মণিপুরে ইনারলাইনের দাবিতে এ বার গায়কও |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
মণিপুরে ইনারলাইন পারমিট চালুর দাবিতে আন্দোলন ক্রমশই জোরদার হচ্ছে। রাজ্যের বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ৭২ বছর বয়সী কে বি শর্মা পুলিশ হেফাজতে হাসপাতালে বন্দি অবস্থাতেই অনশন চালিয়ে যাচ্ছেন। শর্মার পর এ বার এই আন্দোলনের বার্তা মণিপুরের সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে গানকেই হাতিয়ার করেছেন রাজ্যের জনপ্রিয় গায়ক লোউরাকপাম জয়ন্ত ওরফে টাপতা। শর্মা প্রকাশ্য অনশন মঞ্চ থেকে অন্তরালে চলে যাওয়ায় কাল থেকে মণিপুরের টিভি চ্যানেলে ছড়িয়ে পড়েছে টাপতার গান। এ দিকে শুধু ইম্ফল নয়, পিশুম, ওয়াংখেই, সাগোলবান্দ, সিংজামেই, উরিপকের মতো নানা স্থানেই ছড়িয়ে পড়ছে ‘আইএলপি’ চালুর দাবিতে আন্দোলন। ক্লাস থেকে বেরিয়ে এসে ধর্নায় বসছে স্কুলের পড়ুয়ারাও।
মণিপুরের প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস-সহ বেশ কয়েকটি প্রভাবশালী সংগঠন অবিলম্বে মণিপুরে ইনারলাইন পারমিট চালার দাবিতে আন্দোলনে নেমেছে। এই আন্দোলন ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগী ভূমিকায় দেখা যাচ্ছে ফেডারেশন অফ রিজিওনাল ইন্ডিজেনাস সোসাইটি বা ‘ফ্রেন্ডস’কে। ফ্রেন্ডস-এর এক মুখপাত্র জানান, পাঁচ দিনে রাজ্যে ক্ষমতাসীন কংগ্রেস দলের বিধায়কেরা দু’বার বৈঠক করেছেন এ বিষয়ে সিদ্ধান্ত নিতে। এঁদের কেউ কেউ এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মতামতের জন্য অপেক্ষা করার পক্ষপাতী। তাই কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
রাজ্যের বিশিষ্ট আইনজীবী এবং প্রাক্তন বিচারপতি সি উপেন্দ্র সিংহ বলেন, “বিষয়টি পুরোটাই রাজ্য সরকারের। এ জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মতামতের জন্য অপেক্ষার কোনও যুক্তিই নেই।” ফ্রেন্ডস-এর তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, দাবি না মেটা পর্যন্ত আন্দোলন চলবে।
এরই মধ্যে জনপ্রিয় গায়ক টাপতা গানকে অস্ত্র করে পথে নামায় এই আন্দোলন অন্য তাৎপর্য পাচ্ছে। তিনি গাইছেন, ‘‘মিকাপ থোকলো তুমলাগানু আথৌবাসা/ ইয়োথখ্রাগানি নরমদম মিয়ানচানা।” যার অর্থ: “ভূমিপুত্ররা জেগে ওঠো/বহিরাগতরা তোমার জমি গ্রাস করতে আসছে।” এই গান লিখেছেন অনুপ্রবেশ-বিরোধী যৌথ মঞ্চের সভাপতি সাপামটা যদুমণি। ২০১১-র সমীক্ষা অনুযায়ী মণিপুরের জনসংখ্যা ২২,৯৩,৮৯৬। এর মধ্যে বহিরাগতর সংখ্যাই ৭ লক্ষ ৪ হাজার। আদি বাসিন্দা মেইতেইদের সংখ্যা ৭ লক্ষ ৫১ হাজার। অন্যান্য উপজাতির সংখ্যা ৬ লক্ষ ৭০ হাজার। টাপতার কথায়, “বাইরের মানুষ আমাদের রাজ্যে এলে আপত্তির কিছু নেই। কিন্তু, ভূমিপুত্ররাই নিজভূমে পরবাসী হয়ে উঠলে, চিন্তার বিষয়। সেই জন্য গানেই প্রতিবাদ জানাচ্ছি।” |