|
|
|
|
রিভলভার দেখিয়ে লক্ষাধিক টাকা লুঠ |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
দিনেদুপুরে রিভলভার দেখিয়ে নির্মাণ-সংস্থার কর্মীদের বেতনের কয়েক লক্ষ টাকা লুঠ করে পালাল দুষ্কৃতীরা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে হলদিয়া থানার চিরঞ্জীবপুরে। বেলা ১টা নাগাদ নবপল্লির কাছে ওই সংস্থার টাকা লুঠ হয়। সংস্থার কর্ণধার স্বপন জানা ও তাঁর কর্মচারী রঞ্জিত দে-র কাছ থেকে টাকা নিয়ে মোটর-সাইকেল আরোহী তিন যুবক পালিয়ে যায় বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন ছিল সংস্থার ৯৭ জন কর্মচারীকে বেতন দেওয়ার কথা ছিল। সেই মতো কর্মচারী রঞ্জিত দে-কে নিয়ে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার হলদিয়া আইওসি রিফাইনারি শাখা থেকে টাকা তুলে গাড়িতে ফিরছিলেন স্বপন জানা। চালক দিলীপ বেরার পাশে সামনের আসনে একটি কালো ব্যাগে টাকা নিয়ে বসে ছিলেন রঞ্জিতবাবু। স্বপনবাবু ছিলেন পিছনের আসনে। চিরঞ্জীবপুর শ্রমিক ভবন পেরিয়ে যেতেই নবপল্লির কাছে মোটর সাইকেল আরোহী তিন যুবক গাড়ির পথ আটকায়। প্রত্যেকের হাতেই রিভলভার ছিল। চালকের দিকের দরজা খুলে দিলীপের বুকে আগ্নেয়াস্ত্র ঠেকায় এক জন। আর একজন গাড়ির পথ আটকে দাঁড়িয়ে থাকে। অন্য জন রঞ্জিতবাবুর দিকের দরজার সামনে দাঁড়িয়ে ছিল। রঞ্জিতবাবুর হাত থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে মোটর সাইকেলে চেপেই রানিচকের দিকে চম্পট দেয় ওই তিন জন। একই কায়দায় মাস ছয়েক আগে হলদিয়া ও ভবানীপুর থানার সীমানা শিল্পপ্রবেশ স্টেশনের কাছে দুর্গাচকের এক ঠিকাদারি সংস্থার বেতনের টাকা লুঠ হয়েছিল। সেই ঘটনার কিনারা আজও হয়নি। এ দিনের ঘটনার পর ওই সংস্থার কর্ণধার স্বপনবাবুও বলেন, “আমি পুলিশে জানিয়েছি। কিন্তু কোনও লাভ হবে কি না জানি না। দুষ্কৃতীদের কাউকেই চিনতে পারিনি। বাধা দিলে গুলি চালাতে পারে ভেবে বেশি কিছু করতে পারিনি।” হলদিয়ার মহকুমা পুলিশ আধিকারিক অমিতাভ মাইতি অবশ্য জানান, “ঘটনার বিবরণ শুনে মনে হচ্ছে একই দুষ্কৃতীদলের কাজ। গুরুত্ব দিয়েই তদন্ত করা হচ্ছে।” |
|
|
|
|
|