টুকরো খবর
মাজুলি দ্বিখণ্ডিত হওয়ার শঙ্কা, বিপন্ন অরুণাচলও
ভয়াবহ বন্যায় কার্যত দ্বিখণ্ডিত হতে চলেছে অসমের ঐতিহ্যশালী মাজুলি। আজ সরেজমিনে বন্যাবিধ্বস্ত মাজুলি দ্বীপের অবস্থা দেখে গেলেন অসমের রাজ্যপাল জানকীবল্লভ পটনায়ক। সরকারি হিসাবে অসমের ২২টি জেলায় এখনও বন্যা চলছে। মৃতের সংখ্যা ১২৬। নিখোঁজ ১৭ জন। কেন্দ্রীয় প্রতিনিধিরা রাজ্যের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখছেন। রাজ্য সরকারের তরফে বন্যা ও ভূমিক্ষয় মোকাবিলার স্থায়ী ব্যবস্থা গ্রহণে কেন্দ্রের কাছে ১৫ হাজার কোটি টাকা চাওয়া হয়েছে। অসমের পাশাপাশি, অরুণাচলেও বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। কাদাং কোরং নদীতে নতুন করে জলস্ফীতিতে আজ সকালে রাজ্যের পূর্ব সিয়াং জেলায় মেবো মহকুমায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। সিকু সেতু-সহ জলের তলায় পাসিঘাট- ঢোলা সড়কের একটা বড় অংশ। লোহিত জেলায় তেজু নালা ফুঁসে ওঠায় ভেসে গিয়েছে ৭০০ মিটার মাটির বাঁধ। ফলে রীতিমতো বিপন্ন তেজু শহরও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম অরুণাচলের মুখ্যমন্ত্রী নাবাম টুকিকে বন্যা মোকাবিলায় সব রকম কেন্দ্রীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন। জানানো হয়েছে, বন্যার ক্ষয়ক্ষতি যাচাই করতে অরুণাচলে পাঠানো হচ্ছে কেন্দ্রীয় সমীক্ষক দল। বন্যাদর্শনে আসা কেন্দ্রীয় প্রতিনিধিদলের কাছে অসম রাজ্য প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা তহবিলে তিন হাজার কোটি ও বন্যা-ভূমিক্ষয় নিয়ন্ত্রণে ১৫ হাজার কোটি টাকার সাহায্য চেয়েছে। অসমে সাত বছরের মধ্যে সব থেকে ভয়ঙ্কর বন্যায় মাজুলির মধ্য দিয়ে প্রায় ৬৫ কিলোমিটার দীর্ঘ একটি নদীর সৃষ্টি হয়েছে। সোনোয়াল-কছারি এলাকায় ২৫ হাজার বাঁশ ও বালির বস্তা দিয়ে যে বাঁধ গড়া হয়েছিল তা জলের তোড়ে ভেসে যায়। জল টুনি নদীর মরা খাত বরাবর প্রবাহিত হয়ে রূপহি বিল, ভক্তিদুয়ার বিল, টুনিখুঁটি, গরুবাট হয়ে দরিয়াডুবিতে পড়ে। রপর, তিন কিলোমিটার দূরে জলধারা ফের ব্রহ্মপুত্রে মিশেছে। ব্রহ্মপুত্রের বিচ্ছিন্ন এই অংশটি সব মিলিয়ে প্রায় ৬৫ কিলোমিটার দীর্ঘ একটি নদীর আকার নিয়ে মাজুলির বুক চিরে বয়ে গিয়েছে। ফের ব্রহ্মপুত্রে জল বাড়ার সম্ভাবনা।

