টোলগে ওজবে যে দিন মোহনবাগানে খেলার জন্য পা রাখছেন কলকাতায়, সে দিনই মোহনবাগানের মায়া কাটিয়ে নতুন ক্লাবে প্র্যাক্টিস শুরু করছেন হোসে ব্যারেটো র্যামিরেজ। প্রায় নিঃশব্দে আই এফ এ অফিসে এসে সরকারি ভাবে মোহনবাগান ছেড়ে ভবানীপুরে সই করে গেলেন ব্যারেটো। একা। শুধু বলছিলেন, “বড় ক্লাবে খেলব না বলে অনেক ভারমুক্ত মনে হচ্ছে। আমি নিজেকে প্লেয়ার হিসেবেই দেখছি। কোচ নয়।” কোনও ভিড় নেই ভক্ত বা কর্মকর্তাদের। আর টোলগেকে নিয়ে তুমুল হইচই হতে চলেছে আজ রাতেই।
টোলগের আগমনের সঙ্গে সঙ্গে আই এফ এর বৈঠক নিয়ে তুমুল জল্পনা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, টোলগে কি সেখানে যাবেন? মোহনবাগান মাঠে প্র্যাক্টিস করতে নামছেন বুধবার। সে দিনই তাঁর ইস্টবেঙ্গলের সঙ্গে বহু প্রতীক্ষিত বৈঠক হওয়ার কথা। কিন্তু সেখানে আই এফ এ-র ভূমিকা নিয়েই বিতর্ক তৈরি হয়েছে। সেখানে আই এফ এর ভূমিকা কী হবে তা ঠিক হবে আজ মঙ্গলবার।
সোমবার রাতে টোলগের মেল এসেছে আই এফ এ সচিবের কাছে। তাতে তিনি লিখেছেন, “আই এফ এ-র প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির চেয়ারম্যান যেন আলোচনার সময় আমাদের টেবিলেই বসে সব শোনেন। পাশের ঘরে তিনি বসে থাকলে আমি সভায় যাব না।” সচিব উৎপল গঙ্গোপাধ্যায় বললেন, “চিঠি পেয়েছি। কাল এর উত্তর দেব।”
সভা শুরুর আগেই যে ভাবে নানা রকম ঝামেলা হচ্ছে তাতে আলোচনার টেবিলে টোলগে-সমস্যা আদৌ মিটবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। যা অবস্থা, তাতে প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিকেই হয়তো শেষ পর্যন্ত জট খুলতে হবে।
টোলগের নতুন কোচ সন্তোষ কাশ্যপকে সহকারী কোচ হিসেবে পেয়েছিলেন ব্যারেটো। মহীন্দ্রায়। কেমন হবে? ব্যারেটো বললেন, “মোহনবাগানের যা দল, কোচ মাথা ঠান্ডা রাখলে ভাল খেলবে দল।” |