রাজ্যবর্ধন রাঠৌর এবং অভিনব বিন্দ্রার পদক জয় পাল্টে দিয়েছে ভারতীয় শ্যুটিংয়ের ছবিটা।
ভারতীয় অলিম্পিক সংস্থার সচিব ও প্রাত্তন অলিম্পিয়ান শ্যুটার রণধীর সিংহ বলছিলেন, “এক দশক আগেও অলিম্পিকে হকি ছাড়া কোনও ইভেন্টে পদকের কথা ভাবা যেত না। আর আজ এখনকার শ্যুটারদের মোটিভেশন দেখে গর্বে আমার বুকটা ভরে যায়। মনে হয়, এই সময়ে ওদের সঙ্গে আর এক বার যদি আমি রাইফেলটা তুলতে পারতাম!”
আথেন্সে এসেছিল রাজ্যবর্ধন রাঠৌরের হাত ধরে রুপো। বেজিংয়ে এসেছিল অভিনব বিন্দ্রার হাত ধরে সোনা। এ বার লন্ডন অলিম্পিকে কটা পদক আনবেন? ভারতীয় অলিম্পিক সংস্থার কর্তাদের সঙ্গে কথা বলে মনে হচ্ছে, তাঁরা সবচেয়ে বেশি পদক আশা করছেন শ্যুটিংয়েই। শ্যুটিং কর্তারাও একাধিক পদকের আশা করছেন।
ভারতীয় দলের কোচ সানি থমাসের স্পষ্ট কথা, “আগে ভারতীয় শ্যুটাররা অলিম্পিকে যেত শুধু অংশ নিতে। এখন আমাদের শ্যুটাররা অলিম্পিকে যাচ্ছে বিশ্বসেরাদের সঙ্গে পাল্লা দিয়ে পদক জেতার লক্ষ্যে।” আর তার বড় প্রমাণ, অলিম্পিক যোগ্যতা অর্জনকারী ভারতীয়দের সংখ্যা দিন দিন বেড়ে চলা বেজিংয়ে ভারতের ন’জন শ্যুটার অংশগ্রহণ করলেও এ বার সংখ্যাটা এগারো। একাধিক অলিম্পিকে অংশ নেওয়া রণধীর সিংহ বলেই ফেললেন, “অলিম্পিক এমন একটা মঞ্চ যেখানে সেরারাও অনেক সময় হড়কে যায়। আর ভাগ্য সে দিন সহায় হলে বিজয় কুমার বা আপনাদের জয়দীপ কর্মকাররাও সে দিন বাজি মেরে অবাক করে দিতে পারে।”
|
বিন্দ্রা |
নারাং |
জয়দীপ |
বিশেষজ্ঞের রায় |
শুধু বিন্দ্রা নন, এ বার রঞ্জন সোধি, গগন নারাং এবং বিজয় কুমার পদক জয়ের দাবিদার। মেয়েদের মধ্যে অনুরাজ সিংহ বা হিনা সিধুদের মতো নতুনরা চমকে দিতে পারে। আগের পারফরম্যান্স নয়, সে দিনের পারফরম্যান্সই শেষ কথা বলবে। সেটা কিন্তু মাথায় রাখতে হবে।
রাজ্যবর্ধন রাঠৌর |
|
অভিনব বিন্দ্রা ছাড়া কোন শ্যুটারের দিকে এ বার চোখ রাখতে হবে? ফেডারেশনের পরের বাজি শ্যুটার গগন নারাং। এয়ার রাইফেলে তাঁর বিশ্ব রেকর্ড ছশোয় ৬০০। সব মিলিয়ে ৭০৩.৫। তিনিই ভারতের একমাত্র শ্যুটার যিনি এয়ার রাইফেল, থ্রি-পজিশন ও প্রোণ ইভেন্টে নামছেন। ঠিক তার পরেই রয়েছেন রঞ্জন সোধি (ডবল ট্র্যাপ শ্যুটার)। তিনিই ভারতের একমাত্র শ্যুটার যিনি কিছু দিন আগেও ছিলেন বিশ্বের এক নম্বর। এর আগে ভারতের কোনও শ্যুটার এই সম্মান পাননি। বিশ্বকাপ বা বিশ্ব চ্যাম্পিয়নশিপে এঁরা রাশিরাশি পদক তুলে এনে ভারতকে সমৃদ্ধ করলেও অলিম্পিকের মতো মঞ্চে এই তিন জন ছাড়াও মানবজিৎ সিংহ কেমন পারফর্ম করেন সেটাই দেখার। মানবও পদক জয়ের অন্যতম দাবিদার।
বাংলার ছেলে জয়দীপের পদক জয়ের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না অনেকে। জয়দীপের এয়ার রাইফেল প্রোণ ইভেন্টের ফয়সালা ৩ অগস্ট। সকাল ৯টায় যোগ্যতা অর্জন, ১২ টায় ফাইনাল। সোমা দত্তের পরে এত দিন বাদে এক বাঙালি শ্যুটারের পদক জয়ের কথা উঠছে।
শেষ পর্যন্ত কটা পদক আসে, সেটাই দেখার। |