প্রণব প্রার্থী হওয়ায় মামলা হাইকোর্টে
রাষ্ট্রপতি নির্বাচনে প্রণব মুখোপাধ্যায়ের প্রার্থী-পদকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থের মামলা হয়েছে। আবেদনের প্রতিলিপি পেয়ে দিল্লি থেকে অতিরিক্ত সলিসিটর জেনারেল গৌরব বন্দ্যোপাধ্যায় শুক্রবার হাইকোর্টে আসেন। আবেদনকারী রামকৃষ্ণ সরকার জানান, হাইকোর্টের প্রধান বিচারপতি জে এন পটেল ও বিচারপতি সম্বুদ্ধ চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে তিনি নিজেই সওয়াল করতে চান। প্রধান বিচারপতি জানান, তিনি আইনজীবী ছাড়া আবেদনকারীর সওয়াল শোনেন না। তাই মামলাটি অন্য ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দেওয়া হবে। যে-সব জনস্বার্থের মামলায় আবেদনকারীই সওয়াল করেন, সাধারণত সেগুলির শুনানি হয় বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্তের ডিভিশন বেঞ্চে। রামকৃষ্ণবাবু বিচারপতি সেনগুপ্তের ডিভিশন বেঞ্চেও তাঁর মামলার শুনানির আবেদন জানান। ওই ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, প্রধান বিচারপতি যদি মামলাটি পাঠান, তা হলে যে-দিন বিচার্য বিষয়ের তালিকায় মামলা থাকবে, সে-দিন শুনানি হবে।

দম্পতিকে বাঁচাতে গিয়ে আক্রান্ত পুলিশ
এক দম্পতিকে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হল পুলিশ। আজ হরিয়ানার রবি দাস বস্তি গ্রামে এই ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরিবারের মতের বিরুদ্ধে ওই দম্পতি বিয়ে করেছিলেন। তাঁদের উদ্ধার করতে গিয়ে পাথরের আঘাতে অ্যাসিস্ট্যান্ট কমিশনার রাজ কুমার ওয়ালিয়া সহ বেশ কয়েক জন পুলিশ আহত হয়েছেন। পুলিশ জানায়, পরিবারের সঙ্গে গ্রামের পঞ্চায়েতও ওই দম্পতির বিয়ের বিরুদ্ধে মত দিয়েছিল। ওই দম্পতি এর পর আদালতে গেলে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের নির্দেশে তাঁদের নিরাপত্তা দেয় পুলিশ। কাল রাতে ওই দম্পতি গ্রামে ফিরে যান। মেয়েটির আত্মীয়রা তাঁকে ফেরত চান। বিরোধ হওয়ায় ছেলেটির পরিবারের উপরে হামলা চালান তাঁরা। পরে পুলিশ ওই দম্পতিকে উদ্ধার করতে গেলে তাদের লক্ষ করে পাথর ছোড়া হয়। রাতভর চেষ্টায় অবশ্য দম্পতিকে উদ্ধার করা গিয়েছে।

পরিত্যক্ত শিশুকন্যার মৃত্যু রাজস্থানে
রাজস্থানে দুই সদ্যোজাত কন্যা সন্তানকে উদ্ধার করল পুলিশ। একটি শিশুর আজ মৃত্যুও হয়েছে। এ নিয়ে বেশ কয়েকটি কন্যা সন্তানকে ফেলে যাওয়ার ঘটনা ঘটল রাজ্যে। আজ আগরা-অজমেঢ় ট্রেন চলে যাওয়ার পরে জয়পুর স্টেশনে এক সদ্যোজাত কন্যাসন্তানের সন্ধান পান যাত্রীরা। তবে তাকে ট্রেনের ভিতর থেকে ফেলে দেওয়া হয়েছে কি না তা নিয়ে নিশ্চিত নয় রেল পুলিশ। দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও শিশুটি বাঁচেনি। পালি জেলাতেও একটি শিশুকন্যাকে উদ্ধার করেছে পুলিশ। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানিয়েছে, শিশুটি ভালই আছে।

