|
|
|
|
চাকরির নামে প্রতারণা |
ধৃত পুলিশকর্মী জামিন পেলেন |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পুলিশে চাকরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগে ধৃত পুলিশকর্মী বাসুদেব সিংহ-সহ ৩ জনের জামিনের আবেদন মঞ্জুর করল আদালত। মঙ্গলবার মেদিনীপুরের সিজেএম কল্লোল দাস এই আবেদন মঞ্জুর করেন। মামলার পরবর্তী দিন ধার্য হয়েছে আগামী ২৪ জুলাই। ওই দিন ৩ অভিযুক্তকেই সিজেএম আদালতে হাজির হতে হবে।
প্রতারণা-চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গত ২৫ মে বাসুদেবকে গ্রেফতার করে সিআইডি। অভিযোগ, পুলিশে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বেশ কয়েকজন যুবকের কাছ থেকে টাকা নিয়েছেন এএসআই বাসুদেব। তিনি ঝাড়গ্রাম আর-ও (রিজার্ভড অফিস) অফিসে কাজ করতেন। পুলিশে চাকরি করে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে গত ৯ মে রাতে খড়্গপুর স্টেশন সংলগ্ন এলাকা থেকে দু’জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃত মিহির রাণা ও অনুপ পট্টনায়েককে জিজ্ঞাসাবাদ করেই বাসুদেব সিংহের নাম জানা যায়। ধৃতদের দাবি, মৌখিক পরীক্ষায় কে কত নম্বর পেয়েছেন, তাঁর একটি তালিকা বাসুদেবই তাঁদের দিয়েছিলেন। ঝাড়গ্রাম মহকুমার সাঁকরাইলের দিলীপ সিংহ নামে এক যুবক অভিযোগ করেন, পুলিশে চাকরি করে দেওয়ার নাম করে তাঁর কাছ থেকে দেড় লক্ষ টাকা চাওয়া হয়েছিল। জুনিয়র কনস্টেবল পদের লিখিত পরীক্ষায় পাশ করার পর মৌখিক পরীক্ষাও দেন দিলীপ। এই অভিযোগের তদন্তে নেমেই পুলিশ প্রথমে মিহির ও অনুপকে গ্রেফতার করে। পরে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। সেখান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয় এএসআই বাসুদেবকে।
সোমবারই মেদিনীপুর সিজেএম আদালতে এই মামলার চার্জশিট জমা পড়ে। এ ক্ষেত্রে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ১২০ বি, ২০১, ৪২০ ও ৪৭১ ধারায় অভিযোগ আনা হয়েছে। ধৃত ৩ জন জেল হেফাজতে ছিলেন। মঙ্গলবার আদালতে জামিনের আবেদন জানান অভিযুক্তপক্ষের আইনজীবী। বিচারক সেই আবেদন মঞ্জুর করেন। মামলার পরবর্তী দিন পড়েছে আগামী ২৪ জুলাই। সিআইডি জানিয়েছে, তদন্ত চলছে। প্রয়োজনে ‘সাপ্লিমেন্টারি চার্জশিট’ জমা দেওয়া হতে পারে। তবে আইনজীবীদের একাংশের বক্তব্য, সিআইডি-র চার্জশিট অভিযোগের প্রেক্ষিতে কিছুটা লঘু হয়েছে। যে কারণেই সহজে জামিন পেয়েছেন বাসুদেবরা। |
|
|
|
|
|