বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে কম খরচে শাখা খোলার পথ খুঁজে বার করতে বলল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)। যাতে খুব সহজেই তাদের পক্ষে সমাজের সব স্তরে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া সম্ভব হয়।
শীর্ষ ব্যাঙ্কটির গভর্নর ডি সুব্বারাও বলেন, “গ্রামীণ এলাকাগুলিতে কম খরচে শাখা খোলার বড়সড় সুযোগ রয়েছে ব্যাঙ্কগুলির সামনে। খুব চিন্তা-ভাবনা করে সেই পথই খুঁজে বার করা জরুরি। এবং সে ক্ষেত্রে সমাজের সকলকে উন্নয়নে সামিল করার বিষয়টিকে নেহাতই দায়বদ্ধতা ভাবা উচিত নয়। বরং পিরামিডের তলার অংশকে নিজেদের এক্তিয়ারে আনার শর্তটিকেও দেখতে হবে ব্যবসার অন্যতম এক সুযোগ হিসেবেই।”
তাঁর দাবি, যতদিন না ব্যাঙ্কগুলি বুঝবে, সাধারণ মানুষের কাছে পৌঁছনোর মধ্যে শুধুমাত্র নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্দেশিকা মানার বাধ্যবাধকতা নেই, বরং লুকিয়ে বিপুল ব্যবসায়িক সম্ভাবনা, ততদিন পরিস্থিতি বদলানো মুশকিল। এই পরিপ্রেক্ষিতে ব্যবসার লাভজনক মডেলে অল্প কর্মী নিয়ে ছোট মাপের ও কম খরচের শাখা খোলার ক্ষেত্রে ব্যাঙ্কগুলির মধ্যে প্রতিযোগিতা বৃদ্ধির পক্ষেও সওয়াল করেন তিনি।
প্রসঙ্গত, দু’হাজারের বেশি মানুষ বাস করেন, এমন প্রত্যেকটি গ্রামে ব্যাঙ্কিং-এর সুবিধা পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল গত ২০১০ সালেই। সেই অনুযায়ী দেশ জুড়ে চিহ্নিতও হয়েছিল প্রায় ৭৪ হাজারটি গ্রাম, যেখানে পা রাখেনি ব্যাঙ্কিং ব্যবস্থা। এবং পরবর্তী কালে ওই গ্রামগুলির দায়িত্ব আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক-সহ বিভিন্ন ব্যাঙ্ককে ভাগ করে দেওয়া হয়।
সরকারি সূত্রের অবশ্য দাবি, বেশির ভাগ বাণিজ্যিক ব্যাঙ্কই এ ক্ষেত্রে নিজেদের লক্ষ্যমাত্রা পূরণ করতে পেরেছে। এবং সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে তাদের তরফে ১ লক্ষ ১০ হাজারেরও বেশি বাণিজ্য প্রতিনিধি কাজ করছে সারা দেশের গ্রামীণ অঞ্চলগুলিতে। সুব্বারাও এই সমস্ত প্রতিনিধিদের আরও বেশি করে প্রযুক্তি এবং ব্যাঙ্কের পণ্য ও কাজের পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার উপরও জোর দিয়েছেন। |