নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতীয় দলে ডাক পাওয়ার পর সিএবি-র অনূর্ধ্ব-১৯ বর্ষসেরা ক্রিকেটারও হলেন সন্দীপন দাস। সদ্য এশিয়া কাপ যুগ্মজয়ী ভারতীয় টিমের সদস্য ছিলেন তিনি। চলতি মরসুমে সব মিলিয়ে হাজারের উপর রান আছে তাঁর। সেরা অনূর্ধ্ব-১৬ ক্রিকেটার হয়েছে পার্থ কুন্ডু এবং ঋত্বিক রায়চৌধুরী। জেলা থেকে অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-১৬ এবং অনূর্ধ্ব-১৪-র সেরা ক্রিকেটার যথাক্রমে সচিন কুমার যাদব, মহম্মদ ইরফান আনসারি এবং অভিষেক তামাং। স্কুলের সেরা ক্রিকেটার শৌর্যবর্ধন সান্থালিয়া। প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে দুশো উইকেট নেওয়ার জন্য ঝুলন গোস্বামীকে বিশেষ ভাবে সম্মানিত করছে সিএবি।
|
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
নিশুত রাতে র্যালি। তাও আবার খোদ কলকাতার বুকে! আগামী শনিবার এমনই ভিন্ন মেজাজের র্যালি আয়োজন করছে ইস্টার্ন মোটর স্পোর্টস অ্যাসোসিয়েশন (এমসা)। ‘বার্টলিংস কলকাতা বাই নাইট’ নামে এই র্যালি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে রাত আটটায় শুরু হয়ে দেড়শো কিলোমিটার পেরিয়ে পর দিন ভোরে শেষ হবে হেস্টিংসে। সোমবার এমসার তরফে শিল্পপতি পার্থসাধন বসু বলছিলেন, “রাতের কলকাতাও যে নিরাপদ, সেটা দেখাতে চাই আমরা।” র্যালি স্লোগান- ‘কলকাতা ইজ সেফ অ্যাট নাইট টু’। এ পর্যন্ত প্রায় চল্লিশ জন প্রতিযোগী নাম দিয়েছেন যার মধ্যে মহিলা দলের সংখ্যা এক।
|
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মহিলাদের জন্য একটি পর্বত অভিযানের আয়োজন করেছে রাজ্যের যুবকল্যাণ দফতর। আজ, মঙ্গলবার ছন্দা গায়েনের নেতৃত্বে ১০ জনের ওই দলটি হিমাচলের মনিরং শৃঙ্গ অভিযানে রওনা হচ্ছে। একই দিনে পুরুষদের একটি দল কুলু উপত্যকার পাপসুরা শৃঙ্গ অভিযানে যাচ্ছে। আর একটি দল ৪ অগস্ট হিমাচলেরই মাকালু শৃঙ্গের উদ্দেশে রওনা হবে। সোমবার মহাকরণে যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস তাঁদের হাতে পতাকা তুলে দেন। ওয়েস্ট বেঙ্গল মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যাডভেঞ্চার স্পোর্টস ফাউন্ডেশনের উপদেষ্টা বসন্ত সিংহরায় বলেন, “মনিরং শৃঙ্গ জয় করা খুব কঠিন। ভারতীয়রা এর আগে ওখানে যাননি।”
|
চোখে অস্ত্রোপচার বাউচারের |
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টি সিরিজ শুরুর দশ দিন আগে চোখে গুরুতর চোট পেলেন দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার মার্ক বাউচার। অস্ত্রোপচারও করাতে হয়েছে তাঁকে। সমারসেটের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে উইকেটকিপিং করার সময় চোখে বেল ছিটকে এসে লাগে তাঁর। বোলার ছিলেন ইমরান তাহির।
|
ভারতে আসছে বিশ্ব সুপার বাইক চ্যাম্পিয়নশিপ |
ফর্মুলা ওয়ানের পর বুদ্ধ আন্তর্জাতিক সার্কিটে এ বার ওয়ার্ল্ড সুপার বাইক চ্যাম্পিয়নশিপ। এ ব্যাপারে জেপি স্পোর্টস ইন্টারন্যাশনালের সঙ্গে সুপার বাইক কর্তাদের যে চুক্তি হয়েছে, তাতে টাইটল স্পনসরশিপ থেকেই বছরে জেপি গোষ্ঠীর আয় হবে ২৫ কোটি টাকা। |