জুনে গাড়ি বিক্রি বাড়লেও এখনই খুব একটা স্বস্তিতে নেই দেশের গাড়ি শিল্প। বরং চলতি অর্থবর্ষে যাত্রী ও বাণিজ্যিক গাড়ি বিক্রির বৃদ্ধির হারের পূর্বাভাস সামান্য কমাল সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (সিয়াম)। চাকা ঘোরাতে উৎসবের মরসুমের দিকেই তাকিয়ে রয়েছে তারা।
এপ্রিলের গোড়ায় সিয়াম পূর্বাভাসে বলেছিল, ২০১২-’১৩-তে যাত্রী-গাড়ি ও বাণিজ্যিক গাড়ির বিক্রি যথাক্রমে ১০-১২% ও ৯-১১% হারে বাড়বে বলে তাদের আশা। কিন্তু মঙ্গলবার সেই পূর্বাভাস সংশোধন করে তারা জানিয়েছে তা যথাক্রমে ৯-১১% ও ৬-৮% হারে বাড়বে। এপ্রিল-জুনের গাড়ি বিক্রির খতিয়ানের উপর ভিত্তি করেই নয়া পূর্বাভাস দেওয়া হয়েছে, জানিয়েছে সিয়াম।
গত বছর অবশ্য রীতিমতো শঙ্কায় কেটেছিল এ দেশের গাড়ি শিল্পের। মারুতি-সুজুকির কারখানায় দীর্ঘ ধর্মঘটের জেরে ব্যাহত হয়েছিল গাড়ির জোগান। এ বার বাজেটে শুল্ক বেড়ে যাওয়ায় ও পরে কয়েক দফায় পেট্রোলের দাম বৃদ্ধি সমস্যা গভীর করে। সুদের হার না কমায় গাড়ি কেনার আগ্রহে যেমন ভাঁটা পড়ে তেমনই আবার সংস্কারের গতি থমকে যাওয়ার প্রভাব পড়ে বাণিজ্যিক গাড়ি শিল্পে। প্রথম সারির বেশ কয়েকটি সংস্থা উৎপাদন সাময়িক বন্ধও রাখে।
সিয়ামের হিসেবে, গত জুনের থেকে এ বারের জুনে যাত্রী-গাড়ির বিক্রি বেড়েছে ৮.২৮%। কিন্তু এপ্রিল-জুনের হিসেব দেখলে তা মাত্র ৫.২২%। জুনের হিসেবে, বাণিজ্যিক গাড়ির বিক্রির বৃদ্ধির হার ৪.৭১%। এপ্রিল-জুনের হিসেবে তা সামান্য বেশি, ৬%। তবে পণ্যবাহী মাঝারি ও ভারী বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে বিক্রি বরং কমেছে দু’টি হিসেবেই।
গাড়ি শিল্পকে অবশ্য আশায় রাখছে বড় ধরনের যাত্রী-গাড়ি বা ইউটিলিটি ভেহিকল (ইউভি)। শুধুমাত্র জুনের হিসেবে, এ ধরনের গাড়ি বিক্রি বৃদ্ধির হার প্রায় ৪৫%। এপ্রিল-জুনের হিসেবে তা ৫০.৮৫%। অথচ এপ্রিলের গোড়ার পূর্বাভাসে সিয়ামের আশা ছিল, ২০১২-’১৩-তে তা হবে ১-১২%। গাড়ি শিল্পের বক্তব্য, পেট্রোলের দাম বৃদ্ধির লাভ ঘরে তুলেছে এই গাড়িগুলি। কারণ ইউভি-র অধিকাংশই ডিজেলচালিত।
তবে একবারে হাল ছাড়তে নারাজ গাড়ি শিল্প। যেমন সিয়ামের প্রেসিডেন্ট এস শাণ্ডিল্যর বক্তব্য, জ্বালানির দাম কিছুটা কমেছে। সুদের হারও আর বাড়ছে না। উপরন্তু সংস্কারের রথ এগিয়ে নিয়ে যেতে কেন্দ্রের উপর প্রবল চাপ রয়েছে। সব মিলিয়ে গাড়ির চাহিদা বাড়বে, আশা তাঁদের। সেপ্টেম্বরের পর থেকে নভেম্বর পর্যন্ত গাড়ি বিক্রির বৃদ্ধির ব্যাপারে আশাবাদী সিয়ামের ডিজি বিষ্ণু মাথুরও। এই আশাতেই এ দিন মারুতি-সুজুকি, মহিন্দ্রা, টাটা মোটরস-এ শেয়ার দরও উঠেছে। |