ইস্পাত মন্ত্রকে সরানো হচ্ছে ভারত ভূষণকে
ইস্পাত মন্ত্রকে সরানো হচ্ছে বিমান পরিবহণ নিয়ন্ত্রণ সংস্থা ডিজিসিএ-র প্রাক্তন কর্তা ই কে ভারত ভূষণকে। সরকারি সূত্রে আজ এই কথা জানা গিয়েছে। ইস্পাত মন্ত্রকে আর্থিক উপদেষ্টা ও অতিরিক্ত সচিবের দায়িত্ব নেবেন তিনি। এখন ইস্পাত মন্ত্রকে আর্থিক উপদেষ্টা ও অতিরিক্ত সচিবের দায়িত্বে রয়েছেন মাচেন্দ্রনাথন। তাঁকে বিমান মন্ত্রকের অতিরিক্ত সচিবের দায়িত্ব দেওয়া হবে। মঙ্গলবার হঠাৎই ডিজিসিএ কর্তার পদ থেকে ভারত ভূষণকে সরানো হয়। কিংফিশার এয়ারলাইন্সের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়ায় তাঁকে সরানো হয়েছে বলে দাবি কয়েকটি শিবিরের। তবে এই অভিযোগ উড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার।

সংঘর্ষে হত ৩ বড়ো জঙ্গি
পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে তিন বড়ো জঙ্গির মৃত্যু হল। ঘটনাটি ঘটেছে গোয়ালপাড়া জেলায়। পুলিশ জানায়, দুধনৈ থানার শালমারা এলাকায় এনডিএফবি (রঞ্জন) গোষ্ঠীর সশস্ত্র সদস্যরা গা-ঢাকা দিয়ে আছে খবর পেয়ে আজ ভোরে এএসপি সুশান্ত বিশ্বশর্মার নেতৃত্বে পুলিশবাহিনী গ্রামটি ঘিরে ফেলে। পুলিশ দেখে জঙ্গিরা গুলি চালায়। দুই পক্ষে গুলির লড়াইয়ে ঘটনাস্থলেই তিন জঙ্গির মৃত্যু হয়। তাদের কাছ থেকে একটি একে ৫৬ রাইফেল, ১১০ রাউন্ড একে রাইফেলের কার্তুজ, একটি পিস্তল ও গ্রেনেড মিলেছে। নিহতদের মধ্যে দু’জনকে শনাক্ত করা হয়েছে। তাদের নাম অনিরুদ্ধ দইমারি ও অজয় বসুমাতারি।

ডিজিসিএ-র নির্দেশ
উড়ান টিকিটে কোন কোন খাতে কত টাকা নেওয়া হচ্ছে, তা টিকিটেই স্পষ্ট করে জানাতে বিমান পরিবহণ সংস্থাগুলিকে নির্দেশ দিল নিয়ন্ত্রক ডিজিসিএ। গ্রাহকদের অভিযোগ ছিল, টিকিটের প্রিন্ট দেওয়ার জন্য আলাদা ভাবে ৫০ টাকা নিচ্ছে কিছু বিমান পরিষেবা সংস্থা। এই অভিযোগের ভিত্তিতেই নতুন নির্দেশ দিলেন ডিজিসিএ-র নবনিযুক্ত ডিরেক্টর জেনারেল প্রশান্ত সুকুল। গ্রাহক সুরক্ষা এবং স্বাচ্ছন্দ্যের দিকেও নজর দিতে সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছেন তিনি।

শিকল খোলা হল নাট্যকর্মীর
শেষ অবধি খুলে গেল তাঁর পায়ের শিকল। সেই সঙ্গে মণিপুর বিধানসভায় মুখ্যমন্ত্রী জানালেন, রাজ্যে ইনারলাইন পারমিট চালুর ব্যাপারে মন্ত্রিসভা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রিসভার সিদ্ধান্ত আজই দিল্লিকে জানানো হয়েছে। মণিপুরে অনুপ্রবেশ রুখতে ইনারলাইন চালু করার দাবিতে আমরণ অনশন করছিলেন ৭২ বছরের বিশিষ্ট নাট্যকর্মী কে বীরহরি শর্মা।

