টুকরো খবর
সীমান্ত পেরিয়ে ধৃত পাক সেনা
পাক সীমান্তে তাঁর আর ভাল লাগছিল না, তাই সেনাবাহিনী ছেড়েছুড়ে ভারতে চলে আসা। আজ জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় ধরা পড়ার পর এমনটাই দাবি করলেন এক পাক সেনা। তাঁর দাবি অবশ্য খতিয়ে দেখা হচ্ছে। আরিফ আলি নামে বছর উনিশের এই পাক সেনাকে আজ সকাল ছ’টা নাগাদ গ্রেফতার করে সেনাবাহিনী। আরিফের কাছে কোনও অস্ত্র পাওয়া যায়নি। তবে, তাঁর কাছে তেরো হাজার তিনশো পাকিস্তানি টাকা এবং ওখানকারই দু’টো মোবাইল সিম কার্ড ছিল। ছুটি মঞ্জুর করে সীমান্ত রক্ষা বাহিনীর দেওয়া একটি চিঠিও পাওয়া যায় আরিফের কাছে। এ দিন জেরার মুখে আরিফ বলেন, আশ্রয়ের খোঁজেই তিনি সীমান্ত পেরিয়ে চলে এসেছেন। তাঁর কথায়, “ওখানে ঠিক মতো খাবার মেলে না, কোনও রেশন ব্যবস্থা নেই। কাশ্মীরের হাড়কাঁপানো ঠান্ডায় বিদ্যুৎ পর্যন্ত নেই।” এ ভাবে দিনের পর দিন দেশরক্ষার কাজ তাঁর আর ভাল লাগছিল না। তাই সব ছেড়ে ভারতে চলে আসা।
আরিফের আরও দাবি, শুধু তিনিই নয়, নিয়ন্ত্রণ রেখায় একই রকম ভয়াবহ জীবন কাটাতে হচ্ছে তাঁর সহকর্মীদেরও। পাক সেনাবাহিনী অবশ্য এ দিন দাবি করে, পথ হারিয়েই আরিফ ভারতে ঢুকে পড়েছিলেন।

তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে বৈঠক ভারত বাংলাদেশের
বাংলাদেশের সঙ্গে তিস্তা চুক্তি নিয়ে জট কবে কাটবে তা এখনও নিশ্চিত নয়। কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যান্য বিষয়গুলি নিয়ে যাতে অগ্রগতি ব্যাহত না হয় সে জন্য সক্রিয় সাউথ ব্লক। গত সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী মনমোহন সিংহের ঢাকা সফরের সময় খুলনা এবং চট্টগ্রামের যৌথ উদ্যোগে কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ার বিষয়ে চূড়ান্ত কথা হয়েছিল। সেই অনুযায়ী বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিপি) এবং এনটিপিসি মোট ১৩,২০০ কোটি টাকার বিদ্যুৎপ্রকল্প গড়ার ব্যাপারে সমঝোতাপত্রে স্বাক্ষর করেছিল দু’পক্ষ। এই উদ্যোগে গতি আনতে গত দু’দিন নয়াদিল্লিতে বৈঠক করলেন বিপিডিপি এবং এনটিপিসি-র কর্তারা। সম্প্রতি বিপিডিপি এবং বাংলাদেশ পাওয়ার গ্রিড কর্পোরেশন-এর ১৩ জন কর্তা নয়াদিল্লিতে এসে শক্তিপ্রকল্প সংক্রান্ত প্রশিক্ষণ নিয়েছেন। বৈঠকে তাঁদের প্রশিক্ষণ এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। বিদ্যুৎপ্রকল্পগুলি নিয়ে পরিবেশের ছাড়পত্রও পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। বিপিডিপি-র পক্ষ থেকে জানানো হয়েছে, শীঘ্রই চট্টগ্রামে প্রকল্পের স্থান চূড়ান্ত করে এনটিপিসিকে সমীক্ষা রিপোর্ট তৈরি করার জন্য আবেদন জানাবে তারা।

