আজকের শিরোনাম
সুপ্রিম কোর্টে স্বস্তি মায়াবতীর
আজ সুপ্রিম কোর্টের রায় স্বস্তির হাসি হাসলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী। ২০০৩ সালে শুরু হওয়া তাজ করিডোর মামলায় তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তদন্ত শুরু করেছিল সিবিআই। এর পর মায়াবতীর বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলাও শুরু করে সিবিআই। এই মামলার নির্দেশ সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়নি বলে দাবি জানান মায়াবতির আইনজীবীরা। দীর্ঘ ৮-৯ বছর ধরে চলা এই মামলা থেকে আজ মায়াবতীকে অব্যাহতি দিল দেশের সর্বোচ্চ আদালত। মামলার রায়ে জানানো হয় যে নির্দেশ বুঝতে ভুল করেছে সিবিআই। অন্যদিকে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলায়ও মায়াবতীর সমস্ত সম্পত্তিকে বৈধ ঘোষণা করে আজ তাকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট।
আদালতের রায় ঘোষণার পর সাংবাদিক বৈঠক করে পার্টি সদস্যদের ধন্যবাদ জানানোর পাশাপাশি সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেন মায়াবতী।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের পার্ট ওয়ানের ফলপ্রকাশ
কলকাতা বিশ্ববিদ্যালয়ের পার্ট ওয়ানের ফলপ্রকাশ হল আজ। বিএ-তে ফার্স্টক্লাস পেয়েছে ৮৮ জন, বিকম-এ ২৪৩০ এবং বিএসসিতে ১৯২০ জন। রিভিউয়ের সঙ্গে এবার খাতা দেখার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন উপাচার্য। অনার্সে এবার পাশের হার কমলেও ফার্স্টক্লাসের সংখ্যা আগের থেকে অনেক বেশী।

পিঙ্কি মামলা: হলফনামা পেশের নির্দেশ হাইকোর্টের
মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে পিঙ্কি প্রামাণিকের—এই নিয়ে জনস্বার্থ মামলার শুনানি হল আজ। লিঙ্গ পরীক্ষার নামে পিঙ্কিকে হেনস্থা করা হচ্ছে বলে মানবাধিকার কমিশনের কাছে অভিযোগ দায়ের করে একটি মানবাধিকার সংগঠন। পিঙ্কির অশালীন ছবি ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে পড়াকে সাইবার ক্রাইম আখ্যা দিয়ে জনস্বার্থ মামলা দায়ের করে সংগঠনটি। সেই মামলার শুনানিতে ২ সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তদন্তের গতিপ্রকৃতি নিয়ে কেস ডায়েরিও জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নেতা খুনে উত্তপ্ত সুটিয়া
গতকাল সুটিয়া গণধর্ষণ-কাণ্ডের অন্যতম সাক্ষী বরুণ বিশ্বাসকে হত্যার প্রতিবাদে আজ ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। ২০০৪ সাল থেকে গাইঘাটায় একের পর এক গণধর্ষণের ঘটনা ঘটায় দুষ্কৃতীদের শাস্তির দাবিতে ‘প্রতিবাদী মঞ্চ’ গড়ে তুলেছিলেন স্থানীয় বাসিন্দারা। সেই মঞ্চেরই প্রতিবাদী নেতা বরুণবাবুকে কাল রাতে গোবরডাঙা স্টেশনের কাছে পিছন থেকে গুলি করে কিছু দুষ্কৃতী। এই ঘটনার পর থেকেই অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা এলাকা। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ এনে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। ফলে নাকাল হন নিত্যযাত্রীরা। ঘটনাস্থলে পুলিশ আসলে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ এবং এখনও পর্যন্ত একজন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

হলদিয়ায় ধৃত সিপিএম নেতা
হলদিয়ায় লক্ষণ শেঠ ঘনিষ্ঠ সিপিএম নেতা প্রণব দাসকে আজ গ্রেফতার করল পুলিশ। পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য প্রণববাবু হলদিয়ায় বস্তি উচ্ছেদ সংঘর্ষ মামলায় অভিযুক্ত ছিলেন বলে জানা গিয়েছে। হলদিয়ায় রাণীচক থেকে সিটি সেন্টার পর্যন্ত এলাকায় বস্তি উচ্ছেদ চলাকালীন বস্তিবাসী মানুষকে বাধা দেওয়ার পাশাপাশি মারধরের ঘটনায়ও জড়িত ছিলেন তিনি। এই ঘটনার সঙ্গে জড়িত ১১ নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর সদানন্দ মাইতি আগেই গ্রেফতার হন। দীর্ঘদিন ধরেই প্রণববাবুর খোঁজ চালাচ্ছিল পুলিশ। আজ জেলা কমিটির বৈঠকে যোগ দিতে পার্টি অফিসে যাওয়ার পথে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের কিছুক্ষণ পরেই প্রণববাবুকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হয়।

কলকাতায় ধৃত আন্তর্জাতিক মাদক পাচারকারি
আন্তর্জাতিক মাদক পাচারচক্রের চাঁই ডোনাল্ড মেকল্যান্ডকে গ্রেফতার করল পুলিশ। আজ এন্টালির ডি সি দে রোড থেকে ১০০ গ্রাম মাদক-সহ ধরা পড়ে সে। এর আগে দুবাই জেলে প্রায় ১০ বছর বন্দি ছিল মেকল্যান্ড। মাদক কেনার টোপ দিয়ে আজ ডোনাল্ডকে গ্রেফতার করে এন্টালি থানার পুলিশ। ধৃতকে জেরা করে চলছে মাদক পাচারচক্রের খোঁজ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.