ক্লাস্টার চ্যাম্পিয়ন কালনার স্কুল
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
সুব্রত কাপ স্কুল ফুটবলে অনূর্ধ্ব ১৪ ক্লাস্টার চ্যাম্পিয়ন হল কালনার কৃষ্ণদেবপুর হাইস্কুল। নদিয়ার বেথুয়াডহরিতে এই খেলায় বর্ধমান চ্যাম্পিয়ন এই স্কুল ৯-০ গোলে বীরভূম চ্যাম্পিয়ন ও ৪-১ গোলে হুগলি চ্যাম্পিয়ন স্কুলকে হারায়। প্রথম ম্যাচে ৪ ও পরের ম্যাচে ২টি গোল করে সর্বাধিক গোলের রেকর্ড কৃষ্ণদেবপুরের অভিজিৎ ঘরামির। ১৬ জুলাই থেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে গত বারের রানার্স ও জয়ী স্কুল এবং ছ’টি জোনের ছ’টি চ্যাম্পিয়ন দল নিয়ে শুরু হবে প্রতিযোগিতা। সুব্রত কাপ ফুটবলের অনুর্ধ্ব ১৪ ও ১৭ বর্ধমান ক্লাষ্টার পর্বের খেলাও শুরু হয়েছে স্থানীয় স্পন্দন মাঠে। অনুর্ধ্ব ১৪ স্তরে নদিয়ার রানাঘাট হাইস্কুল হারিয়েছে উত্তর ২৪ পরগনার বন্দিপুর আইডিয়াল অ্যাকাডেমিকে। দু’টি গোল করেছে সুমন দত্ত। অনুর্ধ্ব ১৭ পর্বে উত্তর ২৪ পরগনার কল্যাণগড় উচ্চ বিদ্যালয় হারিয়েছে নদীয়ার দঁংনা হাইস্কুলকে। বিজয়ী দলের হয়ে গোল করেন মহম্মদ হাবিব ও সৌমেন মজুমদার।
|
জয়ী কৃষক সঙ্ঘ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
মেমারি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে ফুটবল প্রতিযোগিতা জিতল সাঁরো কৃষক সঙ্ঘ। ফাইনালে কালীমাতা সঙ্ঘকে ২-০ গোলে হারায় তাঁরা। ১৬টি দল নিয়ে প্রতিযোগিতা হয়।
|
হারল জোহাল
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
প্রগতি আয়োজিত বিবেকানন্দ গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতায় সোমবারের খেলায় বিজয়ী হল পূর্ব রেল আসানসোল ডিভিশনাল স্পোর্টস অ্যাসোসিয়েশন। আসানসোল স্টেডিয়ামের এই খেলায় তারা জোহাল গ্রুপকে ১-০ গোলে হারিয়ে দেয়। |