আদালতের কোপ এড়াতে জারদারির অস্ত্র নতুন বিল
সরকারের উচ্চ পদাধিকারীদের আদালত অবমাননার দায় থেকে বাঁচাতে ‘আদালত অবমাননা বিল ২০১২’-য় সই করলেন পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। তাঁর বিরুদ্ধে দুর্নীতির মামলা ফের চালু করতে পাক সুপ্রিম কোর্ট যে সব পদক্ষেপ করেছে তার ‘মোকাবিলা’ করতেই এই আইন বলে মনে করা হচ্ছে। এর মাধ্যমে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, সরকারের অন্যান্য মন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং গভর্নররা বিশেষ রক্ষাকবচ পাবেন। আদালতের নির্দেশ অমান্য করে জারদারির বিরুদ্ধে দুর্নীতি মামলা চালু না করায় গত ১৯ জুন তৎকালীন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে বরখাস্ত করে পাক সুপ্রিম কোর্ট। বর্তমান প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফও ওই মামলা চালু করতে অস্বীকার করেছিলেন। তাঁর পরিণতিও যাতে গিলানির মতো না হয়, সেই জন্যই তড়িঘড়ি এই বিলে সই করেন জারদারি। তবে, ২৫ তারিখের মধ্যে ওই দুর্নীতি মামলা চালু করতে আশরাফকে আজই নয়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

লাহৌরে তালিবান হানা, প্রাণ হারালেন ৯ পুলিশ
তালিবানের হামলায় লাহৌরে প্রাণ হারালেন ন’জন পুলিশ। শহরের জনবহুল এলাকায় একটি বাড়িতে এই হামলা হয়। সে সময় বাড়িটিতে অন্তত ৩৭ জন পুলিশ ছিলেন। লাহৌরের পুলিশপ্রধান আসলাম তারিন জানিয়েছেন, ঘটনায় আরও ৯ পুলিশ আহত। হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান। জানা গিয়েছে, বাড়িটিতে যে সব পুলিশ ছিলেন তাঁরা পাকিস্তানের খাইবার-পাখতুনওয়া প্রদেশের কারা বিভাগে কর্মরত। প্রশিক্ষণের জন্য লাহৌরে এসে ওই বাড়িতে থাকছিলেন তাঁরা। পঞ্জাব প্রদেশের পুলিশ প্রধান জানিয়েছেন, বাড়ির সদর দরজায় এক জন মাত্র রক্ষী ছিলেন। প্রথমেই তাঁকে হত্যা করে জঙ্গিরা। এর পর বাড়িতে ঢুকে বাকিদের উপরে হামলা চালায় তাঁরা। অধিকাংশই তখন ঘুমোচ্ছিলেন। পরে এক বিবৃতিতে তালিবানের মুখপাত্র এহসানউল্লা এহসান বলেন, “পঞ্জাব প্রদেশের জেলগুলোয় তালিবান যোদ্ধাদের উপরে অত্যাচারের প্রতিবাদেই এই হামলা। ভবিষ্যতে এমন আরও হবে।”

আল্পসে তুষার ধস, মৃত ৯
আল্পসের তুষার ধসে মৃত্যু হল নয় পর্বতারোহীর। দু’দশকের মধ্যে সব চেয়ে ভয়াবহ তুষারধস নামল আল্পসের মঁ মদি-তে। মঁ মদি-র অর্থই হল ‘অভিশপ্ত পর্বত’। মৃতদের মধ্যে দু’জন জার্মান, দু’জন সুইস এবং দু’জন স্পেনীয়। আরও তিনটি দেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। তাঁদের পরিচয় এখনও জানতে পারা যায়নি। প্রশাসনের তরফে জানানো হয়েছে, কিছু দিন ধরেই পাঁচ স্পেনীয় ও দুই ব্রিটিশ পর্বতারোহীর খোঁজ পাওয়া যাচ্ছিল না। যাঁদের দেহ পাওয়া গিয়েছে, তাঁরা এঁদের মধ্যেই কেউ কি না, তা এখনও স্পষ্ট নয়। আহত হয়েছেন আরও ন’জন। এ দিন তুষার ধসের কোনও পূর্বাভাস ছিল না। আহতদের মধ্যে এক জন জানান, ধস নামার পরে তিনি বিপদ-সঙ্কেত পাঠিয়েছিলেন। উদ্ধার কাজ চলছে। মঁ মদি আল্পসের তৃতীয় উচ্চতম শৃঙ্গ এবং বিশেষজ্ঞদের মতে আল্পস জয়ের ওই পথটিই দুর্গম পথ।

