টুকরো খবর |
কংগ্রেসকে দুর্বল করতে ‘সুপারি’
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
মুর্শিদাবাদে কংগ্রেসকে ‘দুর্বল’ করতে পুলিশকে ‘সুপারি’ দিয়েছে তৃণমূল।মঙ্গলবার কান্দি থানা ঘেরাও করে এমনই দাবি জেলা কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। এ দিন বিকালে পুলিশের কাজে পক্ষপাতিত্বের অভিযোগে কান্দি থানা ঘেরাও করে কান্দি মহকুমা কংগ্রেস। সেখানে এসে অধীর বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জেলার পুলিশ সুপার ‘সুপারি’ নিয়েছেন। এই জেলায় কংগ্রেসকে দুর্বল করে তৃণমূলের শক্তি বাড়াবে। তা কোনোদিন হয়!” ধানের দাম প্রসঙ্গে এ দিন অধীর বলেন, “ধানের দাম কেন্দ্র ঠিক করে। টাকাও দেয় কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকার শুধুই তা কেনে। সেখানেও তারা ব্যর্থ।” কান্দিতে ধানের সহায়ক মূল্যে ধান কেনার দাবিতে আন্দোলন করার পর কিছুটা কাজ হলেও এ বার তাও আর হয়নি বলে দাবি অধীরের। এ বার ধানের সহায়ক মূল্যে নিম্ন মানের ধানের দাম ১২৫০ টাকা কুইণ্টাল প্রতি। ‘এ’ গ্রেডের ধান কুইণ্টাল প্রতি ১২৮০ টাকা। চাষিদের সহায়ক মূল্যে ধান কেনার বিষয়ে তৃণমূল নেতা আন্দোলন করলে খুশি হবেন বলে জানান তিনি। কংগ্রেস, জেলার মানুষের উন্নয়নের কথা চিন্তা করে বলে দাবি করে অধীরবাবু বলেন, “মালদহ ও মুর্শিদাবাদ জেলার ভাঙন রোধ করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ৩৩০ কোটি আদায় করেছি। কান্দির বন্যানিয়ন্ত্রণ করার জন্য ৪৩৯ কোটি টাকা আদায় করতে পেরেছি।” |
মহিলা টিটি-র পাল্টা নালিশ
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
লালগোলা প্যাসেঞ্জারে সোমবার দুর্গা বেদ নামে এক মহিলা রেল পুলিশের ধাক্কায় আহত হওয়ার ঘটনায় ওই কামরার টিকিট পরীক্ষক কাকলি মহন্তও দুর্গাদেবীর বাবা স্বপন বেদ-এর বিরুদ্ধে বহরমপুর জিআরপি থানায় অভিযোগ করেছেন। তাঁর অভিযোগে, সরকারি কাজে বাধা দেওয়ার পাশাপাশি তাঁকে মারধরের চেষ্টা করা হয়েছিল। কৃষ্ণনগরের আইআরপি প্রদীপকুমার দাম বলেন, “গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।” প্রদীপবাবু বলেন, “ওই মহিলা টিটি জরিমানা বাবদ ২৬০ টাকার রসিদ দিয়ে ৫৫০ টাকা নেন বলে ওই যাত্রীদের তরফে অভিযোগ যে তোলা হয়েছিল, তদন্তে দেখা গিয়েছে তা ঠিক নয়।” |
রাস্তায় গর্ত, বন্ধ যান চলাচল
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
|
—নিজস্ব চিত্র। |
রাস্তার পাশে লরির লাইন। জল-কাদায় জামাকাপড় হাঁটু পর্যন্ত গুটিয়ে রাস্তা পেরোচ্ছেন অফিস যাত্রীরা। সুযোগ বুঝে চড়া দর হাঁকছে রিকশা-ভ্যান। এমনই হাল রঘুনাথগঞ্জ-মুরারই সড়কের। সোমবার ওই সড়কের জরুর গ্রামে প্রায় দু’শো ফুট জায়গা বসে তৈরি হয়েছে হাঁটু সমান গর্ত। বৃষ্টির জল জমে রাস্তা পুকুরের চেহারা নিয়েছে। বীরভূম সংযোগকারী ওই রাস্তায় দিনে হাজার খানেক লরি চলে। জঙ্গিপুর বাস মালিক সমিতির সম্পাদক মনিরুদ্দিন মণ্ডল বলেন, “অনেক লরিরই যন্ত্রাংশ ভেঙে যাচ্ছে। মঙ্গলবার থেকে এই রাস্তায় সমস্ত গাড়ি চলাচল বন্ধ।” জঙ্গিপুরের এসডিও এনাউর রহমান বলেন, “পূর্ত দফতরকে জানানো হয়েছে।” জঙ্গিপুরের পূর্ত (সড়ক) দফতরের সহকারী বাস্তুকার রাজেন্দ্রকুমার মণ্ডল বলেন, “বর্ষার পরেই রাস্তা সংস্কার হবে। আপাতত অস্থায়ী কাজ করা হবে।” |
