টুকরো খবর |
পণ্য-পরিষেবা কর, ক্ষতিপূরণ নিয়ে প্রধানমন্ত্রীর মত চাইল রাজ্যগুলি
নিজস্ব প্রতিবেদন |
পণ্য-পরিষেবা কর চালুর আগে ‘প্রাপ্য’ ক্ষতিপূরণ নিয়ে সিদ্ধান্ত নিতে প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে আবেদন জানাল রাজ্যগুলি। আগামী ৭ অগস্টের মধ্যে এ নিয়ে প্রধানমন্ত্রীর মতামত জানতে চেয়েছে তারা। পণ্য-পরিষেবা কর চালুর প্রথম ধাপ হিসেবে কেন্দ্রীয় বিক্রয় কর ধাপে ধাপে ৪% থেকে কমিয়ে ২% করেছিল সরকার। রাজ্যগুলির দাবি ছিল, এই হার কমানোয় ২০১০-’১১ সালে কর আদায়ের ক্ষেত্রে যে ক্ষতি হচ্ছে, সেই বাবদ ১৯,০০০ কোটি টাকা পুষিয়ে দিতে হবে কেন্দ্রকে। কিন্তু কেন্দ্র এখনও পর্যন্ত ৬,৩৯৩ কোটি টাকা ক্ষতিপূরণ দিয়েছে। আর ক্ষতিপূরণ দেওয়া হবে না বলেও রাজ্যগুলিকে জানিয়ে দিয়েছে তারা। তাই সমস্যা মেটাতে শুক্রবার বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করল রাজ্যগুলি। এ প্রসঙ্গে এই দিন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র জানান, পণ্য-পরিষেবা কর চালু হলে লাভ হবে রাজ্যের ছোট ব্যবসায়ীদের। সে কারণে তাঁরাও এটি চালু করতে আগ্রহী। কিন্তু কেন্দ্রের ক্ষতিপূরণ নিয়ে অন্য অনেক রাজ্যের মতো একই সারিতে দাঁড়িয়ে তাঁরা। তাঁর দাবি, প্রধানমন্ত্রীকে ৭ অগস্টের মধ্যে উত্তর দিতে আবেদন করা হয়েছে। এই ১৫-২০ দিনের মধ্যে তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা করে বিষয়টি নিয়ে কথা বলবেন। যত দ্রুত এই ক্ষতিপূরণের সমস্যা মিটবে, তত তাড়াতাড়ি পণ্য-পরিষেবা কর চালু করা যাবে বলে মনে করছেন তিনি।
|
বাকশক্তি ‘হারাচ্ছেন’ গুগলের সিইও ল্যারি
সংবাদসংস্থা • সান ভ্যালি |
ল্যারি পেজ |
জনসমক্ষে তিনি আসছিলেন না গত মাস থেকেই। গত সপ্তাহে সংস্থার সবচেয়ে বড় অনুষ্ঠানেও ছিলেন অনুপস্থিত। তখন থেকেই গুগলের সিইও ল্যারি পেজের স্বাস্থ্য নিয়ে সন্দেহ দানা বাধছিল। অবশেষে সেই সন্দেহই সত্যি হল। বৃহস্পতিবার গুগলের এগ্জিকিউটিভ চেয়ারম্যান এরিক স্মিড্ট জানিয়েছেন, কথা বলার শক্তি হারাচ্ছেন ল্যারি। গত বছরের ৫ অক্টোবর অগ্ন্যাশয়ের ক্যানসারে মারা যান অ্যাপলের সহস্রষ্টা স্টিভ জোবস। এ বার ল্যারির অসুখের কথা জানাজানি হতেই আশঙ্কা ছড়িয়ে পড়ে বিভিন্ন মহলে। তবে মাউন্টেন ভিউ-তে সংস্থার সদর দফতরে বসে স্মিড্টের দাবি, “ল্যারি ক্রমশই সুস্থ হয়ে উঠছেন। গত সোমবার অফিসে একটি মিটিংও করেছেন। ল্যারি কথাও বলছেন, তবে খুবই আস্তে আস্তে।” সিইও হওয়ার পাশাপাশি ল্যারি গুগলের অন্যতম শেয়ার হোল্ডারও। গত বছরের এপ্রিলে স্মিড্টকে সরিয়ে ফের সিইও করা হয় ৩৯ বছরের ল্যারিকে। এর আগেও সংস্থার সিইও-র দায়িত্ব সামলেছেন তিনি। গুগল বিশ্বের এক নম্বর ‘সার্চ ইঞ্জিন’ হলেও মানুষ এখন সবচেয়ে বেশি সময় কাটাচ্ছেন ফেসবুক-টুইটারের সামনে। তাই ফেসবুক-টুইটারের সঙ্গে পাল্লা দিতে বেশ কিছু পদক্ষেপ করেন ল্যারি। তার মধ্যে একটি হল গুগল প্লাস চালু করা। কিন্তু এর মধ্যে ল্যারির অসুখের কথা সামনে আসায় চিন্তিত লগ্নিকারীরা। এর ফলে সংস্থার কতটা ক্ষতি হতে পারে, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তার হিসেব-নিকেশও।
