টুকরো খবর
হাওড়ায় কুয়োয় পড়ে ফের মৃত শিশু
একের পর এক দুর্ঘটনা ঘটে চললেও বাড়ির খোলা পাতকুয়ো ঢেকে রাখার ব্যাপারে জনসচেতনতা যে এখনও বাড়েনি, ফের তার প্রমাণ মিলল। সোমবার সকালে খেলতে খেলতে বাড়ির খোলা পাতকুয়োয় পড়ে মৃত্যু হল আড়াই বছরের এক শিশুর। ঘটনাটি ঘটেছে হাওড়ার বাঁকড়া এলাকার মিশ্রপাড়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুটির নাম পূজা সাউ। এলাকার এক কুয়োমিস্ত্রি পূজাকে কুয়ো থেকে উদ্ধার করেন। হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্য দিনের মতোই এ দিন সকালে বাড়ির সামনে একাই খেলছিল পূজা। তার মা শীলাদেবী বাড়ির ভিতরে ছিলেন। বাবা অনিল সাউ একটি সংস্থার ট্রাক চালান। তিনি কাজে বেরিয়ে গিয়েছিলেন। সকাল সাড়ে আটটা নাগাদ শীলাদেবীর খেয়াল হয়, অনেকক্ষণ মেয়ের সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না। তখনই তিনি বাড়ির বাইরে পূজাকে খুঁজতে শুরু করেন। মেয়েকে খুঁজে না-পেয়ে তিনি কাঁদতে শুরু করেন। কান্না শুনে বাড়ির ও আশপাশের লোকজন চলে আসেন। পূজা যেখানে খেলছিল, তার পাশেই ছিল একটা খোলা কুয়ো। পূজা কুয়োয় পড়ে গিয়ে থাকতে পারে বলে সকলের সন্দেহ হওয়ায় খবর দেওয়া হয় স্থানীয় এক কুয়োমিস্ত্রিকে। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় শিবনাথ সাউ নামে ওই কুয়োমিস্ত্রি পূজাকে পাতকুয়ো থেকে তোলেন। অচৈতন্য মেয়েটিকে সঙ্গে সঙ্গে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যান পরিজনেরা। কিন্তু সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

অস্থায়ী সেরেস্তা ভাঙা হল শ্রীরামপুর আদালতে চত্বরে
শ্রীরামপুর আদালত চত্বরে আইনজীবীদের বেশ কিছু অস্থায়ী সেরেস্তা ‘সরিয়ে দেওয়া’ হল মহকুমাশাসকের নির্দেশে। প্রশাসন সূত্রের খবর, রবিবার এক ডেপুটি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বাঁশ ও বেড়া দিয়ে তৈরি প্রায় ১৫টি সেরেস্তা ভেঙে দেওয়া হয়। যে সেরেস্তাগুলি ভাঙা হয়েছে, সেই জায়গা মহকুমাশাসকের দফতরের এক্তিয়ারভুক্ত বলে প্রশাসনের দাবি। আইনজীবীদের একাংশ অবশ্য ওই নির্দেশের বিরোধিতা করেছেন। তাঁদের বক্তব্য, আইনজীবীদের কিছু না জানিয়েই সেরেস্তা ভাঙা হয়েছে। নোটিস দিয়ে তা করলে তাঁরা কোনও বিকল্প ব্যবস্থা করে নিতে পারতেন। যে অংশগুলি ভাঙা হয়েছে, সেখানে খোলা আকাশের নিচে বসেই সোমবার কাজ করেন ওই আইনজীবীরা। বিনা নোটিসে সেরেস্তা ভাঙার প্রতিবাদ জানিয়ে এ দিন মিছিলও করেন তাঁরা। মহকুমাশাসকের সঙ্গেও দেখা করেন। মহকুমাশাসক মুক্তা আর্য বলেন, “কয়েকটি সেরেস্তা সরিয়ে দেওয়া হয়েছে। ভাঙা হয়নি। আমরা আগেই ওঁদের তা সরিয়ে নিতে বলেছিলাম। কিন্তু ওঁরা তা করেননি। আর, ওঁরা এখন যা করছেন, তা ঠিক নয়।”

