বুনো হাতির দখল থেকে চালের বস্তা বাঁচাতে গিয়ে প্রাণটাই খোয়াতে হল এক মহিলাকে। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটে শিলিগুড়ির অদূরে নকশালবাড়ির বেলগাছি চা বাগানে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম মার্টিনা এক্কা (৫৪)। চা বাগানের গিরমিট লাইনের বাসিন্দা তিনি। এ দিন ভোরে একটি মাকনা হাতি চা বাগানের ওই বাড়িতে হানা দিয়ে চালের বস্তা নিয়ে টানাটানি শুরু করে। বৃদ্ধা টের পেয়ে চালের বস্তা বাঁচাতে ঝাপিয়ে পড়েন। কোনও ভাবেই বৃদ্ধার দখল থেকে চালের বস্তা টেনে বার করতে না- পেরে ক্ষিপ্ত হাতিটি হামলা করে বসে। শুঁড় দিয়ে পেঁচিয়ে বৃদ্ধাকে ঘর থেকে বার করে এনে পা দিয়ে পিষে মারে। খবর পেয়ে সকালে ওই চা বাগানে যান বন দফতরের পানিঘাটার রেঞ্জ অফিসার ভূপেন বিশ্বকর্মা এবং নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির বন কর্মাধ্যক্ষ সুনীল ঘোষ। সকালেই পরিবারটির হাতে ২০ হাজার টাকা ক্ষতিপূরণ তুলে দেওয়া হয়। বন কর্মাধ্যক্ষ বলেন, “দুঃখজনক ঘটনা। পরিবারটিকে সাধ্যমতো সাহায্য করা হবে।”
|
আলিপুরদুয়ার পুরসভার ডাম্পিং গ্রাউন্ডের জন্য বিকল্প অস্থায়ী জমির সন্ধান শুরু করল মহকুমা প্রশাসন। শুক্রবার দুপুরে আলিপুরদুয়ার সার্কিট হাউসে মহকুমা প্রশাসনের ডাকে একটি বৈঠক হয়। পরে ডাম্পিং গ্রাউন্ডের জন্য অস্থায়ী জায়গা দেখতে বিধায়ক দেবপ্রসাদ রায় এবং চেয়ারম্যান দীপ্ত চট্টোপাধ্যায়কে নিয়ে এলাকা পরিদর্শন করেন মহকুমাশাসক। দেবপ্রসাদবাবু বলেন “মাঝেরডাবরিতে পুরসভার কেনা জমিতে সলিড ওয়েস্ট প্রকল্প তৈরিতে সময় লাগবে। আবর্জনার জন্য অন্য জায়গার প্রয়োজন রয়েছে।”
|
কবরস্থানে ৫০টি বৃক্ষ রোপণ করল রানিগঞ্জ ফ্রেন্ডস ক্লাব। উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর আরিফ জলিল। আয়োজকদের পক্ষে অনুপ শরাফ জানান, আগামী দু’মাস প্রতি বৃহস্পতিবার তাঁরা বিভিন্ন এলাকায় ৫০টি করে গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছেন।
|
দু’মাস ধরে অসুস্থ থাকার পরে মারা গেল বৃদ্ধ দশরথ। শুক্রবার সকালে খয়েরবাড়ি পুনর্বাসন কেন্দ্রে খাঁচাবন্দি ২৪ বছরের ওই বাঘ মারা যায়। ২০০৫ সালে বিভিন্ন সার্কাস থেকে উদ্ধার করে ১৮টি বাঘ আনা হয়। রোগে ভুগে এবং বয়সজনিত কারণে ১৪টি বাঘের মৃত্যু হয়েছে। পশু চিকিৎসক অশোককুমার সিংহ বলেন, “বার্ধক্যজনিত কারণে দশরথ অসুস্থ ছিল। দাঁত ভেঙে যাওয়ায় ঠিকমত মাংস খেতে পারছিল না।” |