|
৩৫,০০০ কর্মী নেবে ইনফোসিস
সংবাদসংস্থা • বেঙ্গালুরু |
চলতি অর্থবর্ষে আরও ৩৫,০০০ কর্মী নেবে তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিস। এর মধ্যে প্রায় ১৩,০০০ কর্মীই নেওয়া হবে তাদের বিপিও ব্যবসার জন্য। এ কথা জানান সংস্থার চিফ ফিনান্সিয়াল অফিসার ভি বালকৃষ্ণন। যদিও, এই মুহূর্তে কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই জানিয়েছে ইনফোসিস। বালকৃষ্ণন জানান, গত ১ জুলাই থেকে সংস্থার ২০ হাজার কর্মীর পদোন্নতি ঘটেছে। যা তাদের মোট কর্মী সংখ্যার (১,৫১,১৫১) প্রায় ১৩%। তবে বিশ্ব জুড়ে টালমাটাল আর্থিক অবস্থার জেরে এখনই কর্মীদের বেতন বাড়ানোর পথে হাঁটছে না ইনফোসিস। সংস্থার সিইও এবং এমডি এস ডি শিবুলালের দাবি, ২০০৮-’০৯ সালেও আর্থিক মন্দার জন্য সময়ের তুলনায় পিছিয়ে অর্থবর্ষের মাঝামাঝি বেতন নিয়ে সিদ্ধান্ত নিয়েছিল সংস্থা। এ বারও সে ভাবেই বছরের মাঝে সিদ্ধান্ত নিতে পারে তারা। অবশ্য সে ক্ষেত্রে সব স্তরে বেতন না বাড়িয়ে কাজের মান অনুসারে তা নির্ধারণ করা হতে পারে। যদিও, ত্রৈমাসিকের ফল খারাপ হওয়া এবং পূর্বাভাস কমানোর জেরে তা কতটা কার্যকর হবে, সে নিয়ে সন্দেহ রয়েছে সংশ্লিষ্ট মহলেই। টাকার দামে হিসেব করলে সংস্থার মুনাফা বেড়েছে প্রায় ৩৩%। কিন্তু ডলারে টাকার দাম পড়ার কারণে তা প্রত্যাশার তুলনায় অনেকটাই কম বলে জানিয়েছে ইনফোসিস। আগামী দিনেও ব্যবসা কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে এ দিন জানিয়েছে দেশের অন্যতম তথ্যপ্রযুক্তি সংস্থাটি।
|
টানা দু’মাস কমলো রফতানি
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
রফতানি কমলো। কিন্তু সেই সঙ্গে আমদানি হ্রাসের জেরে কমলো বাণিজ্য ঘাটতিও। যা কেন্দ্রের ‘টানাটানির সংসারে’ কিছুটা স্বস্তি জোগাল বলে মনে করছেন অনেকে। আগামী দিনেও এই ঘাটতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে কেন্দ্রের দাবি। এই নিয়ে টানা দু’মাস কমেছে দেশের রফতানি। মে মাসের পর জুনে তা কমলো ৫.৪৫%। দাঁড়াল ২,৫০০ কোটি ডলারে। ইউরোপ-সহ উন্নত দুনিয়ায় চাহিদা কমে যাওয়াই এর কারণ বলে শুক্রবার জানান কেন্দ্রীয় বাণিজ্য সচিব এস আর রাও। মে মাসে আমদানিও ১৩.৬% কমে হয়েছে ৩,৫৩৭ কোটি ডলার। ফলে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ১,০৩৭ কোটি ডলার। গত ১৫ মাসে যা ন্যূনতম।
|
এআইয়ের উদ্যোগ
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