নাইজেরিয়ায় বিস্ফোরণে মৃত ৯৫
নাইজেরিয়ায় তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনায় ৯৫ জনের মৃত্যু হয়েছে। নাইজেরিয়ার সাউথ রিভার্স রাজ্যের ওকোগবেতে একটি তেলের ট্যাঙ্কার উল্টে যায়। ওই ট্যাঙ্কার থেকে তেল চুরি করতে জড়ো হয়েছিলেন বেশ কয়েক জন। তখনই ট্যাঙ্কারে বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই মারা যান ৯৩ জন। হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ে আরও দু’জনের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, আরও ১৮ জনের অবস্থা আশঙ্কাজনক।

ফেসবুকে বিকৃত ছবি হাসিনার, গ্রেফতার যুবক
এক অর্ধনগ্ন মহিলার ছবির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি মিলিয়ে পোস্ট করা হয়েছিল ফেসবুকে। এই কাজের জন্য শরিফুল ইসলাম নামে বিজ্ঞাপন সংস্থার এক মালিককে আজ গ্রেফতার করেছে পুলিশ। ঢাকার দেড়শো কিমি দক্ষিণে মাইজদিতে তাঁর বাড়ি থেকে শরিফুলকে ধরা হয়। পুলিশের দাবি, ধৃতের কম্পিউটার থেকে ছবি বিকৃতির প্রমাণ মিলেছে। এক পুলিশ অফিসার জানিয়েছেন, এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী ও অন্য কয়েক জন মন্ত্রীর ছবিও এ ভাবে বিকৃত করে ফেসবুকে পোস্ট করা হয়েছিল। হাসিনার আপত্তিকর ছবিটি নিয়ে অভিযোগ ওঠার পরে তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে এ সবই শরিফুলের কাজ। দোষী প্রমাণ হলে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে অভিযুক্তের।

তালিবানি অস্বীকার
আফগানিস্তানে জনসমক্ষে এক মহিলাকে গুলি করে মারার ঘটনায় তাদের কোনও ভূমিকা নেই বলে জানাল তালিবান। বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখার অভিযোগে কয়েক দিন আগে কাবুল থেকে ১০০ কিলোমিটার উত্তরে একটি গ্রামে ২২ বছরের এক তরুণীকে রাস্তায় গুলি করে মারা হয়। প্রশাসন এই ঘটনার দায় চাপায় তালিবানের ঘাড়ে। কিন্তু আজ নিজেদের সাইটে তালিবান দাবি করেছে, গোটা ঘটনাটি নিয়ে তদন্ত করেছে তারা।

ডেভি-বিতর্কে সমস্যা
ডেনমার্কের সঙ্গে কূটনৈতিক যোগ কমিয়ে দিল ভারত। পুরুলিয়া অস্ত্র পাচার মামলায় অভিযুক্ত কিম ডেভির প্রত্যর্পণ নিয়ে সহযোগিতার অভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডেভির প্রত্যর্পণ খারিজ করেছিল সে দেশের নিম্ন আদালত। সুপ্রিম কোর্টে যেতে রাজি হয়নি ডেনমার্ক সরকার।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.