|
|
|
|
|
|
|
চিত্রকলা ও ভাস্কর্য ২... |
|
যেন দক্ষ শিল্পীর তুলির টান |
মৃণাল ঘোষ |
সম্প্রতি গগনেন্দ্র প্রদর্শশালায় ঝুমা দত্তের তোলা আলোকচিত্রের প্রদর্শনী অনুষ্ঠিত হল। জীবনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে অনেক মহিলা তাঁদের অস্তিত্ব হারিয়ে ফেলেন সংসারের চাপে, সেই সময়ে ফটোগ্রাফির প্রতি তীব্র আকর্ষণে ঝুমা দত্তর জীবনের নতুন দিগন্ত উন্মুক্ত হল। অসাধারণ কিছু নৈসর্গিক দৃশ্য যা দেখলে দর্শকের মনে হবে যে তাঁরা যেন সেই মুহূর্তে ছবিটির দোরগোড়ায় পৌঁছে গেছেন। আবার কিছু ছবি দেখে মনে হবে যেন কোনও দক্ষ শিল্পীর তুলির টান। প্রত্যেকটি ছবির মধ্যে দিয়ে তিনি যেন গল্প বলেছেন। যেখানে চেনা জায়গাগুলো নতুন রূপে ধরা দেয়, ঝুমা দত্তর সাফল্য সেখানেই। |
|
|
প্রদর্শনী চলছে
অ্যাকাডেমি: তারক দাস ১০ জুলাই পর্যন্ত।
‘মঞ্জুশ্রী আর্ট স্কুল’-এর বার্ষিক প্রদর্শনী ১০ জুলাই পর্যন্ত।
রুমা সামন্ত, সৌমেন দাস প্রমুখ ১৭ জুলাই পর্যন্ত।
গ্যালারি গোল্ড: চিন্ময় চক্রবর্তী, প্রদীপ চৌধুরী, প্রদীপ মজুমদার ১০ জুলাই পর্যম্ত। |
|
|
|
|
|