আর্থিক সঙ্কট কাটাতে এ বার বিভিন্ন ব্যাঙ্ক ও আর্থিক সংস্থার কাছে ঋণপত্র বিক্রি করে ৭,৪০০ কোটি টাকা তুলতে চায় রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া (এআই)। ওই সরকারি গ্যারান্টি-যুক্ত নন-কনভার্টিবল্ ডিবেঞ্চার (শেয়ারে পরিবর্তনযোগ্য নয় এমন ঋণপত্র) বিক্রির বিষয়টি পরিচালনার জন্য মার্চেন্ট ব্যাঙ্কগুলির কাছ থেকে আগামী ৬ অগস্টের মধ্যে দরপত্র চেয়েছে তারা। ঋণপত্রের মেয়াদ ১৯ বছর। ৩০ সেপ্টেম্বরের মধ্যেই প্রক্রিয়া সম্পূর্ণ করতে চায় সংস্থা।
|
ন্যানো নিয়ে টাটা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাহুর গ্রাসে পড়ে যাত্রা শুরুর পরও উন্নয়নশীল দুনিয়ার গাড়ি বাজারের নক্শা বদলে দিতে পারে ন্যানো। শুক্রবার নিজের স্বপ্নের প্রকল্প নিয়ে এই মন্তব্য খোদ রতন টাটার। টাটা গোষ্ঠীর কর্ণধারের দাবি, বহু বাধা পেরিয়ে শেষ পর্যন্ত পথে নেমেছে ন্যানো। আর আগামী দিনেও ঠিক সে ভাবেই শুধু ভারত নয়, গোটা উন্নয়নশীল দুনিয়াতেই এই গাড়ি নিজেকে প্রতিষ্ঠিত করবে। গাড়িটির মধ্যে জনপ্রিয় হওয়ার সেই রসদ ও সফল হওয়ার সেই সম্ভাবনা প্রচুর।
|
এসএমএস-রায়
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
বাণিজ্যিক ব্যবহারের ক্ষেত্রে মোবাইল থেকে দিনে ২০০টির বেশি এসএমএস পাঠানো যাবে না বলে জানিয়ে দিল দিল্লি হাইকোর্ট। টেলি-মার্কেটিংয়ের অবাঞ্ছিত কল থেকে মুক্তি দিতেই এই সিদ্ধান্ত। তবে ব্যক্তিগত ব্যবহারে এই সর্বোচ্চ সীমা মানা জরুরি নয় বলেও স্পষ্ট করেছে তারা।
|
বাড়ল টাকা
সংবাদসংস্থা • মুম্বই |
গত দু’দিনে প্রায় ১০০ পয়সা খোয়ানোর পর শুক্রবার এক ঝটকায় ৭৯ পয়সা উঠল টাকা। যার দৌলতে দিনের শেষে এক ডলারের দাম দাঁড়াল ৫৫.১৫ টাকা। সংশ্লিষ্ট মহলের দাবি, শেয়ার বাজারে বিদেশি লগ্নিকারীদের বিনিয়োগ বাড়ছে। তা ছাড়া ব্যাঙ্কগুলিও এ দিন ডলার বিক্রি করায় বাজারে জোগান বেড়েছে মার্কিন মুদ্রার।
|
কর ফাঁকি প্রতিরোধ আইন নিয়ে কমিটি |
কর ফাঁকি প্রতিরোধ আইন বা জেনারেল অ্যান্টি ট্যাক্স অ্যাভয়ডেন্স রুল-এর রূপরেখা তৈরি করতে এ দিনই চার সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের কথা জানিয়েছেন মনমোহন সিংহ। এই আইনে আরও স্বচ্ছতা আনতে নতুন খসড়া তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে এই কমিটিকে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে যা জমা দিতে হবে কমিটিকে। গত মাসেই বিদেশি লগ্নিকারীদের আস্থা ফিরে পেতে বিতর্কিত কর ফাঁকি প্রতিরোধ আইনের খসড়া নির্দেশিকা প্রকাশ করেছিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। কিন্তু সেই নির্দেশিকা তখন প্রধানমন্ত্রীর অনুমোদন পায়নি বলেই জানিয়েছিল তাঁর দফতর। বিদেশি লগ্নিকারীদের আস্থা অর্জন করতে হলে বিষয়টিতে আরও স্বচ্ছতার প্রয়োজন রয়েছে বলে মনে করেন প্রধানমন্ত্রী। তাই নতুন এই কমিটি গঠন,জানিয়েছে তাঁর দফতর। |
|