টুকরো খবর |
ম্যাটাডরের ধাক্কায় মৃত শিশু, অবরোধ |
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
ম্যাটাডরের ধাক্কায় এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে ম্যাটাডর ভাঙচুর, লুঠপাঠের ঘটনা ঘটল বসিরহাট মহকুমার স্বরূপনগরে। ম্যাটাডরের ধাক্কায় গুরুতর আহত শিশুটির মা সালেয়া বিবিকে শাঁড়াপুল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মৃত শিশুর নাম শোভনা খাতুন। দুর্ঘটনার পর পালিয়ে যায় ম্যাটাডরচালক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ সালেয়া বিবি তাঁর দেওরের ছেলে সাইফুল রহমান ঢালির মোটর সাইকেলে করে ধোকড়া গ্রামে বাপের বাড়ি যাচ্ছিলেন। মায়ের কোলে ছিল শোভনা। জেলেপাড়ার মোড়ের কাছে রাস্তার গর্তে পড়ে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। সেই সময় পিছন থেকে আসা একটি ম্যাটাডর নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলটিকে ধাক্কা মারে। ধাক্কার চোটে মোটর সাইকেল থেকে ছিটকে পড়েন তিনজনই। শোভনের উপর দিয়েই চলে যায় ম্যাটাডরের চাকা। ঘটনাস্থলেই মারা যায় সে। দুর্ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষ। তাঁদের অভিযোগ, রাস্তার অবস্থার কারণে মাঝেমধ্যেই এমন দুর্ঘটনা ঘটলেও তা সারানোর জন্য প্রশাসনের কোনও উদ্যোগ নেই। ক্ষোভের জেরে এ দিন মালবোঝাই ম্যাটাডরটিতে ভাঙচুর চালায় জনতা। চলে লুঠপাটও। একদল বাসিন্দা রাস্তা খুঁড়ে প্রতিবাদে নেমে পড়েন।
|
ব্যবসায়ী ‘অপহরণ’, কেউ ধরা পড়েনি |
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
ব্যবসায়ী অপহরণের ঘটনার পরে পাঁচদিন কেটে গেলেও পুলিশ অভিযুক্তদের কাউকেই গ্রেফতার করতে পারেনি। গত বৃহস্পতিবার স্বরূপনগরের সর্দারপাড়ার বাসিন্দা নজরুল সর্দার নামে ওই ব্যবসায়ীকে অপহরণ করে বাংলাদেশের কেড়াগাছি গ্রামে নিয়ে যাওয়া হয়। ৮ লক্ষ টাকা মুক্তিপণও দাবি করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় গ্রামের বাসিন্দা ফজলুর-সহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নজরুলের স্ত্রী। এর পর গত রবিবার তাঁকে স্বরূপনগর বাসস্ট্যান্ড থেকে উদ্ধার করা হয়।
|
তালা ভেঙে চুরি |
নিজস্ব সংবাদদাতা • ব্যারাকপুর |
গ্রিলের তালা ভেঙে এক ব্যক্তির বাড়িতে চুরি হল। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বীজপুরের বড়জোনপুরে। পুলিশ জানিয়েছে, ব্যাঙ্ককর্মী তাপস সরকারের বাড়িতে এ দিন রাতে চোরেরা হানা দেয়। বাড়ির সকলে তখন ঘুমিয়েছিলেন। দুষ্কৃতীরা আলমারির চাবি নিয়ে আলমারি খুলে নগদ এক লক্ষ টাকা ও গয়না নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, পরিবারের ঘনিষ্ঠ কেউ এই ঘটনায় জড়িত।
|
উচ্চ মাধ্যমিকে উন্নীত স্কুল |
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
মাধ্যমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হল দেগঙ্গার বেড়াচাঁপার বীণাপানি বালিকা বিদ্যালয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক ডঃ নুরুজ্জামান, শিক্ষা কর্মাধ্যক্ষ তারাপদ ঘোষ, প্রধান সুমিত্রা পাড়ুই, স্কুলের প্রধান শিক্ষিকা স্বাতী মুখোপাধ্যায় প্রমুখ। এ দিন কলা বিভাগের সূচনা করেন বিধায়ক। প্রধান শিক্ষিকা জানান, উচ্চ স্তরের ক্লাস শুরু হওয়ায় স্কুলের ছাত্রছাত্রীদের পাশাপাশি অন্য স্কুলের যারা ভর্তির সমস্যায় পড়ে তাদের সুবিধা হবে।
|
প্রফুল্লচন্দ্র রায়ের জন্ম সার্ধশতবর্ষ পালন |
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
প্রফুল্লচন্দ্র রায়ের জন্মসার্ধশতবর্ষ পালিত হল হাড়োয়ার শালিপুর হাইস্কুলে। সম্প্রতি ওই অনুষ্ঠানে আধুনিক বিজ্ঞান ভাবনা ও ছাত্র সমাজ হিষয়ক একটি আলোচনার আয়োজন করা হয়। ছিলেন জেলা স্কুল পরিদর্শক, প্রাথমিক স্কুল পরিদর্শক, বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি ও স্কুলের শিক্ষক সহ বিশিষ্টরা।
|
হেরোইন উদ্ধার, গ্রেফতার ২ মহিলা |
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
৫১৫ গ্রাম হেরোইন এবং প্রায় আড়াই লক্ষ টাকা-সহ ক্যানিংয়ের ঘুটিয়ারিশরিফ থেকে সোমবার বিকেলে দুই মহিলাকে ধরল পুলিশ। ওই হেরোইনের বাজারদর প্রায় ৬০ লক্ষ টাকা। দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) কঙ্করপ্রসাদ বাড়ুই জানান, মাদক বিক্রির অভিযোগে ফতেমা লস্কর ও সাইমা বিবি নামে ওই দুই মহিলাকে গ্রেফতার করা হয়। |
|