ফের আবেদন সর্বজিতের
মুক্তির জন্য নতুন করে আবেদন জানালেন পাকিস্তানের জেলে বন্দি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় সর্বজিৎ সিংহ। পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকে আজই চিঠি দিয়েছেন সর্বজিতের আইনজীবী আওয়াইস শেখ। তাতে আবেদন জানিয়েছেন, ১৪ অগস্ট, দেশের ৬৫তম স্বাধীনতা দিবসে যেন সর্বজিৎকে মুক্তি দেওয়া হয়। গতকালই লাহৌর জেলে সর্বজিতের সঙ্গে দেখা করেন শেখ। সর্বজিতের মেয়ে স্বপনদ্বীপকে ই-মেল করে বিষয়টি জানিয়েছেন তিনি।

২৬ জুয়াড়ি ধৃত
ওড়িশার গঞ্জাম জেলার গোলানথরা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ কাল ২৬ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে। পুলিশ বাজেয়াপ্ত করেছে ২ লক্ষ ১০ হাজার টাকা, ৩২টি মোটর সাইকেল এবং ২৫টি মোবাইল ফোন। এলাকার মানুষজন দীর্ঘ দিন ধরেই এই জুয়াড়িদের কারবারে বিরক্ত হয়ে উঠেছিলেন।

অমরনাথে মৃত্যু বেড়ে ৭২
অমরনাথ যাওয়ার পথে মৃত্যু হল আরও পাঁচ জনের। মারা গিয়েছেন চার তীর্থযাত্রা ও এক মালবাহী। এই নিয়ে চলতি বছরের অমরনাথ যাত্রায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭২। উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ থেকে আসা দুই তীর্থযাত্রী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এক মহিলা-সহ অজ্ঞাতপরিচয় আরও দুই তীর্থযাত্রী মারা গিয়েছেন।

ভারতের ‘অগ্নি’ পরীক্ষা সফল
ওড়িশা উপকূলে পরমাণু অস্ত্র বহনকারী ৭০০ কিলোমিটার দূরত্বের
ক্ষেপণাস্ত্র অগ্নি-১-এর সফল পরীক্ষণ হল শুক্রবার। ছবি: পিটিআই।
আজ সাফল্যের সঙ্গে অগ্নি-১ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ভারত। ৭০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম ভূমি থেকে ভূমিতে যাতায়াতকারী এই ক্ষেপণাস্ত্র। এটি পরমাণু বিস্ফোরক পরিবহণে সক্ষম। ওড়িশার বালেশ্বরে হুইলার দ্বীপ থেকে সকাল ১০ টা বেজে ১০ মিনিটে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয় বলে জানিয়েছেন ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জের (আইটিআর) কর্ণধার এম ভি কে ভি প্রসাদ।

পেট্রোল পাম্প ধর্মঘট প্রত্যাহৃত
রাজ্য সরকারের কাছ থেকে নিরাপত্তার আশ্বাস পাওয়ার পর মণিপুরের পেট্রোল পাম্প ধর্মঘট উঠে গেল। জঙ্গি হুমকি ও পাম্পে জঙ্গি হামলার প্রতিবাদে ১০ জুলাই থেকে রাজ্যে পেট্রোল পাম্প ধর্মঘট চলছিল। ফলে কালোবাজারে পেট্রোলের দাম দাঁড়ায় লিটার প্রতি ১৮০ টাকা। রাস্তায় যানবাহনও কমে যায়।গত কাল সন্ধ্যায় পাম্প মালিকদের সঙ্গে বৈঠকে খাদ্য ও গণবন্টনমন্ত্রী ওকেন্দ্র ভরসা দেন, পেট্রোল পাম্পগুলির সুরক্ষায় সরকার সব রকমের ব্যবস্থা নেবে। এর পর রাতে পাম্প মালিকরা ধর্মঘট প্রত্যাহারের কথা ঘোষণা করেন। এর পরেই রাতভর পেট্রোল পাম্পগুলিতে গাড়ির লম্বা লাইন পড়ে যায়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.