জমি-বাড়ির বাজারদর বৃদ্ধির প্রতিবাদে বন্ধ রেজিস্ট্রির কাজ
বাড়ি ও জমির বাজারদর (ভ্যালুয়েশন) ‘ক্রমশ বেড়ে যাওয়া’র প্রতিবাদে চুঁচুড়ায় আন্দোলনে নামলেন রেজিস্ট্রির কাজে যুক্ত কর্মীরা। আন্দোলনকারীরা রাজ্য ল’ক্লার্কস অ্যাসোসিয়েশনের সদস্য। সোমবার থেকে তাঁরা অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ করে দেন। সপ্তাহখানেক আগে ওই দাবিতে বিভিন্ন সরকারি দফতরে স্মারকলিপিও দেন তাঁরা। এ দিন রেজিস্ট্রেশনের যাবতীয় কাজ বন্ধ থাকায় মানুষ দুর্ভোগে পড়েন। আন্দোলনকারীদের দাবি, হুগলি-চুঁচুড়া, বাঁশবেড়িয়া পুরসভা, ব্যান্ডেল পঞ্চায়েত, কোদালিয়া পঞ্চায়েত এলাকার জমির বাজারদর আগের ধার্য্য মূল্যের থেকে অনেক গুণ বেড়ে চলেছে। অনেক সাধারণ মানুষেরও অভিযোগ, রেজিস্ট্রি দফতর সামগ্রিক পরিস্থিতির কথা বিবেচনা না করে জমির বাজারদর অস্বাভাবিক ভাবে বাড়াচ্ছে। রাজ্য ল’ক্লার্কস অ্যাসোসিয়েশনের চুঁচুড়া শাখার সম্পাদক বাসুদেব রায়ের দাবি, “জমি-বাড়ি রেজিস্ট্রেশনের মূল্যায়ণ করা হচ্ছে অবৈজ্ঞানিক পদ্ধতিতে। যা চলছে, তাতে সাধারণ মানুষের উপর অবিচার হচ্ছে। আমরা চাই সঠিক ভাবে জমির মূল্য নির্ধারণ করা হোক এবং সরকার উপযুক্ত রাজস্ব পাক।” জেলাশাসক শ্রীপ্রিয়া রঙ্গরাজন বলেন, “স্মারকলিপি পেয়েছি। দাবিগুলি নিয়ে প্রশাসন ভাবনাচিন্তা করবে।”

আইএফএ-র নির্বাচন
হুগলি জেলা থেকে আইএফএ-র গভর্নিং বডির সদস্য নির্বাচিত হলেন গৌতম ঘোষ। গৌতমবাবু হুগলি জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক এবং শ্রীরামপুর মহকুমা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সদস্য। স্থানীয় ভাবে ভদ্রেশ্বরের ইউনাইটেড অ্যাথলেটিক ক্লাব (ইউএসি)-এর কর্মকর্তা। এর আগে এই জেলা থেকে আইএফএ-র গভর্নিং বডির সদস্য হয়েছেন সৌমেন ঘোষ। তিনিই প্রথম হুগলি জেলা থেকে আইএফএ-র গভর্নিং বডিতে পৌঁছন।

‘রবীন্দ্র কাব্যপাঠ দিবস’ পালিত
গত ১ জুলাই ‘আন্তর্জাতিক রবীন্দ্র কাব্যপাঠ দিবস’ পালন করল শ্রীরামপুরের সুরাঙ্গন অভিজ্ঞান। ওই দিন সন্ধ্যায় সংস্থার জগবন্ধু মঞ্চে ওই অনুষ্ঠান হয়। সংগঠকেরা জানান, লিপিকা, পত্রপুট, মানসী প্রভৃতি কাব্যগ্রন্থ থেকে রবীন্দ্র-কবিতা পাঠ করা হয়। দিনটির ‘তাৎপর্য’ও ব্যাখ্যা করা হয় অনুষ্ঠানে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.