বোল্ট-ব্লেক লড়াই এ বার সেরা আকর্ষণ অলিম্পিকে |
বেজিং অলিম্পিকে তাঁর ঐতিহাসিক পারফরম্যান্স নিশ্চয়ই ক্রীড়াপ্রেমীরা ভুলে যাননি। তিনটে ইভেন্ট, তিনটে সোনার পদক, তিন-তিনটে বিশ্বরেকর্ড। চার বছর পর লন্ডনের ট্র্যাকে উসেইন বোল্ট ফের কী ফুলকি ছোটাবেন, সেটাই ছিল ২০১২ অলিম্পিক শুরুর আগে অন্যতম আলোচিত বিষয়।
মাত্র ৭২ ঘণ্টায় পাল্টে গেল পুরো ছবিটা! এবং পাল্টে দিলেন বোল্টেরই এক স্বদেশী ইয়োহান ব্লেক। কী ভাবে? না, জামাইকার অলিম্পিক ট্রায়াল ফাইনালে একশো এবং দু’শো মিটার রেসে বিশ্বের দ্রুততম মানুষকে হারিয়ে। এর পর পরই ব্লেকের বিরুদ্ধে দৌড়বেন না বলে মোনাকোর একটি প্রতিযোগিতা থেকে নাম তুলে নেন বোল্ট।
জামাইকায় একই সঙ্গে অনুশীলন করেন বোল্ট এবং ব্লেক। পাশাপাশি তাঁরা প্রবল প্রতিদ্বন্দ্বীও। কী রকম? একশো মিটারে বোল্টের বিশ্বরেকর্ড ৯.৫৮ সেকেন্ড। ট্রায়ালে ব্লেকের ব্যক্তিগত সেরা সময় বোল্টের চেয়ে এক ভগ্নাংশ কম ৯.৭৫ সেকেন্ড। দুশো মিটারে বোল্টের বিশ্বরেকর্ডের ঘাড়ের উপরও নিশ্বাস ফেলছেন ব্লেক। বোল্টের ১৯.১৯ সেকেন্ডের চেয়ে সামান্য পিছিয়ে তিনি। তাঁর সময় ১৯.২৬।
দু’জনের এই লড়াই নিয়ে বোল্ট বলেছেন, “ব্লেক নাছোড় মনোভাবের অ্যাথলিট। ও জিততে চায়। আর সেটা আমাকে জেতার একটা বাড়তি তাগিদ দিচ্ছে।” বোল্ট বনাম ব্লেক আতসবাজি দেখার জন্য মুখিয়ে রয়েছে অ্যাথলেটিক্স বিশ্ব। যুক্তরাষ্ট্রের হার্ডলার ডেভিড অলিভার যেমন বলছেন, “ইয়োহান ব্লেক আর উসেইন বোল্ট একই রেসের জন্য একসঙ্গে ট্রেনিং করছে ভাবলেই কেমন ভয় করছে। আমার মনে হয় ওরা দু’জনেই অসম্ভব তেতে থাকবে। ওরা দু’জনে একটা রেসে কী করতে পারে ভেবেই উত্তেজিত লাগছে! দেখার মতো একটা জিনিস হবে।” |