বৃহস্পতিবার খড়্গপুর শহরের ট্রাফিক রিক্রিয়েশন ময়দানে আয়োজিত হল আইএনটিটিইউসি পরিচালিত ‘খড়্গপুর গুডস-শেড লোডিং-আনলোডিং কন্ট্রাক্টর মজদুর ইউনিয়নে’র প্রথম সম্মেলন। উপস্থিত ছিলেন আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি দোলা সেন, রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী সুকুমার হাঁসদা, খড়্গপুর পুরসভার প্রধান জহর পাল, মেদিনীপুর পুরসভার প্রধান প্রণব বসু, আইএনটিটিইউসি-র পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি দীনেন রায়, ডেবরার বিধায়ক রাধাকান্ত মাইতি-সহ ৪০০ শ্রমিক প্রতিনিধি। সম্মেলনে স্বাগত ভাষণ দেন আয়োজক সংগঠনের সম্পাদক শেখ আবদুল কাদের গিলানি। দোলাদেবী জানান, কর্মীদের দাবিদাওয়ার বিষয়টি নিয়ে তিনি রেলমন্ত্রী মুকুল রায়ের সঙ্গে বৈঠকে বসবেন। পাশাপাশি সুকুমার হাঁসদা তৃণমূল শ্রমিক সংগঠনগুলিকে মজবুত করার আহ্বান জানান।
|
পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হল। বৃহস্পতিবার সকালে পশ্চিম মেদিনীপুরের শালবনি থানার রঞ্জার জঙ্গলের কাছে দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম সৌমেন সেন (২৯)। বাড়ি মেদিনীপুর শহরের পটনাবাজারে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও এক জন। তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখন চিকিৎসাধীন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে মোটর সাইকেলে বাঁকুড়ার সারেঙ্গা যাচ্ছিলেন সৌমেন। সঙ্গে ছিলেন প্রদ্যোৎ দাস। তিনি মোটর সাইকেলের পিছনের আসনে বসেছিলেন। গাড়ি চালাচ্ছিলেন সৌমেন। পিরাকাটা-গোয়ালতোড় রাস্তায় যাওয়ার সময়ে রঞ্জার জঙ্গলের কাছে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দু’জনকে মেদিনীপুরে মেডিক্যালে আনা হয়। সেখানে সৌমেনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। |