টুকরো খবর |
নতুন সম্পাদক অলিগঞ্জ গার্লসে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মেদিনীপুর শহরের অলিগঞ্জ বালিকা বিদ্যালয়ের নতুন সম্পাদক হলেন সুব্রত সরকার। মঙ্গলবার পরিচালন সমিতির সদস্যদের উপস্থিতিতে এক সভায় তাঁকে সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। গত ৩০ জুন এখানে শিক্ষানুরাগী সদস্য নির্বাচন হয়েছিল। পরিচালন সমিতির সম্পাদক সর্বরঞ্জন পড়্যার মৃত্যুতে পদটি শূন্য হয়ে পড়ে। নির্বাচনে কে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা নিয়ে তৃণমূলের মধ্যে মতানৈক্য দেখা দেয়। নির্বাচনে প্রার্থী হন শহর তৃণমূলের সভাপতি তথা প্রয়াত সম্পাদকের ছেলে সুকুমার পড়্যা। তিনিই ছিলেন দলের ‘অফিসিয়াল’ প্রার্থী। তাঁর বিরুদ্ধে ‘বিক্ষুব্ধরা’ প্রার্থী করেন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনের জেলা সম্পাদক সুব্রত সরকারকে। নির্বাচনে ১৫ জন সদস্যের মধ্যে ১২ জন ভোট দিয়েছিলেন। তার মধ্যে ৯টি ভোট পেয়ে বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য সদস্য হিসেবে নির্বাচিত হন সুব্রতবাবু। এ দিন পরিচালন সমিতির সভায় সম্পাদক হিসাবেও তাঁকেই মনোনীত করা হয়। সভায় এক অভিভাবক প্রতিনিধি ও পুরসভার প্রতিনিধি মৃণাল চৌধুরি অনুপস্থিত ছিলেন। নতুন সম্পাদক বলেন, “বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নে সব রকম পদক্ষেপ করার চেষ্টা করব। এ ক্ষেত্রে সকলেরই সহযোগিতা প্রয়োজন।” |
নির্যাতন, ধৃত বধূর দেওর
নিজস্ব সংবাদদাতা • চন্দ্রকোনা |
বধূ নির্যাতনের ঘটনায় দেওরকে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে চন্দ্রকোনার বনপুর থেকে গৌর ঘোষ নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ধৃতকে ঘাটাল আদালতে হাজির করা হলে বিচারক ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, নির্যাতনে মূল অভিযুক্ত বধূর স্বামী নিতাই ঘোষ পলাতক। তাঁর খোঁজ চলছে। মাস আটেক আগে বাঁকুড়ার ইন্দা গ্রামের তরুণী রুনু ঘোষের সঙ্গে নিতাই ঘোষের বিয়ে হয়। অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী ও দেওর মিলে রুনুর উপর অত্যাচার করত। সোমবার সকালে রুনু নিজেই থানায় গিয়ে স্বামী ও দেওরের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ দায়ের করেন। |
আইনজীবীদের মিছিল
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
—নিজস্ব চিত্র। |
কেন্দ্রের ‘হায়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ বিল’ ২০১১- র বিরুদ্ধে বুধবার থেকে দু’দিন কর্মবিরতির ডাক দিয়েছে বার কাউন্সিল। তার সমর্থনে মঙ্গলবার মেদিনীপুর আদালত চত্বরে মিছিল করলেন আইনজীবীরা। বার অ্যাসোসিয়েশন ও ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই মিছিল হয়। আইনজীবীদের বক্তব্য, এতে উৎকর্ষ বাড়বে না, তাঁদের স্বাধীনতা খর্ব হবে। |
|