পাতিপুকুর আন্ডারপাস
পথ কেন চুরমার, তদন্তে কমিটি
দ্বোধনের ১১ দিনের মাথায় পাতিপুকুর রেল ব্রিজের আন্ডারপাসের রাস্তা ভেঙে যাওয়ার ঘটনায় দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করল রাজ্য সরকার। শুক্রবার মহাকরণে এ কথা জানান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানান, কমিটির দুই সদস্য হলেন কলকাতা পুরসভার সড়ক বিভাগের ভারপ্রাপ্ত অফিসার সৌমিত্র ভট্টাচার্য ও বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষক সুদীপকুমার রায়। কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে সাত দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার পরে সেই মতো ব্যবস্থা নেওয়া হবে। যদিও মন্ত্রী বলেন, “ঘটনাটি মারাত্মক কিছু নয়। বৃষ্টি হলে যেমন অনেক সময়ে বাড়ির রং উঠে যায়, তেমনই ঘটনা। দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
আন্ডারপাসের হাল দেখছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। শুক্রবার।—নিজস্ব চিত্র
শুক্রবার বেলা ১১টা নাগাদ পাতিপুকুর আন্ডারপাস পরিদর্শনে যান ফিরহাদ হাকিম। সঙ্গে ছিলেন এলাকার বিধায়ক তথা দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান সুজিত বসু, কেএমডিএ-র চিফ এগ্জিকিউটিভ অফিসার বিবেক ভরদ্বাজ-সহ উচ্চপদস্থ আধিকারিকেরা। এ দিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ফুটপাথের উপরে জড়ো করে রাখা হয়েছে আন্ডারপাসের কংক্রিটের উপরের ভেঙে যাওয়া ম্যাস্টিক অ্যাসফল্ট। রাস্তার কিছু কিছু জায়গায় অবশ্য পিচের চটলা উঠে ছিল। মন্ত্রী বলেন, “এই ঘটনায় আমি লজ্জিত। কোনও ঠিকাদার কী মানের জিনিস দিচ্ছেন, তা পরীক্ষা করে দেখা পুর-ইঞ্জিনিয়ারদের কর্তব্য। কাদের গাফিলতি হয়েছে, তা খতিয়ে দেখা হবে। এ ছাড়া, যে ঠিকাদারেরা এই কাজ করেছেন, তাঁদের কালো তালিকাভুক্ত করা হবে।”
আন্ডারপাসের গোটা রাস্তায় প্রথমে কংক্রিট এবং তার উপরে ম্যাস্টিক আ্যসফল্টের আস্তরণ দেওয়া ছিল। সাধারণত পিচের উপরে ম্যাস্টিক অ্যাসফল্ট দিলে রাস্তা বেশি দিন টেকে। কিন্তু কংক্রিটের রাস্তার উপরে ম্যাস্টিক অ্যাসফল্ট দেওয়া যায় কি না, সেই প্রশ্নও তোলেন মন্ত্রী। কেএমডিএ-র ইঞ্জিনিয়ারেরা জানান, কংক্রিটের উপরে ম্যাস্টিক অ্যাসফল্ট দিলে রাস্তা আরও বেশি পোক্ত হয় ঠিকই, কিন্তু সে ক্ষেত্রে দু’টির মাঝে আর একটি আস্তরণ দেওয়ার কথা। সেটি ঠিক মতো দেওয়া হয়েছে কি না, তা কেএমডিএ-র ইঞ্জিনিয়ারদের খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মন্ত্রী।
তবে শুধু রাস্তা ভাঙাই নয়, গত বুধবার এক ঘণ্টার বৃষ্টিতেই ওই আন্ডারপাসে এক কোমর জল জমে যায়। আন্ডারপাস তৈরির সময়ে যথাযথ নিকাশি ব্যবস্থা তৈরি হয়েছিল কি না, সে প্রশ্নও ওঠে। এলাকার বিধায়ক সুজিত বসু বলেন, “এই এলাকার নিকাশি ব্যবস্থা খুব পুরনো। বেশি বৃষ্টি হলে আন্ডারপাসের জল ওই নিকাশি নর্দমার কোথাও গিয়ে আটকে যাচ্ছে। নর্দমাগুলি বাখারি দিয়ে পরিষ্কার করবেন পুরকর্মীরা। এ ছাড়া, এখন আন্ডারপাসের জল বার করতে একটি পাম্প আছে। বেশি ক্ষমতাসম্পন্ন আরও একটি পাম্প বসানো হবে।”
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.