টুকরো খবর
ডানলপ কর্তৃপক্ষকে ‘হুঁশিয়ারি’ শিল্পমন্ত্রীর
হুগলির সাহাগঞ্জের ডানলপ কারখানা খোলার ব্যাপারে কর্তৃপক্ষকে কার্যত ‘হুঁশিয়ারি’ দিলেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আগামী ২১ জুলাই দলের ‘শহিদ দিবস’-এর প্রস্তুতি নিয়ে চুঁচুড়ার রবীন্দ্রভবনে শুক্রবার এক কর্মিসভায় পার্থবাবু বলেন, “ডানলপের মালিককে বলছি, হয় কারখানা চালু করুন, না হলে জমি ছাড়ুন। কারখানা চালু না করে জমি আগলে বসে থাকা চলবে না।” এ নিয়ে অবশ্য ডানলপ কর্তৃপক্ষ মন্তব্য করতে চাননি। ডানলপ খোলার দাবিকে সামনে রেখে এক মঞ্চে চলে এসেছে কারখানার তৃণমূল, সিপিএম এবং কংগ্রেসের শ্রমিক সংগঠন। তিনটি সংগঠন মিলিত ভাবে ‘জয়েন্ট অ্যাকশন কমিটি’ গড়েছে। এই মুহূর্তে সাহাগঞ্জের কারখানায় ৮৭২ জন স্থায়ী এবং ৪৫০ জন অস্থায়ী শ্রমিক রয়েছেন। অনেকেই তাঁদের প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ। সংগঠনের নেতাদের পাশাপাশি, তাঁরাও কারখানার মালিক পরিবর্তনের দাবি তুলেছেন। পার্থবাবু বলেন, “কারখানা খোলার ব্যাপারে ডানলপের মালিক এবং ওখানকার শ্রমিক ইউনিয়নগুলিকে ডেকেছি। সবার সঙ্গে বৈঠক করে শীঘ্রই মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দেব।” এ রাজ্যে শিল্পের জন্য জমি নিলে তা যে কাজে লাগাতে হবে, এ দিন ফের তা স্পষ্ট করে দিয়েছেন শিল্পমন্ত্রী। তিনি বলেন, “কোনও শিল্পপতি শিল্প না করলে, জমি ছেড়ে চলে যান। অন্য অনেক শিল্পপতি আছেন। ওই জমিতে তাঁরা শিল্প গড়বেন। বন্ধ কল-কারখানার জমি কাজে লাগানো হবে। রাজ্যে ইতিমধ্যেই জিন্দল গোষ্ঠী কাজ শুরু করেছেন।” শিল্পপতিদের প্রতি মন্ত্রীর আশ্বাস, “জমি নিয়ে তেমন সমস্যা হবে না।”

