সংস্কৃতি যেখানে যেমন

নজরুল স্মরণ-সন্ধ্যা
নদিয়া তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে রবিবার কাজি নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত কৃষ্ণনগর গ্রেস কটেজে অনুষ্ঠিত হল নজরুল-সন্ধ্যা। ৮ জুলাই-এর অনুষ্ঠানে বক্তব্য রাখেন নজরুল গবেষক বাঁধন সেনগুপ্ত। ১৯২৬ সাল থেকে দু’বছর কবি সপরিবারে গ্রেস কটেজে ছিলেন। ওই বাড়িতেই তাঁর ছেলে বুলবুলের জন্ম। ‘মৃত্যুক্ষুধা’ উপন্যাসটি ওই বাড়িতেই রচনা করেন তিনি। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন পৌষালি ভট্টাচার্য।

আলোচনাচক্র
নবদ্বীপ ছন্দনীড়ের ২৩ তম মাসিক আলোচনাচক্র রবিবার হয়ে গেল বকুলতলা প্রাক্তনীভবনে। অশোক মুখোপাধ্যায় ‘বাংলা নাটকে বিদেশি প্রভাব’ বিষয়ে আলোচনা করেন। ‘নবদ্বীপের পাড়ার নামের ইতিহাস’ বিষয়ে স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে চতুর্থ পর্বের প্রবন্ধ প্রতিযোগিতার সফল প্রতিযোগীদের পুরস্কৃতও করা হয় এ দিন।

পঞ্চম-এর অনুষ্ঠান
রবিবার বহরমপুর রবীন্দ্রসদনে সঙ্গীত সংস্থা ‘পঞ্চম’-এর আয়োজনে প্রকাশিত হল রামচন্দ্র সরকার ও তৃপ্তি মজুমদারের গাওয়া রবীন্দ্রসংগীতের সিডি। ওই অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত বিষয়ে আলোচনা করেন দুই চিকিৎসক ধীরেন্দ্রনাথ দত্ত ও দিলীপ মজুমদার। ছিলেন সমাজকর্মী ষাটোর্ধ শান্তিলতা দাস। সংস্থার শিল্পীরা রবীন্দ্রসংগীত পরিবেশন করেন।

নজরুল-সন্ধ্যা।—নিজস্ব চিত্র।

নাট্যকার স্মরণে
নাট্যকার মোহিত চট্টোপাধ্যায় স্মরণে বৃহস্পতিবার বহরমপুর রবীন্দ্রসদনে মঞ্চস্থ হবে মোহিত চট্টোপাধ্যায়ের লেখা ‘কাল বা পরশু’। নির্দেশক নবগোপাল হালদার। বহরমপুরের ‘রণ’ নামের নাট্যসংস্থা আয়োজিত দ্বিতীয় প্রযোজনা গোপাল দাসের নাটক ‘দানব’। নির্দেশক সুব্রত বিশ্বাস। অনুষ্ঠানে মোহিত চট্টোপাধ্যায় সর্ম্পকে আলচনা করবেন বহরমপুরের নাট্যসংস্থা ‘ব্রীহি’র কর্ণধার দীপক বিশ্বাস।

আবৃত্তি সন্ধ্যা
শনিবার ‘মুর্শিদাবাদ জেলা আবৃত্তি সংসদ’-এর ৩৬ তম বার্ষিক উৎসব পালিত হয়। ওই অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুর ও সকুমার রায় ছাড়াও বহু কবির ছড়া আবৃত্তি করেন শিশুশিল্পীরা। ‘বিবেকানন্দ আজও’ শীর্ষক গীতিআলেখ্য পরিবশন করেন শিশুশিল্পীদের মায়েরা। ‘অলৌকিক এফিটাফ’ নামের শ্রুতিনাটক পরিবেশন করেন আয়োজক সংস্থার কর্ণধার চন্দন দাশগুপ্ত ও সুপর্ণাদেবী।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.