ডিজাইনের হরেক শাখা, অনেক কেরিয়ার
যারা সৃষ্টিশীল কাজের মধ্য দিয়ে কেরিয়ার গড়তে চায়, তারা আর্ট অ্যান্ড ডিজাইন নিয়ে পড়ার কথা ভাবতে পারে। ফ্যাশন থেকে শুরু করে বিভিন্ন নির্মাণকাজ সংশ্লিষ্ট ক্ষেত্রে এখন ‘ডিজাইন’-এর প্রয়োগ হচ্ছে। ডিজাইন সংক্রান্ত যে সব বিষয় নিয়ে পড়াশোনা করা যায়, সেগুলি হল অ্যাপ্লায়েড আর্টস অ্যান্ড ডিজাইন, এনভায়রনমেন্টাল ডিজাইন, আর্কিটেকচার, গ্রাফিক ডিজাইন, ফ্যাশন, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, ইন্টিরিয়র ডিজাইন, গার্ডেন অ্যান্ড ল্যান্ডস্কেপ ডিজাইন, আরবান ডিজাইন, পারফরম্যান্স ডিজাইন, ফার্নিচার ডিজাইন, জুয়েলারি ডিজাইন, প্রোডাক্ট ডিজাইন, প্যাকিং ডিজাইন, ট্রান্সপোর্টেশন ডিজাইন, থিয়েটার ডিজাইন, সাউন্ড ডিজাইন, ভিস্যুয়াল এফেক্টস ইত্যাদি।
ব্যবহারকারীর চাহিদাকে মাথায় রেখে তার উপযোগী নতুন ধরনের ডিজাইন তৈরি করাই হল প্রোডাক্ট ডিজাইন। এনভায়রনমেন্টাল ডিজাইন হল এমন একটি সামগ্রিক কোর্স, যার মাধ্যমে সমস্ত ধরনের ডিজাইনকে নিয়ে কাজ করার চেষ্টা করা হয়। ইন্ডাস্ট্রিয়াল, ট্রান্সপোর্টেশন, গ্রাফিক, টু এবং থ্রি-ডি আর্ট অ্যান্ড ডিজাইনও এর আওতায় পড়ে। অ্যাপ্লায়েড আর্টস অ্যান্ড ডিজাইনের অন্তর্গত বিষয়গুলি হল সেরামিক গ্লাস আর্ট, পেন্টিং, ফোটোগ্রাফি, স্কাল্পচার, প্রিন্ট মেকিং, ইলেকট্রনিক ইন্টিগ্রেটেড আর্টস ইত্যাদি। এগুলি শিখে আর্ট ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া যেতে পারে, আর্টের শিক্ষক বা আর্ট থেরাপিস্ট হওয়া যায়। টেক্সটাইল ডিজাইন নিয়ে পড়াশোনা করে গারমেন্ট ইন্ডাস্ট্রিতে ফ্যাশন ডিজাইনার, ডিজাইন ম্যানেজারের কাজ পাওয়া যেতে পারে। পারফরম্যান্স ডিজাইন নিয়ে পড়াশোনা করে ডিজাইনার, টেকনিশিয়ান এডুকেটর, ফেসিলিটেট র-এর কাজ পাওয়া যায়। এ ছাড়া, থিয়েটার এবং টেলিভিশন ডিজাইন, শিক্ষকতা, নতুন প্রফেশনাল আর্ট গ্রুপ তৈরি করা যেতে পারে। গ্রাফিক ও কমিউনিকেশন ডিজাইন শিখে ছোট ও বড় মাপের ডিজাইন এজেন্সি, অ্যাড এজেন্সি এবং অন্যান্য বাণিজ্যিক সংস্থায় কাজ পাওয়া যায়। সব ক্ষেত্রেই ব্যবসা শুরু করা যেতে পারে।
আর্ট অ্যান্ড ডিজাইনের অন্যান্য বিষয়গুলির মধ্যে রয়েছে কোরিয়োগ্রাফি, কনটেম্পোরারি ক্রাফটস ও মিউজিক, ক্রিয়েটিভ অ্যাডভার্টাইজিং, কিউরেটোরিয়াল প্র্যাকটিস, ইলাস্ট্রেশন, প্রফেশনাল রাইটিং, জার্নালিজম, টেলিভিশন ও ফিল্ম প্রোডাকশন, ইন্টার্যাক্টিভ ডিজাইন অ্যান্ড গেম ডেভেলপমেন্ট ইত্যাদি।
