ভুয়ো সঙ্কেত অগ্নিকাণ্ডের, বিমানে বিভ্রাট |
দোহা থেকে কলকাতায় আসছিল কাতারের বিমান। কলকাতা থেকে ২০০ মাইল দূরেই আকাশে ককপিটে বসে বিপদ-সঙ্কেত পান পাইলট। সঙ্কেত জানায়, বিমানের পেটে, মালপত্র রাখার জায়গায় আগুন লেগেছে। ককপিটে বসেই স্বয়ংক্রিয় ব্যবস্থায় সেখানকার অগ্নি-নির্বাপক ব্যবস্থা চালু করে দেন পাইলট। কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)-কে বিপদের কথা জানিয়ে জরুরি অবতরণ করতে চান পাইলট। ঘটনাটি ঘটে বুধবার রাত ৩টে নাগাদ। আগুনের খবর পেয়ে দমকল এবং অন্যান্য জরুরি পরিষেবা প্রস্তুত রাখা হয় বিমানবন্দরে। ৩টে ২৭ মিনিটে যাত্রীদের নিয়ে বিমানটি নির্বিঘ্নেই নামে কলকাতায়। এয়ার ইন্ডিয়ার ইঞ্জিনিয়ারেরা এয়ারবাস ৩২০ বিমান পরীক্ষা করে দেখেন, বিপদ-সঙ্কেতটি ছিল ভুয়ো। মালপত্র রাখার জায়গায় আগুন লাগেনি। শুধু কম্পিউটারের বিভ্রাটে সঙ্কেত চলে আসে। সঙ্কেত পেয়ে পাইলট ককপিটে বসেই জল দিয়ে ভিজিয়ে দেন সেই মালখানা। ভেজা মালপত্র নামিয়ে দিয়ে বৃহস্পতিবার ভোরে দোহা উড়ে যায় বিমানটি। যাত্রীদের মালপত্র আজ, শুক্রবার ভোরে নিয়ে যাওয়ার কথা।
|
বাসের ধাক্কায় বৃহস্পতিবার সকালে কলকাতার কার্জন পার্কের কাছে পুরুলিয়ার এক বাসিন্দার মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম উত্তম কুমের (২৪)। কোটশিলা থানার মাঝিডিহি গ্রামে তাঁর বাড়ি। তাঁকে কলকাতা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে জানান। দেহ উদ্ধার। জঙ্গলের ভিতর থেকে এক অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার বোরো থানার মহুলডাঙা গ্রাম লাগোয়া জঙ্গল থেকে দেহটি পুলিশ উদ্ধার করে।
|
এক বধূর অস্বাভাবিক মৃত্যুতে শ্বশুর, ননদ ও ননদাইকে গ্রেফতার করা হল। বৃহস্পতিবার বাঁশদ্রোণীর বাড়িতে বাবলি দে (২৮) নামে ওই বধূ অগ্নিদগ্ধ হন। হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর দাদা বাবলির স্বামী বিজয় দে ও শ্বশুরবাড়ির আরও চার জনের বিরুদ্ধে অভিযোগ করেন। তার ভিত্তিতে শ্বশুর তপন দে, ননদ সোমা ঘোষ ও ননদাই সাগর ঘোষকে গ্রেফতার করা হয়। বিজয় পলাতক। এ দিনই বধূহত্যার অভিযোগে এয়ারপোর্ট থানার মহাজাতি নগর থেকে মৃতার স্বামী ও দেওর গ্রেফতার হন। পুলিশ জানায়, বুধবার দীপা সামন্ত (২৮) নামে ওই বধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। দীপার পরিজনেরা তাঁর স্বামী শঙ্কর সামন্ত ও দেওরের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনেন। অন্য দিকে, এ দিন উল্টোডাঙা থানা এলাকায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় কৌশল্যা সাহু (৭২) নামে এক বৃদ্ধার। পুলিশ জানায়, বৃদ্ধার ঘরে কেরোসিনের একটি জেরিক্যান মিলেছে। পুলিশের অনুমান, এটি আত্মহত্যা।
|
দোতলা বাড়ির একাংশ ভেঙে আহত হলেন এক ব্যক্তি। বুধবার, নারকেলডাঙার কসাই বস্তি সেকেন্ড লেনে। বৃহস্পতিবার মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন, “বাড়িটির উপরের তলার টালির ছাদ ভেঙে পড়ে। পুরকর্মীরা রাতেই বাড়ির বিপজ্জনক অংশ ভেঙে ফেলেন।” মেয়র জানান, বিপজ্জনক হিসাবে চিহ্নিত বাড়ির মালিকদের সতর্ক করা সত্ত্বেও তেমন সাড়া মিলছে না। বাড়িওয়ালারা না এগিয়ে এলে পুরসভারও নোটিস আটকানো ছাড়া কিছু করার থাকে না।
|
আগুনে পুড়ে গেল সিএসটিসি-র একটি বাস। বৃহস্পতিবার, নিউ টাউনের যাত্রাগাছি মোড়ে। পুলিশ জানায়, যাত্রী তুলতে দাঁড়িয়েছিল বাসটি। চালক সমর পাল হঠাৎ ইঞ্জিনে ধোঁয়া ও আগুনের ফুলকি দেখে দ্রুত বাস খালি করতে বলেন। কিছুক্ষণের মধ্যেই বাসটিতে আগুন ধরে। দমকলের চারটি ইঞ্জিন আধ ঘণ্টায় আগুন নেভায়। দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন। এ দিনই সালকিয়ার জে এন মুখার্জি রোডে পুড়ে যায় একটি রবারজাত দ্রব্যের গুদাম। দমকলের চারটি ইঞ্জিন পাঁচ ঘণ্টায় আগুন আয়ত্তে আনে।
|
নকল গিনি সোনা বেচতে গিয়ে ধৃত |
বাড়ি সাঁইথিয়ায়। আর সোদপুরে নকল গিনি সোনা বিক্রি করতে গিয়ে ধরা পড়ে গেল এক যুবক। পুলিশ জানায়, ধৃতের নাম শেখ জুলফিকার। বৃহস্পতিবার সোদপুরের কয়েকটি সোনার দোকানে ঢুকে গিনি সোনা বিক্রি করতে চায় সে। জানায়, সোনা কিনতে হলে কিন্তু সাঁইথিয়ায় যেতে হবে। আগেও প্রতারকদের একটি দলের ফাঁদে পা দিয়ে কয়েক জন ব্যবসায়ী লক্ষাধিক টাকা খুইয়েছেন।
|
মলে বোমাতঙ্ক, ক্রেতারা নাকাল |
উড়ো ফোনে জানানো হয়েছিল, বোমা রাখা আছে ই এম বাইপাসের লাগোয়া একটি শপিং মলে। বৃহস্পতিবার দুপুরে কুকুর নিয়ে সেখানে তল্লাশি চালিয়েও অবশ্য বিস্ফোরকের হদিস পায়নি বম্ব স্কোয়াড। প্রায় দু’ঘণ্টা ওই শপিং মলে ঢুকতে পারেননি ক্রেতারা। উপস্থিত লোকজন জানান, এ বিষয়ে কোনও ঘোষণা করা হয়নি। পুলিশকর্মীদের তৎপরতা দেখে তাঁরা বুঝতে পারেন, কিছু একটা ঘটেছে। |