খেতে মিলল শিশুর দেহ
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
সাদিয়া খাতুন নামে বছর চারেকের এক শিশুর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৮ জুন নাকাশিপাড়ার আরবেতাই গ্রামের বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল সাদিয়া। পুলিশে নিখোঁজ ডায়েরিও করা হয়। মঙ্গলবার সকালে বাড়ি থেকে খানিকটা দূরে একটি পাট খেতের ভিতর থেকে তার দেহের কিছু ক্ষতবিক্ষত অংশ উদ্ধার হয়। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, সাদিয়াকে খুন করে কেউ ওই পাট খেতে পুঁতে রেখেছিল। তবে ওই শিশুটিকে কেউ কেন খুন করেছে সে বিষয়টি পুলিশের কাছে পরিষ্কার নয়। সাদিয়ার বাবা পেশায় দিনমজুর হাবিবুল্লা শেখ বলেন, “স্ত্রী বাপের বাড়িতে ছিল। রাতে সাদিয়া ঘুমোতে গিয়েছিল। সকাল থেকে আর ওকে দেখিনি। অতটুকু মেয়েকে কেউ কেন এ ভাবে খুন করল? বুঝতে পারছি না কিছুই।” |
অভিযুক্তের আত্মসমর্পণ
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
গত ১৫ জানুয়ারি সন্ধ্যায় রানাঘাটে এক অনুষ্ঠানে খুন হয়েছিলেন তিন যুবক। সেই ঘটনায় অভিযুক্ত ছিলেন নদিয়ার যুব তৃণমূলের তৎকালীন সাধারণ সম্পাদক রাকেশ আলি। পরে তাঁকে দল থেকে বহিষ্কার করেন তৃণমূল নেতৃত্ব। মঙ্গলবার রাকেশ আলি রানাঘাট মহকুমা আদালতে আত্মসমর্পণ করেছেন। জেলা যুব তৃণমূল সভাপতি দেবব্রত মিত্র বলেন, “রাকেশের সঙ্গে দীর্ঘদিন আগেই দলের সব সম্পর্ক শেষ হয়ে গিয়েছে।” তবে অভিযুক্তের আইনজীবী দিলীপ চট্টোপাধ্যায় বলেন, “রাকেশকে ফাঁসানো হচ্ছে।” |
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
মোটরবাইকের ধাক্কায় মৃত্যু হয়েছে রানু আচার্য (৪৮) নামে এক মহিলার। বাড়ি বহরমপুরের বলরামপুরে। সোমবার সন্ধ্যায় বহরমপুর পুরসভার মধুপুর বাজারে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ মোটরবাইক আরোহী বাবুয়া দাসকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, “রানুদেবী এ দিন মধুপুরে মেয়ের বাড়িতে এসেছিলেন। সন্ধ্যায় বাড়ি ফেরার সময়ে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই ওই মহিলার মৃত্যু হয়। |
জাল নোটে কারাদণ্ড
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
জাল নোটের কারবারে যুক্ত থাকায় রহিম শেখ নামে এক যুবককে মঙ্গলবার দু’টি পৃথক ধারায় ১০ বছর ও ৭ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। অভিযুক্তের বাড়ি মালদহের বৈষ্ণবনগরের দৌলতপুরে। সরকারি আইনজীবী আফজালউদ্দিন বলেন, “গত বছর ২৯ মে জাল টাকা-সহ রহিমকে ধরে পুলিশ। তল্লাশি চালিয়ে লক্ষাধিক টাকা মেলে।” |
অস্বাভাবিক মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
অস্বাভাবিক মৃত্যু হয়েছে অলোকেশ দত্ত (৩৫) নামে এক ব্যক্তির। মঙ্গলবার বহরমপুর কাদাইয়ের একটি বহুতলে ওই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অলোকেশবাবু পূর্ত দফতরের চুক্তিভিত্তিক কর্মী ছিলেন। |
|