চুরির চেষ্টায় ধৃত ৪ বার্নপুরে |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
বার্নপুরের ইস্কো স্টিল প্ল্যান্ট কারখানায় চুরি করতে ঢুকে ধরা পড়েছে চার দুষ্কৃতী। সোমবার রাতে কারখানার নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফের দুর্নীতি দমন শাখার কর্মীরা তাদের ধরে। পরে ওই দুষ্কৃতীদের হিরাপুর পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সিআইএসএফের এক ইনস্পেক্টর বিএস সর্গ জানিয়েছেন, সোমবার ভোর রাতে ওই চার দুষ্কৃতী দেওয়াল টপকে কারখানায় ঢোকে। স্টীল মেল্টিং সপে গিয়ে তারা ছাদ লোহা জড়ো করে পাচার করার চেষ্টা করছিল। তখনই এদের ধরা হয়। এদের কাছ থেকে ২০০ কেজি লোহা বাজেয়াপ্ত করেছে সিআইএসএফ।
|
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
সরকারি জমি দখলকারীদের উচ্ছেদের নোটিশ দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল আসানসোলে। সোমবার পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডে কংগ্রেস সেবা দলের নেতৃত্বে এলাকার বেশ কিছু বাসিন্দা মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়ের কাছে বিক্ষোভ দেখান ও স্মারকলিপি জমা দেন। তাঁদের দাবি, ৩০ বছর ধরে এই এলাকায় বসবাস করছেন। পুর্নবাসন না দিয়ে তাঁদের উচ্ছেদ করা যাবে না। তবে আসানসোলের মেয়র তথা এডিডি-র চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় জানান, ওই ওয়ার্ডে বেশ কিছু সরকারি খাস জমি একটি স্কুল নির্মাণের জন্য সংরক্ষণ করা হয়েছে। সেই জমি যাঁরা দখল করছেন একমাত্র তাঁদেরই উচ্ছেদ করা হবে। এর বাইরে অন্য কোনও বাসিন্দাকে উচ্ছেদ করা হবে না।
|
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
সাহিত্য প্রেমী লেখক কবি সমাবেশের উদ্যোগে সত্যেন্দ্রনাথ বসু ও ইশ্বর কণা শীর্ষক একটি আলোচনা চক্র আয়োজিত হল আসানসোলে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন অধ্যাপক জ্যোতির্ময় লাহিড়ি, শিক্ষক দীপঙ্কর মজুমদার, মধুমিতা তরফদার প্রমুখ। সঞ্চালনা করেন বিশিষ্ট লেখক অমল বন্দ্যোপাধ্যায়।
|
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
১০টি বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের কৃতী ১৭২ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানানো হল রবিবার। জামুড়িয়া পুরসভার উদ্যোগে এই অনুষ্ঠানে পাঁচজন গুনীজনকেও সংবর্ধনা দেওয়া হয়। ছিলেন পুরপ্রধান ভাস্কর বন্দ্যোপাধ্যায়, উপ-পুরপ্রধান মানিক মন্ডল, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক স্বরাজ দত্ত প্রমুখ।
|
আসানসোল
ফুটবল প্রতিযোগিতা। আসানসোল স্টেডিয়াম। বিকাল ৪টা। উদ্যোগ: প্রগতি। |