অ্যাডভার্টাইজিং ডিজাইন নিয়ে পড়াশোনা করলে অ্যাডভার্টাইজিং কপিরাইটার, অ্যাডভার্টাইজিং প্রোডিউসার, আর্ট ডিরেক্টর, ক্যাম্পেন স্ট্র্যাটেজিস্ট, গ্রাফিক ডিজাইনার, মার্কেটিং ম্যানেজার, ওয়েব ডিজাইনার হওয়া যেতে পারে। নিজেদের অ্যাড এজেন্সিরও খোলার সুযোগ আছে। বিদেশের কয়েকটি উল্লেখযোগ্য আর্ট অ্যান্ড ডিজাইন ইনস্টিটিউট হল ফ্রান্সের ইকোল ন্যাশনাল সুপিরিয়র দে বোজ আর্টস (www.ensba.fr), ব্রিটেনের রয়্যাল অ্যাকাডেমি অব আর্টস (www.royalacademy.org.uk), রয়্যাল কলেজ অব আর্ট (www.rca.ac.uk), গ্লাসগো স্কুল অব আর্ট (www.gsa.ac.uk), আমেরিকার নিউ ইয়র্ক ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব ফাইন আর্টস (www.nyu.edu/gsas/dept/fineart), সিঙ্গাপুরের র্যাফালস ডিজাইন ইনস্টিটিউট।
• ফ্যাশন থেকে শুরু করে বিভিন্ন নির্মাণকাজ সংশ্লিষ্ট ক্ষেত্রে এখন ‘ডিজাইন’-এর প্রয়োগ হচ্ছে।
• ইন্ডাস্ট্রিয়াল, ট্রান্সপোর্টেশন, গ্রাফিক, টু এবং থ্রি-ডি আর্ট অ্যান্ড ডিজাইন এনভায়রনমেন্টাল ডিজাইন-এর মধ্যে পড়ে।
• পারফরম্যান্স ডিজাইন নিয়ে পড়ে ডিজাইনার, টেকনিশিয়ান এডুকেটর, ফেসিলিটেটর-এর কাজ পাওয়া যায়।
উচ্চ মাধ্যমিকের পর টোয়েফল পরীক্ষা দিতে চাই। কোন সময়ে পরীক্ষা হয় এবং কোথায় দরখাস্ত করতে হয়?


একশো ত্রিশটি দেশের প্রায় আট হাজারেরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান বিদেশি ছাত্রদের ভর্তির ক্ষেত্রে টোয়েফল স্কোর গ্রহণ করে। দু’ভাবে টোয়েফল পরীক্ষা নেওয়া হয়। একটি হল ইন্টারনেট বেসড টেস্ট আর অন্যটি পেপার বেসড। ভারতে ইন্টারনেট বেসড টেস্টই (আইবিটি) চালু রয়েছে। কলকাতায় আইবিটি টেস্ট শুরু হচ্ছে ১৪ জুলাই থেকে। চলবে ২৮ অক্টোবর পর্যন্ত। প্রার্থী যে শহরে পরীক্ষা দেবে, সেই জায়গা অনুযায়ী খরচ পড়বে ১৬০-২৫০ মার্কিন ডলারের মধ্যে। পরীক্ষার রেজিস্ট্রেশন অনলাইন প্রক্রিয়ায়, মেল, ফোন কিংবা হাতে হাতেও করা যেতে পারে। যোগাযোগ: কাস্টমার সাপোর্ট সেন্টার, ফোন: ০০০-৮০০-১০০-৩৭৮০ ই-মেল: TOEFLSupport4India@ets.org। এ ছাড়াও দেখতে পারো http://www.ets.org/toefl/ ওয়েবসাইটটি।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.