বেহাল রাস্তায় দুর্ভোগ আমতায়
ছবি: রমাপ্রসাদ গঙ্গোপাধ্যায়
হাওড়ার আমতা-১ ব্লকের রসপুর থেকে পারবড়দা গ্রাম পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা ভেঙেচুরে বেহাল হয়ে পড়েছে। ফলে, যাতায়াতে সমস্যায় পড়ছেন গ্রামবাসীরা। মূল রাস্তাটির বিস্তার আমতা রামসদয় কলেজ মোড় থেকে বালিচক পর্যন্ত। লম্বায় প্রায় ৮ কিলোমিটার। এই রাস্তারই রসপুর থেকে পারবড়দা পর্যন্ত তিন কিলোমিটার অংশ শোচনীয় হয়ে পড়েছে। রাস্তার উপরে পিচ উঠে গিয়েছে। তৈরি হয়েছে বড় বড় গর্ত। অথচ, এই রাস্তার উপর দিয়ে প্রতিদিন চলাচল করে প্রচুর সাইকেল, মোটরবাইক, রিকশা, ট্রেকার, অটোরিকশা। স্থানীয় একটি স্কুলের শিক্ষক স্বরূপ দাস বলেন, “রসপুর থেকে পারবড়দা পর্যন্ত রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এই রাস্তা মেরামত না হওয়ার ফলে প্রায় প্রতিদিন দুর্ঘটনা ঘটছে।” এই রাস্তার উপর দিয়ে রসপুর, তালশেওড়া, বাগুয়া, ভোজান, কুমারিয়া, চক ঝিংড়া, বাজেপ্রতাপ প্রভৃতি গ্রামে মানুষ যাতায়াত করেন। এ ছাড়া, এই এলাকায় বেশ কয়েকটি স্কুল এবং স্বাস্থ্যকেন্দ্র থাকায় ছাত্রছাত্রী এবং রোগীরা এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। সমস্যায় পড়েন তাঁরাও। বিভিন্ন মহল থেকে রাস্তাটি সংস্কারের দাবি উঠেছে। রাস্তাটি তৈরি হয়েছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পে। বালিচক গ্রাম পঞ্চায়েতের প্রধান বাসন্তী হাজরা বলেন, “রাস্তাটি মেরামত করার জন্য জেলা পরিষদের কাছে একাধিকবার আবেদন জানিয়েছি। কিন্তু কোনও কাজ হচ্ছে না।” বিষয়টি যে তাঁর নজরে রয়েছে, সে কথা জানিয়ে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আনন্দ চট্টোপাধ্যায় বলেন, “রাস্তাটি খুবই খারাপ। তবে এই মুহূর্তে টাকা নেই। টাকা এলে মেরামতির কাজ হবে।”

তৃণমূল নেতা ‘প্রহৃত’, ধৃত ৪
তৃণমূল নেতাকে প্রহারের অভিযোগ উঠল। শুক্রবার আরামবাগের কেশবপুর বাজারের ঘটনা। পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তৃণমূলের আরামবাগ ব্লক সভাপতি মীর মহম্মদ রফিক বৃহস্পতিবার একটি গ্রাম্য বিবাদের মীমাংসা করেছিলেন কেশবপুর গ্রামে। ওই মীমাংসায় রফিকবাবু গ্রামেরই দুই যুবক-যুবতীর বিয়ের রায় দেন বলে খবর। কিন্তু তা মানতে না পেরে এ দিন পাত্রপক্ষ তাঁর উপর চড়াও হয়েছেন বলে তৃণমূল সভাপতির অভিযোগ। ওই পাত্রের বাবা শেখ জালালউদ্দিনের অবশ্য দাবি, “রাতে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে ছেলের দেওয়া হয়। কেন এমন সর্বনাশ করলেন তা জানতেই গিয়েছিলাম। উল্টে ওরা আমাদের মারতে উদ্যত হলে বাধা দেওয়ার চেষ্টা করেছিলাম।” অন্য দিকে, রফিকবাবু বলেন, “গ্রামের সকলেই ওই বিয়ের পক্ষে ছিলেন। কারও বাবা-মাও কোনও আপত্তি করেননি। গরিব মেয়ের বিয়ের ব্যবস্থা করেছিলাম। সে অর্থে আমি তো সমাজসেবাই করেছি।”

দুর্ঘটনায় মৃত্যু
মোটরবাইকের ধাক্কায় মৃত্যু হল মানসিক ভারসাম্যহীন এক যুবকের। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটে আরামবাগের ন’পাড়ায়। মৃতের নাম সুধীর দুলে (৩৫)। ওই এলাকাতেই তাঁর বাড়ি। দুর্ঘটনার পরে স্থানীয় লোকজন গুরুতর জখম ওই যুবককে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করান। সেখানেই তাঁর মৃত্যু হয়। পুলিশ দেহটি ময়না-তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

হাওড়ায় জল বন্ধ
বেলগাছিয়ায় পদ্মপুকুরের পাইপলাইনের ফাটল সারানোর জন্য আজ, শনিবার হাওড়া শহরে জল সরবরাহ বন্ধ থাকবে। জল সরবরাহ ফের স্বাভাবিক হবে রবিবার সকাল ৬টায়। বালি পুর এলাকাতেও আজ দুপুর ১২টা থেকে রবিবার বেলা ১২টা পর্যন্ত জল বন্ধ থাকবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.