখ। পরে জোনাল ম্যানেজারের সঙ্গে দেখা করে স্মারকলিপিও পেশ করেন ইউনিয়নের নেতৃত্ব। সমস্ত শূন্যপদ পূরণের জন্য কর্তৃপক্ষকে উপযুক্ত পদক্ষেপেরও দাবি জানিয়েছেন নেতৃত্ব। দাবি খতিয়ে দেখে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ। সাধারণ সম্পাদক বলেন, “কর্মীদের সমস্যাগুলি সমাধানের দাবিতেই আমাদের এই কর্মসূচি।”

গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই
খড়্গপুর-২ ব্লকের বসন্তপুরের রামনগর থেকে গাঁজা উদ্ধারের ঘটনায় ২ জনকে গ্রেফতার করল পুলিশ। এদের নাম প্রতাপ দাস ও বিপিনবিহারী সিংহ। বাড়ি ঝাড়খণ্ডের চাকুলিয়ায়। যে গাড়িতে করে গাঁজা পাচার করা হচ্ছিল, এই ২ জন সেই গাড়িতে ছিলেন। শুক্রবার মেদিনীপুর আদালতে হাজির করানো হলে তাদের ৭ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওড়িশার ভদ্রক থেকে গাড়িটি আসছিল। বাংলাদেশে এই গাঁজা পাচার করার পরিকল্পনা ছিল। প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেলে রামনগরে একটি গাড়ি দেখে সন্দেহ হয়ে গ্রামবাসীদের। স্থানীয়রা গাড়িটিকে ঘিরে ধরেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। প্রতাপদের আটক করা হয়। গাড়ির মধ্যে থেকে প্রচুর গাঁজা উদ্ধার হয়। প্রাথমিক ভাবে পুলিশ জানিয়েছিল, প্রায় এক কুইন্টাল গাঁজা রয়েছে। পরে দেখা যায়, উদ্ধার হওয়ার গাঁজার পরিমান ১৬৭ কেজি।

বাস উল্টে জখম ৪
বাস উল্টে জখম হলেন ৪ জন। শুক্রবার দুপুরে নারায়ণগড়ের পোক্তাপোলের কাছে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, মেদিনীপুর থেকে দিঘাগামী একটি বাস একই দিকে ধাবমান একটি লরিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। জখম হন ৪ যাত্রী। খবর পেয়ে আসে পুলিশ।

নতুন সম্পাদক
মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বিদ্যাপীঠ (বালক) উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের পরিচালন সমিতির নতুন সম্পাদক হলেন মৃণাল চৌধুরি। আগে তিনি সমিতির সভাপতি ছিলেন। শুক্রবার পরিচালন সমিতির এক বৈঠকে মৃণালবাবুই সর্বসম্মতিক্রমে সম্পাদক হিসেবে মনোনীত হন। বিশিষ্ট শিক্ষাবিদ সর্বরঞ্জন পড়্যার মৃত্যুতে সম্পাদকের পদটি শূন্য হয়েছিল। এর পর মৃণালবাবু সভাপতির পদ থেকে ইস্তফা দেন। এ দিন পরিচালন সমিতির বৈঠকে তাঁকেই সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। সমিতির সভাপতি হয়েছেন প্রশান্ত রায়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.