সর্বশিক্ষা মিশন ও দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালের যৌথ উদ্যোগে কাটোয়া মহকুমা ৭৪ জন পড়ুয়ার চিকিৎসা করা হল বৃহস্পতিবার। তাদের মধ্যে ১৬ জনকে ওই বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে উন্নততর চিকিৎসা করানো হবে বলে মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। কাটোয়ার মহকুমাশাসক দেবীপ্রসাদ করনম জানান, সর্বশিক্ষা অভিযান প্রকল্পে মহকুমার বিভিন্ন স্কুলে পড়ুয়াদের চিকিৎসা করানো হয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ওই ৭৪ জন পড়ুয়াদের বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা পরীক্ষা করেন। তাদের মধ্যে ১৬ জনের উন্নততর চিকিৎসার প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
|
জলপাইগুড়ি সদর হাসপাতালে প্রয়াত ফুটবলার মহেশ থাপার সুষ্ঠু চিকিৎসা হয়নি বলে অভিযোগ উঠেছিল। পরিজনেরা অভিযোগ তুলেছিলেন সুষ্ঠু চিকিৎসা না করে তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যালে রেফার করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য জানান জলপাইগুড়ি হাসপাতালের সুপার ব্রজেশ্বর মজুমদার বলেন, “বুকে আঘাত পেয়েছিলেন রমেশ। ক্ষত সৃষ্টি হয়েছিল। এখানে চিকিৎসার পরিকাঠামো না থাকায় প্রাথমিক চিকিৎসার পর উত্তরবঙ্গ মেডিক্যালে নিয়ে যেতে বলা হয়।” প্রয়াত ফুটবলারের প্রতি শ্রদ্ধা জানাতে শনিবার শোকসভার আয়োজন করতে চলেছে জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা। তোড়লপাড়ার পল্লিসংঘ শোভাবাড়ি ক্লাব, রায়কতপাড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশনের তরফেও রবিবার শোকসভা করার কথা জানানো হয়েছে। |