স্কুলের সামনে দু’টি হাম্প বসাতে হবে ও বাসস্ট্যান্ডে দূরপাল্লার বাস দাঁড়ানোর ব্যবস্থা করতে হবে, এই দাবিতে কাটোয়ার কোশিগ্রামে পথ অবরোধ করলেন স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার সকাল পৌনে ১১টা নাগাদ পথ অবরোধ করেন কোশিগ্রাম ইউনিয়ন ইনস্টিটিউশনের ওই পড়ুয়ারা। প্রায় দেড় ঘন্টা পর কাটোয়া ১ ব্লকের যুগ্ম বিডিও ঘটনাস্থলে গিয়ে পড়ুয়াদের সঙ্গে কথা বলার পর অবরোধ উঠে যায়। |
পথ অবরোধে পড়ুয়ারা। কাটোয়ার কোশিগ্রামে
বৃহস্পতিবার
ছবিটি তুলেছেন অসিত বন্দ্যোপাধ্যায়। |
ওই স্কুলের সামনের রাস্তা দিয়ে কাটোয়া-সিউড়ি, কাটোয়া-বোলপুর, কাটোয়া-বহরমপুরের বাস যাতায়াত করে। এর কয়েক দিন আগেও ওই পড়ুয়ারা মহকুমাশাসক দেবীপ্রসাদ করনমের মাধ্যমে বর্ধমানের আঞ্চলিক পরিবহন দফতরের আধিকারিককে চিঠি পাঠিয়েছিলেন বলে জানানো হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক পার্থ লায়েক বলেন, “স্কুল শুরুর আগেই পড়ুয়ারা অবরোধে সামিল হয়। আমরা পড়ুয়াদের বোঝানোর চেষ্টা করলেও ওঁরা তা শোনেননি।”
|
অভিযুক্তকে ‘ধর্ষিতা’ চিনতে পারলেন না |
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
কেতুগ্রামে ট্রেন থেকে নামিয়ে ধর্ষণের ঘটনায় অভিযোগকারিণীর বিবরণ শুনে আঁকা ছবি দেখে বীরভূমের নানুর থেকে গ্রেফতার করা হয়েছিল কালাম শেখকে।কিন্তু বৃহস্পতিবার কাটোয়া উপ-সংশোধনাগারে ‘টিআই প্যারেড’-এ তাঁকে শনাক্ত করতে পারলেন না অভিযোগকারিণী ও তাঁর মেয়ে। গত ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় কাটোয়া-আমোদপুর ন্যারোগেজ লাইনে ঘটা ওই ঘটনার পরেই মহিলার বর্ণনা শুনে দুই অভিযুক্তের ছবি আঁকিয়েছিল পুলিশ। এক জন মাসখানেক আগে ধরা পড়ে। অভিযোগকারিণী তাকে শনাক্তও করেছেন। অপর অভিযুক্ত কালাম ধরা পড়ে গত শনিবার। সে আপাতত জেল-হাজতে রয়েছে। |