|
|
|
|
সম্মেলনের মুখে এ বার আন্দোলনে এসএফআই |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
গত বিধানসভা নির্বাচনের আগেও এমন সভা হয়েছিল। সংগঠনের জেলা সম্মেলনের প্রাক্কালেও ফের ‘বাছাই করা’ কর্মীদের নিয়ে ‘বিশেষ’ সভা করলেন এসএফআই নেতৃত্ব। বৃহস্পতিবার মেদিনীপুরের কৃষক-ভবনে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র। সভায় বক্তব্য রাখতে গিয়ে ছাত্রছাত্রীদের সাম্প্রতিক সমস্যাগুলিকে সামনে রেখে কলেজ-ক্যাম্পাসে আন্দোলন সংগঠিত করার কথা বলেন সায়নদীপ। তাঁর কথায়, “বাধা আসবে। তবে তার মধ্যে থেকেই কাজ করতে হবে। ছাত্রছাত্রীদের কাছে এখনকার রাজনৈতিক পরিস্থিতির কথাও তুলে ধরতে হবে।” |
|
ছবি: রামপ্রসাদ সাউ। |
সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে ১১১ জন কর্মী উপস্থিত হয়েছিলেন বলে সংগঠন সূত্রে খবর। কেন এই সভা? এসএফআইয়ের জেলা নেতৃত্ব জানিয়েছেন, আগামী দিনে আন্দোলন কোনও পথে এগোবে, এ ক্ষেত্রে কোন কোন ‘ইস্যু’ সামনে রাখা হবে, কী ভাবে ছাত্রছাত্রীদের সঙ্গে যোগাযোগ বাড়ানো হবে--তা নিয়ে কর্মীদের সঙ্গে আলোচনা করতেই সভা হয়েছে। তবে সংগঠনেরই অন্য এক সূত্রে জানিয়েছে, সভায় আসন্ন জেলা সম্মেলন নিয়েই মূলত আলোচনা হয়। সম্মেলন সফল করতে কী কী পদক্ষেপ করা জরুরি, তা জানান নেতারা। আগামী ২৪ থেকে ২৬ অগস্ট এসএফআইয়ের রাজ্য সম্মেলন রয়েছে। তার আগে ১৮-১৯ অগস্ট এই ছাত্র সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা সম্মেলন হবে ডেবরা কলেজ-ক্যাম্পাসে। জুলাই মাস জুড়ে ইউনিট ও লোকাল কমিটির সম্মেলন চলবে। অগস্টের শুরুতে জোনাল-স্তরের সম্মেলন শুরু হবে। সম্মেলন-পর্বকে সামনে রেখে জেলায় ‘ঘুরে দাঁড়াতে’ মরিয়া এসএফআই। কী ভাবে এটা সম্ভব হবে? সভায় সিদ্ধান্ত হয়েছে, জুলাই মাস জুড়ে ছাত্রছাত্রীদের স্বাক্ষর-সংগ্রহ অভিযান চলবে। জনমত সংগঠিত করা হবে। ১৭ দফা দাবিতে বিভিন্ন কলেজের অধ্যক্ষকদের কাছে স্মারকলিপিও দেওয়া হবে। কলেজ ক্যাম্পাসে আন্দোলনের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের জ্বলন্ত সমস্যাগুলিকেই সামনে রাখা হবে। যেমন, ইন্টারনাল অ্যাসেসমেন্ট পরীক্ষার নম্বর মার্কশিটে রাখা। সাপ্লিমেন্টারি পরীক্ষা ব্যবস্থা চালু করা। কলেজ ক্যাম্পাসে শিক্ষার সুস্থ পরিবেশ বজায় রাখা ইত্যাদি। ‘বিশেষ’ সভায় রাজ্য সম্পাদক ছাড়াও বক্তব্য রাখেন এক সময়ের ‘দাপুটে’ ছাত্র-নেতা, সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য মেঘনাদ ভুঁইয়া, সংগঠনের জেলা সম্পাদক সৌগত পণ্ডা প্রমুখ। এসএফআইয়ের জেলা কমিটির এক সদস্য বলেন, “আক্রমণকারীরা এখন আক্রান্ত সেজে মানুষকে বোকা বানাতে চাইছে। এই পরিস্থিতিতে আমাদের সকলকেই সতর্ক থাকতে হবে। ছাত্রছাত্রীদের কাছেও আমরা এই আবেদন রাখব। শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য সৃষ্টি মেনে নেওয়া যাবে না।” কয়েক বছর আগেও এ-জেলায় সংগঠনের সদস্য-সংখ্যা ছিল প্রায় ১ লক্ষ ১৫ হাজার। পরে তা কমতে শুরু করে। বিশেষ করে লোকসভা নির্বাচনের পর থেকে। জেলায় এখন এসএফআইয়ের সদস্য সংখ্যা প্রায় ৩১ হাজার ৪০০। এ বার সদস্য সংখ্যা বাড়ানোর উপর জোর দিয়েছেন নেতৃত্ব। সভায় সিদ্ধান্ত হয়েছে, আগামী ৮ অগস্ট মেদিনীপুরে মিছিল-সভা হবে। জেলার বিভিন্ন প্রান্তের কর্মী-সমর্থকেরা যোগ দেবেন। জেলা সম্মেলনকে নজরে রেখেই এই সভা হয়েছে বলে মানতে নারাজ সৌগত। তিনি বলেন, “আগামী দিনে আন্দোলন কী ভাবে এগোবে, তা নিয়ে আলোচনা করতেই এই বিশেষ সভা।” |
|
|
|
|
|