নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
আরামবাগে সিপিএমের সাংসদ শক্তিমোহন মালিকের ভাইয়ের উপরে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রবিবার রাতে আরামবাগের গোরপুকুর বাজার থেকে চণ্ডীবাটি গ্রামে বাড়ি ফেরার পথে সিাংসদের ছোট ভাই, সিপিএম সমর্থক হরিমোহন মালিককে পেটানো হয় বলে অভিযোগ। রাতেই তাঁকে মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানিয়েছে, ৮ জনের নামে অভিযোগ হয়েছে। তাদের খোঁজ চলছে। |
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, আরামবাগ সাংসদ সিপিএমের শক্তিমোহন মালিকের গ্রামের বাড়ি চণ্ডীবাটিতে। তাঁর ভাই প্রহৃত হরিমোহনবাবু খানাকুলের ঘোষপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। ছুটির দিনে তিনি গোরপুকুর বাজারে কেনাকাটা করতে এসেছিলেন। হরিমোহনবাবু বলেন, “আমাদের এক সঙ্গে গল্প করার বিষয়ে অনেক দিন থেকেই ক্ষোভ ছিল তৃণমূলের ছেলেদের। ওদের সন্দেহ ছিল, আমি এখানে সংগঠনের কাজ করি।” এক প্রত্যক্ষদর্শী জানান, রাত সাড়ে ৮টা নাগাদ হরিমোহনবাবু বাজার থেকে বের হতেই জনা কুড়ি ছেলে তাঁকে ধাওয়া করে। তিনি সাইকেল থেকে নেমে পালানোর চেষ্টা করলে তাঁকে রাস্তায় ফেলে পেটানো হয়। স্থানীয় কয়েকজন ব্যবসায়ী বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁদের যেতে বলা হয়।
শক্তিমোহনবাবুর অভিযোগ, ‘‘তৃণমূল লাগামছাড়া সন্ত্রাস চালাচ্ছে বিভিন্ন গ্রামে।’’ যদিও আরামবাগের বিধায়ক তৃণমূলের কৃষ্ণচন্দ্র সাঁতরা বলেন, “ঘটনার সঙ্গে তৃণমূলের কোন যোগ নেই। গ্রামের ঝগড়া বলে শুনেছি। আমরাও চাই পুলিশ নিরপেক্ষ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিক।” |