মুখ্যমন্ত্রীর ঘোষণা |
• জলপাইগুড়িতে তিনটি নতুন
সুপার স্পেশালিটি হাসপাতাল।
• মালবাজার, ফালাকাটা, ও
জলপাইগুড়ি হাসপাতালকে
মাল্টি স্পেশাল হাসপাতালে উন্নীত।
• শিশু ও মায়ের জন্য এসএনসিইউ ইউনিট
জেলার ১০টি হাসপাতালে।
• মঙ্গলবাড়ি স্বাস্থ্যকেন্দ্র
৩০ শয্যায় উন্নীত করা হবে। |
• জলপাইগুড়ি জেলায়
একটি নার্সিং স্কুল
এবং পিটিটিআই স্কুল।
• আলিপুরদুয়ার এবং বীরপাড়া
হাসপাতালের সংস্কার।
• স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি জিনিস
বিক্রির বাজার ভবন।
• ময়নাগুড়িতে নতুন পলিটেকনিক কলেজ।
• কুমারগ্রামে আইটিআই প্রশিক্ষণ কেন্দ্র। |
|
উত্তরে মুখ্যমন্ত্রী
|
বাগডোগরায় |
জলপাইগুড়ি শহরে |
|
• ফালাকাটা ও রাজগঞ্জে নতুন
আইটিআই
কলেজ তৈরির বিবেচনা।
• আলিপুরদুয়ারে নিউজপ্রিন্ট
ডেভেলপিং সেন্টার।
• গ্রামীণ বিদ্যুদায়ন প্রকল্প জেলায়
১৬৫ কোটি টাকা বরাদ্দ।
• জলপাইগুড়িতে পানীয়
জল সরবারহের ২১
প্রকল্পের কাজ দ্রুত শেষ।
|
• স্পোর্টস কমপ্লেক্সের
জন্য ১৯ কোটি বরাদ্দ।
• চিলাপাতায় মডেল ভিলেজ।
• ধূপগুড়িতে মহিলা কলেজ
তৈরি করতে ৫ কোটি।
• আলিপুরদুয়ার ইন্ডোর
স্টেডিয়ামের জন্য ৪ কোটি।
• বানারহাটে হিন্দি কলেজ
ও রাজগঞ্জ কলেজের
জন্য ৫ কোটি টাকা করে বরাদ্দ। |
|
বৈঠকের পর |
|
• ভর্তির সমস্যায় ধূপগুড়ি, রাজগঞ্জ,
ফালাকাটা
কলেজে আসন বৃদ্ধি।
• মেটিলিতে আইটিআই কলেজের
জন্য ৫ কোটি টাকা বরাদ্দ।
• জেলার তিনটি স্কুলের পরিকাঠামো
উন্নয়নে দেড় কোটি টাকা।
• জলদাপাড়া ও মূর্তির পর্যটন
উন্নয়নে ৬ কোটি টাকা।
• রাজ্য সড়ক মেরামতির জন্য
১৮ কোটি টাকা।
• জেলায় নতুন ১০০টি
উচ্চ প্রাথমিক স্কুল। |
• জেলায় বিভিন্ন মানবিক উন্নয়ন
প্রকল্পে ১৮ কোটি বরাদ্দ।
• ডুয়ার্সের পর্যটন উন্নয়নে
৫০ কোটি টাকা।
• জেলায় ৯৫টি কিসান বাজার,
হিমঘর ও গুদাম হবে।
• নতুন সংখ্যালঘু উন্নয়ন কেন্দ্র।
• চা শ্রমিকদের জমির পাট্টা দেওয়া
নিয়ে পরিকল্পননা চলছে।
• উত্তরবঙ্গে পিপিপি মডেলে
মেডিক্যাল কলেজ স্থাপন। |
|
কোচবিহারের পথে, ময়নাগুড়িতে |
এই মাঠেই আজ মমতা
|
ছবি তুলেছেন কার্তিক দাস, সন্দীপ পাল, রাজা বন্দ্যোপাধ্যায়, দীপঙ্কর ঘটক ও হিমাংশুরঞ্জন দেব। |
|