ধর্ষণে অভিযুক্ত জেল -হাজতে |
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
কেতুগ্রামে ট্রেন থেকে নামিয়ে ধর্ষণের ঘটনায় অন্যতম অভিযুক্ত কালাম শেখকে সাত দিন জেল -হাজতে রাখার নির্দেশ দিল আদালত। গত শনিবার তাকে গ্রেফতার করেছিল বীরভূমের নানুর থানার পুলিশ। রবিবার বোলপুর আদালতে তোলা হলে সেখান থেকে কাটোয়া আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়। সেই মতো সোমবার তাকে কাটোয়া আদালতে তোলা হয়। গত ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় কাটোয়া -আমোদপুর লাইনে ট্রেনে ডাকাতির সময়ে ১১ বছরের মেয়ের মাথায় বন্দুক ঠেকিয়ে এক মহিলাকে রেললাইনের পাশে নামিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনার পরেই কয়েক জনকে গ্রেফতার করেছিল পুলিশ। এ ছাড়া অভিযোগকারিণীর বিবরণ শুনে পুলিশ ছবি আঁকায়। সেই ছবি দেখে যে দু’জনকে পুলিশ চিহ্নিত করেছিল তাদের অন্যতম এই কালাম। অপর জন মুর্শিদাবাদের বড়ঞার রেজাউল মির্জাকে মাসখানেক আগে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় কেতুগ্রামের কায়েশ শেখ নামে এক অভিযুক্ত এখনও অধরা।
|
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
জলে ডুবে মৃত্যু হল এক যুবকের। নাম সৌমেন চট্টোপাধ্যায় (১৯)। বাড়ি বর্ধমানের রাধানগর পাড়ায়। নবম শ্রেণি পর্যন্ত পড়ার পরে একটি দর্জির জোকানে কাজ শিখছিল সে। পুলিশ জানিয়েছে, রবিবার প্রবল বৃষ্টির মধ্যেই দামোদরে সাঁতার কাটতে নামে তাঁরা পাঁচ বন্ধু। তখনই তলিয়ে যায় সৌমেন। সোমবার বর্ধমানের কৃষক সেতুর নীচ থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা। এসপি সৈয়দ মহম্মদ হোসেন মির্জা বলেন, “ঘটনার সময় প্রবল বৃষ্টি পড়ায় সৌমেনের বন্ধুরা কাউকে সাহায্যের জন্য ডাকতে পারেনি।”
|
পথ দুর্ঘটনায় মৃত্যু দুজনের |
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের। মৃতদের নাম শেখ রফিক (২৪)ও আদুরী খাতুন (১৬)। রফিকের বাড়ি বর্ধমানের খাগড়াগড়ে ও আদুরির বাড়ি ভাতারের ভোলা গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলে হাটু দেওয়ানের একটি বিয়ে বাড়ি থেকে বাইকে চড়ে ভাতারের ভোলা গ্রামে ফিরছিলেন তাঁরা। তখনই বর্ধমান -সিউড়ি রোডের আলমপুরে কাছে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে বাইকটির। ঘটনাস্থলেই মারা যান শেখ রফিক। আদুরি খাতুনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও সোমবার সকালে সেখানেই মারা যান তিনি।
|
রাস্তা সারানোর দাবিতে অবরোধ |
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় তৈরি হওয়া রাস্তা বেহাল হয়ে পড়ে রয়েছে বেশ কয়েক মাস ধরে। গৌরডাঙা থেকে আমুল গ্রাম পর্যন্ত এই রাস্তা সংস্কারের দাবিতে কাটোয়ার চাঁদপুর মোড়ে সোমবার সকাল থেকে ঘণ্টা চারেক পথ অবরোধ করল কংগ্রেস। এর ফলে বেশ কিছু যানবাহন আটকে পড়ে। পরে পুলিশ ও প্রশাসন সংশ্লিষ্ট দফতরের সঙ্গে কথা বলে রাস্তা সারানোর প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেওয়া হয়। |