পাইপ আত্মসাতে অভিযুক্ত কাউন্সিলর |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
স্কুলে ছাউনি তৈরির লোহার পাইপ আত্মসাতের অভিযোগ উঠেছে কুলটির এক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। কুলটি থানায় এ বিষয়ে একটি গণস্বাক্ষর সম্বলিত অভিযোগ জমা দিয়েছেন এলাকার বাসিন্দারা। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন ওই কাউন্সিলর মহম্মদ সেলিম আখতার। তাঁর দাবি, পাইপগুলি চুরি হয়ে গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে কুলটি পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের কেন্দুয়া রোডটি সংস্কার করে কুলটি পুরসভা। সেই সময়ে সেখানকার একটি পুরনো কালভার্ট ভেঙে নতুন করে গড়া হয়। চারটি বড় লোহার পাইপ দিয়ে বহু বছর আগে ওই পুরনো কালভার্টটি বানিয়ে দিয়েছিল তৎকালীন ইস্কো কারখানার কুলটি ইউনিট। নতুন করে কালভার্টটি বানানোর সময়ে এই পাইপগুলি বের করে নেওয়া হয়। যেহেতু পাইপগুলি কুলটি কারখানার সম্পত্তি, তাই রাস্তা সংস্কারের সময়ে বের করে নেওয়ার পরে সেগুলি কারখানা কর্তৃপক্ষ ফেরত নিতে আসেন। এলাকার বাসিন্দারা তখন অনুরোধ করেন, ২৫ নম্বর ওয়ার্ডের পাতিয়ানা এলাকার মিল্লাত ঊর্দু বালিকা বিদ্যালয়ের ছাউনি তৈরি করার জন্য পাইপগুলি দেওয়া হোক। বাসিন্দারা অভিযোগ করেন, ওই ওয়ার্ডের কাউন্সিলর মহম্মদ সেলিম আখতারকে ইস্কো কর্তৃপক্ষ লিখিত ভাবে চারটি পাইপ হস্তান্তর করেন। কিন্তু ছাউনি তৈরির কাজের জন্য পাইপগুলি ব্যবহার করা হয়নি। স্থানীয় বাসিন্দা সৈয়দ তনবির ইমাম বলেন, “আমরা জানতে পেরেছি, ওই কাউন্সিলর পাইপগুলি আত্মসাৎ করেছেন। পাইপগুলি না মেলায় স্কুলের ছাউনিও বানানো যাচ্ছে না।” বাসিন্দাদের আরও অভিযোগ, পাইপগুলির হদিস জানতে চাওয়া হলে ওই কাউন্সিলর কোনও কথা বলতে চাননি। এর পরেই রবিবার রাতে ২৫ নম্বর ওয়ার্ডের শতাধিক বাসিন্দা গণস্বাক্ষর সম্বলিত একটি অভিযোগপত্র কুলটি থানায় জমা দেন। তাঁদের দাবি, পাইপগুলি উদ্ধার করে ছাউনি গড়ার কাজে ব্যবহার করা হোক।
এ বিষয়ে জানতে চাওয়া হলে ওই কাউন্সিলর মহম্মদ সেলিম আখতার স্বীকার করেন, স্কুলের ছাউনি তৈরির জন্য তিনি লিখিত ভাবে ইস্কো কর্তৃপক্ষের কাছ থেকে পাইপগুলি নিজের জিম্মায় নিয়েছিলেন। তাঁর বক্তব্য, “এক রাতে সেগুলি চুরি হয়ে গিয়েছে।” কাউন্সিলরের দাবি, তাঁর বদনাম রটানোর জন্যই এলাকার কিছু বাসিন্দা তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ জমা দিয়েছেন। কিন্তু পাইপগুলি কোথায় রাখা ছিল এবং চুরি যাওয়ার পরে তিনি থানায় কোনও অভিযোগ কেন জানাননি, এ প্রশ্নের উত্তরে কাউন্সিলর জানান, পাইপগুলি তাঁর বাড়ির কাছে একটি ফাঁকা জায়গায় রেখেছিলেন। পাইপগুলি খোয়া যাওয়ার পরে সেগুলি উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু হদিস পাননি। বিষয়টি নিয়ে কুলটি থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন তিনি। |