টুকরো খবর
পাকিস্তানে বিস্ফোরণ, মৃত ৬
পাকিস্তানের কোয়েটা শহরে এক বিস্ফোরণে আওয়ামি ন্যাশনাল পার্টির (এএনপি) এক নেতা-সহ ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১২ জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ সকালে কুচক বাজারের কাছে এক জনসভার আয়োজন করেছিল সরকারের অন্যতম শরিক দল এএনপি। বিস্ফোরণ হয় সেখানেই। মারা গিয়েছেন এএনপি-র ছাত্র সংগঠন পাশতুন স্টুডেন্টস ফেডারেশনের সহ সভাপতি মালিক কাশিম।

দেশেই ফেরত গেলেন সেই পাক সেনা
সসম্মানে দেশেই ফিরিয়ে দেওয়া হল পাক সেনা আসিফ আলিকে। তবে আশ্রয় না প্রেম, কীসের খোঁজে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে এসেছিলেন তিনি, সেই প্রশ্নই উঠছে বার বার। গত কালই কাশ্মীরের পুঞ্চ জেলা থেকে ধরা পড়েন আসিফ। তখন জেরার মুখে জানান, আশ্রয়ের খোঁজেই এ দেশে এসেছেন তিনি। তবে আজ জানা গিয়েছে আরও একটি মত। পাকিস্তান সেনা ছাউনির কাছেই কারনি গ্রাম। সেখানেই এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল তাঁর। কিন্তু সেই সম্পর্ক মেনে নেয়নি মেয়েটির বাড়ির লোক। বেশ কিছুদিন প্রেমিকাকে দেখতে না পেয়ে আসিফের সন্দেহ হয়, পুঞ্চ জেলায় বিয়ে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছে তাকে। আর থাকতে না পেরে তাই প্রাণের ঝুঁকি নিয়েই এ দেশে চলে আসেন তিনি।

বিমানে মাতলামো
বিমানে চেপে মুম্বই আসছিলেন দক্ষিণ আফ্রিকার কয়েক জন পার্লামেন্ট সদস্য। হঠাৎই উঠল ‘গেল গেল’ রব। দেখা গেল, বিমানের দরজা ধরে আপ্রাণ টানাটানি করছেন বিরোধী দলের এক পার্লামেন্ট সদস্য। কোনও মতে তাঁকে নিরস্ত করার পর বোঝা গেল, ‘বেহেড’ হয়ে এই কাণ্ড ঘটিয়েছেন তিনি। ভারতের বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে কয়েক ঘণ্টা আটক করে রাখা হয় তাঁকে। পরে পার্লামেন্টের স্পিকারের হস্তক্ষেপে দেশে ফিরিয়ে আনা হয় তাঁকে।

দক্ষিণ আফ্রিকায় ট্রেন দুর্ঘটনা, মৃত ৩০
ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় দক্ষিণ আফ্রিকার মালেলেন এলাকায় প্রাণ হারালেন ৩০ জনেরও বেশি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন। এ দিন একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় ট্রেনটির। ওই ট্রাকে চেপে অন্তত ৫০ জন যাচ্ছিলেন জমিতে কাজ করতে। স্থানীয় প্রশাসন সূত্র প্রাথমিক ভাবে মনে করছে, সিগন্যাল না দেখেই রেললাইন পেরনোর চেষ্টা করে ট্রাকটি। ট্রেনটি খুব কাছে থাকায় কোনও ভাবেই দুর্ঘটনা এড়ানো যায়নি।

ফার্স্ট লেডিকে খুনের হুমকি পুলিশের
মিশেল ওবামাকে খুন করতে চান তিনি। রাস্তায় দাঁড়িয়ে সহকর্মীদের সঙ্গে গল্প করতে করতে এই কথাই বলেছিলেন এক পুলিশকর্মী। শুধু তাই নয়, কোন অস্ত্র ব্যবহার করে সেই কাজ করতে চান তিনি তার ছবিও দেখিয়েছিলেন নিজের মোবাইলে। তবে বিষয়টি আর গোপন থাকেনি। একটি মার্কিন সংবাদপত্র এই খবর জানিয়েছে। আর তার জেরে আপাতত প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তাঁর পরিবারের নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত ‘সিক্রেট এজেন্সি’র শীর্ষ কর্তাদের ঘুম উড়ে গিয়েছে। যে পুলিশকর্মীর মন্তব্য ঘিরে এত আলোড়ন, তাঁকে এখনও চিহ্নিত করা যায়নি বলে জানিয়েছে ওয়াশিংটন পুলিশ।

দিলীপ কুমারের বাড়ি বাঁচাতে ‘জিরগা’
পেশোয়ারে দিলীপ কুমারের পৈতৃক বাড়ি বাঁচাতে উদ্যোগী হল পাকিস্তানের কয়েকটি সংগঠন। এই কাজের জন্য ‘জিরগা’ বা পরিষদ গঠন করেছে তারা। পেশোয়ারের মহল্লা খুদাদাদে দিলীপ কুমারের বাড়ি কিনে নেওয়ার পরিকল্পনা করেছিল খাইবার-পাখতুনওয়া প্রদেশের সরকার। বাড়িটিকে জাতীয় ঐতিহ্যপূর্ণ ভবনের মর্যাদা দিতেও উদ্যোগী হয়েছিল তারা। মোটা টাকা হাতে পেতেন বাড়ির মালিক। কিন্তু, একাধিক ব্যক্তি মালিকানার দাবি জানানোয় সরকার এই পরিকল্পনা বাতিল করে। তার পরেই ওই বাড়িটি বাঁচাতে উদ্যোগী হয় বাংলাদেশ, ভারত অ্যান্ড পাকিস্তান পিপলস ফোরামের মতো কয়েকটি সংগঠন।

পাকিস্তানে জেল ভাঙার চেষ্টা, হত ২
দক্ষিণ পাকিস্তানের হায়দরাবাদ সেন্ট্রাল জেলে ১৫ জন জেল কর্মীকে পণবন্দি করে বিক্ষোভ দেখাল বন্দিরা। জেলের গেট ও দেওয়াল ভেঙে পালানোর চেষ্টাও করে তারা। তবে সেই চেষ্টা সফল হয়নি। নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে দু’জন বন্দি। আহত হয়েছেন তিন জেল কর্মী। ওই জেলের বেশির ভাগ বন্দিই বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্য। মার্কিন সাংবাদিক ড্যানিয়েল পার্লের খুনে দোষী সাব্যস্ত আল-কায়দা জঙ্গি শেখ ওমর সইদও ওই জেলেই ছিল। তবে তাকে সম্প্রতি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে সরকারি সূত্রে খবর। পাকিস্তান পুলিশের ডেপুটি ইনস্পেক্টর জেনারেল গুলজার চান্না জানিয়েছেন, জেলে পরিষেবার অভাব নিয়ে হঠাৎ বিক্ষোভে নামে বন্দিরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাক রেঞ্জার্স ও ফ্রন্টিয়ার কোরের অতিরিক্ত বাহিনী পাঠানো হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.