বিয়ে বাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চার জনের।
সোমবার রাতে ধুবুলিয়ার নেকির কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে বরযাত্রীদের ওই গাড়িটি রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই একটি লরির পিছনে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যান তাহেরপুরের টাঁকশালের বাসিন্দা বিদ্যুৎ মালাকার (২৮)ও উত্তম মণ্ডল (৪৭) ও গাড়িচালক শ্যামসুন্দর ঘোষ (২২)। তাঁর বাড়ি বাদকুল্লার ঘোষপাড়ায়। শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মারা যান বাদকুল্লার গরুয়াপোড়ার বাসিন্দা কুশ মণ্ডল (৩৯)। আশঙ্কাজনক অবস্থায় আরও ৮ জনকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। |
অবস্থার অবনতি হওয়ায় বছর তিনেকের একটি শিশুকে কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। হাসপাতালে শুয়ে আহত সুব্রত মণ্ডল বলেন, “আমরা চালককে বার বার গাড়ি আস্তে চালানোর জন্য বলছিলাম। রাস্তায় একটি লরিকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছিল চালক। উল্টোদিক থেকে একটি লরি চলে আসে। নিয়ন্ত্রণ হারিয়ে আমাদের গাড়ি রাস্তায় দাঁড়িয়ে থাকা লরিটির পিছনে সজোরে ধাক্কা মারে।” ওই গাড়িটির পিছনেই ছিল বরযাত্রীদের আরও একটি গাড়ি। সেই গাড়ির যাত্রীরাই প্রাথমিক ভাবে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির জানলা ভেঙে স্থানীয় বাসিন্দাদের সাহায্যে আহতদের উদ্ধার করেন। পুলিশ জানিয়েছে, লরিটির পিছনের আলো জ্বালানো ছিল না। গাড়ি চালক লরিটি দেখতে না পাওয়ায় দুর্ঘটনা। লরিটি আটক করেছে পুলিশ। চালক পলাতক। |