রবিবারের আগে শেষ গ্র্যান্ড স্লাম জিতেছিলেন ৩০ মাস আগে। টেনিসপণ্ডিতরা বলাবলি করছিলেন, রজার ফেডেরারের গ্র্যান্ড স্লাম সংখ্যা আর ১৬ থেকে ১৭ হবে না কোনও দিন। এখন তাঁরাই জল্পনা শুরু করে দিয়েছেন, সংখ্যাটা ২০-তে পৌঁছবে কি না? স্বয়ং ফেডেরার বলছেন, “এখন দুর্দান্ত ফর্মে আছি। দারুণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আরও কয়েকটা গ্র্যান্ড স্লাম জেতা আমার পক্ষে এখনও সম্ভব।” সোমবারই তিনি বিশ্ব র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এলেন। ২০১০ জুনের পর। আগামী মাসেই ৩১ বছরে পড়বেন ফেডেরার। তাঁর চেয়ে বেশি বয়সে এটিপি র্যাঙ্কিংয়ে এক নম্বর হয়েছেন শুধু আন্দ্রে আগাসি। ৩৩ বছরে। পিট সাম্প্রাসের সর্বাধিক ২৮৬ সপ্তাহ এক নম্বর থাকার বিশ্বরেকর্ড ফেডেরারের হাতে ভেঙে যাওয়াও এ দিন নিশ্চিত হয়ে গেছে। অন্তত আগামী সপ্তাহ পর্যন্ত ফেডেরার (১১০৭৫ পয়েন্ট) এক নম্বরে থেকে ২৮৭ সপ্তাহ পূর্ণ করবেন। র্যাঙ্কিংয়ে দু’নম্বর জকোভিচ (১১০০০) মাত্র ৭৫ পয়েন্ট পিছনে। |
চ্যাম্পিয়নশিপ ‘বল’-এ ফেডেরার এবং সেরেনা। রবিবার রাতে, লন্ডনে। ছবি: এএফপি |
সবচেয়ে বেশি বয়সে গ্র্যান্ড স্লাম জেতার রেকর্ডের থেকে অবশ্য ফেডেরার এখনও অনেকটাই পিছিয়ে। সর্বাধিক সংখ্যক গ্র্যান্ড স্লাম জয়ীদের তালিকায় প্রথম পাঁচের মধ্যে ওপেন যুগের আগে সবচেয়ে বেশি বয়সে গ্র্যান্ড স্লাম জেতার নজির আছে বিল টিলডেনের। ৩৭ বছরে। ওপেন যুগে এই রেকর্ডের অধিকারী রয় এমার্সন। ৩৫ বছর। তবে গতকাল ফেডেরার বনাম মারে উইম্বলডন ফাইনাল অন্য নজির গড়েছে। ১৯৮০-র বর্গ-ম্যাকেনরো ফাইনালের (১৭৩ লাখ) পরে রবিবারই টিভিতে কোনও টেনিস ম্যাচ দেখেছে সবচেয়ে বেশি দর্শক। ১৬৯ লাখ। গতকাল সব চ্যানেল মিলিয়ে দর্শক সংখ্যার ৫৮.২ শতাংশই উইম্বলডন ফাইনাল দেখেছে। ফেডেরারের শেষ গ্র্যান্ড স্লাম জয়ের সময় তাঁর দুই যমজ মেয়ে মাত্র ছ’মাসের ছিল। সেই মাইলা ও শার্লিন ২৩ জুলাই তিন বছরে পা দেবে। গতকাল তাদের বাবার আনন্দাশ্রু প্লেয়ার্স বক্সে মায়ের কোলে বসে দেখা প্রসঙ্গে স্বয়ং ফেডেরার বলেছেন, “আমার পরিবার, বিশেষ করে আমার মেয়েদের জন্য কোর্টে আরও বেশি ‘মোটিভেটেড’ থাকি। ওদের আনন্দ দিতে পারলে খুব ভাল লাগে।”
ফাইনালে বিজিত অ্যান্ডি মারেও দাবি করেছেন, তিনি এখন আগের চেয়ে অনেক বেশি সংকল্পবদ্ধ। এ দিন নিজের কলামে লিখেছেন, “এখন থেকেই ২০১৩ উইম্বলডন জেতার প্ল্যানিং শুরু করেছি।” ফাইনালকে বক্সিং ম্যাচের সঙ্গে তুলনা করে বলেছেন, “নিজেকে ফ্লয়েড মেওয়েদারের মতো আর ফেডেরারকে সুগার রে লিওনার্দের মতো মনে হচ্ছিল। বক্সারদের মতোই ম্যাচের আগে ফেডেরারের পুরনো খেলার ভিডিও দেখে বোঝার চেষ্টা করেছিলাম ও কোন-কোন জায়গা দিয়ে আক্রমণ করে। যদিও আমার শেষরক্ষা হয়নি।”
|
গ্র্যান্ড স্লামের প্রথম পাঁচ |
• রজার ফেডেরার ১৭ (টাটকা খেতাব ৩১ বছরে)
•
পিট সাম্প্রাস ১৪ (সর্বশেষ ৩১ বছরে)
• রয় এমার্সন ১২ (সর্বশেষ ৩৫ বছরে)
• রড লেভার-বিয়র্ন বর্গ-রাফায়েল নাদাল ১১
(প্রথম জনের সর্বশেষ ৩১ বছরে)
• বিল টিলডেন ১০ (সর্বশেষ ৩৭ বছরে) |
|
|