কলকাতায় পুরুলিয়া ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে অনুপস্থিত থাকায় পুরুলিয়ার জেলাশাসক অবনীন্দ্র সিংহ এবং জেলার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শান্তিরাম মাহাতোর সমালোচনা করলেন জেলা সিপিএম সম্পাদক মণীন্দ্র গোপ। রবিবার সল্টলেকে পুরুলিয়া ভবনের উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি বিলাসীবালা সহিস। উদ্বোধক হিসাবে শান্তিরামবাবুর নাম থাকলেও তিনি অনুষ্ঠানে যাননি। জেলাশাসককেও আমন্ত্রণ জানানো হয়েছিল। মঙ্গলবার পুরুলিয়া শহরের নামোপাড়ায় সিপিএমের জেলা দফতরে জেলা বামফ্রন্টের পক্ষে ডাকা এক সাংবাদিক বৈঠকে মণীন্দ্রবাবু মন্ত্রীর উদ্দেশে কটাক্ষ করে বলেন, “ওই ভবন নির্মাণে ওঁদের তো কোনও অবদান নেই! তাই লজ্জায় উনি ওই অনুষ্ঠানে যাননি।” শান্তিরামবাবুর প্রতিক্রিয়া, “জনসমর্থন হারিয়ে এখন ওঁরা এ-সব কথা বলছেন। আমরা এখন শুধু উন্নয়নের কাজ করতে চাই।” জেলাশাসকের গরহাজির থাকার প্রসঙ্গে মণীন্দ্রবাবু বলেন, “ওঁর থাকা উচিত ছিল। উনি তো প্রশাসনের লোক।” এ প্রসঙ্গে জেলাশাসকের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
|
পানীয় জলের দাবিতে হাঁড়ি, কলসি নিয়ে রাস্তা অবরোধ করলেন বাসিন্দারা। মঙ্গলবার সকালে মানবাজারের পোদ্দারপাড়া এলাকায় বরাবাজার বাইপাস রাস্তায় অবরোধ হয়। স্থানীয় বাসিন্দা ভাদু বাউরি, রনি সেনদের অভিযোগ, “আমাদের পাড়ায় নলবাহী জল আসছে না। বিডিওকে জানিয়েও প্রতিকার মেলেনি।” বলুডি জলাধার সংস্কার না হওয়ায় সরাসরি কংসাবতী নদী থেকে জল আনা হচ্ছে। সে কারণে সর্বত্র জলের চাপ সমান না থাকায় এই সমস্যা বলে প্রশাসন জানিয়েছে। মানবাজারের বিডিও সায়ক দেবের আশ্বাস, “ওই পাড়ার সমস্যা মেটানোর চেষ্টা করা হচ্ছে।”
|
পড়শি এক নাবালিকাকে ধর্ষণের দায়ে ৭ বছর কারাদণ্ড হল এক যুবকের। মঙ্গলবার পুরুলিয়ার জেলা বিচারক সমরেশপ্রসাদ চৌধুরী কারাদণ্ডের সঙ্গে যুবককে ৫০০০ টাকা জরিমানাও করেন। সরকারি কৌঁসুলি পঙ্কজ গোস্বামী জানান, ২০১১-এর সেপ্টেম্বর মাসে জয়পুর থানা এলাকায় ভোলানাথ দাস নামে ওই যুবক বাড়ির লোকের অনুপস্থিতিতে ওই কিশোরীকে ধর্ষণ করে। পরে থানায় অভিযোগ হয়।
|
বেলিয়াতোড় স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবন চালু করার দাবিতে মঙ্গলবার বাঁকুড়া সদর মহকুমাশাসকের কাছে স্মারকলিপি দিল বিজেপি। অভিযোগ, অ্যাসবেসটসের ছাউনির পুরনো অন্তর্বিভাগে আর রোগীর সঙ্কুলান হচ্ছে না। অথচ নতুন একটি ভবন দফতর ফেলে রেখেছে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জগন্নাথ দিন্দার দাবি, “নতুন ভবনের বাকি থাকা কিছু কাজ দ্রুত শেষ করে চালু করা হবে।”
|
মঙ্গলবার বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মুকেশ কিশোর মুর্মু (২৩) নামে কেন্দার শাসনগড়া গ্রামের এক ছাত্রের। |