মনোনয়নপত্র এখনও তোলেনি মোর্চা-বিরোধীরা |
নিজস্ব সংবাদদাতা • দার্জিলিং ও শিলিগুড়ি |
৯ জুলাই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। কিন্তু ‘গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন’ (জিটিএ)-এর ভোটের মনোনয়নপত্র তোলার ব্যাপারে সিপিএম ছাড়া বুধবার পর্যন্ত এগোয়নি কোনও রাজনৈতিক দল। এমনকী, গোর্খা জনমুক্তি মোর্চাও। তবে মোর্চা এ দিন আরও দুই প্রার্থীর নাম ঘোষণা করেছে। পাহাড়ের অন্য রাজনৈতিক দলগুলি তা-ও করেনি।
এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত জিটিএ ভোটে সব আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে কি না, তা নিয়ে পাহাড়বাসীর মধ্যে জল্পনা শুরু হয়েছে। কারণ তাঁরা দেখেছেন, গত পুর-ভোটে পাহাড়ের বেশিরভাগ আসনে মোর্চা প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায়
জয়ী হয়েছিলেন।
সিপিএমের তরফে এ দিন জিটিএ-র ৪৫টি আসনের মধ্যে ২০টির জন্য মনোনয়নপত্র তোলা হয়। কার্শিয়াং ও কালিম্পং থেকে কয়েকজন নির্দলও মনোনয়নপত্র তোলেন। সিপিএমের দার্জিলিং জেলা কমিটির কার্যকরী সম্পাদক জীবেশ সরকার বলেন, “মনোনয়নপত্র তোলা শুরু হয়েছে। কোন কোন আসনে প্রার্থী দেওয়া হবে, সে ব্যাপারে আলোচনা চলছে।” তাঁর সংযোজন, “এখন সব নির্ভর করছে পুলিশ-প্রশাসনের উপরে। নিরাপত্তা জোরদার না হলে জিটিএ-ভোট কতটা অবাধ হবে তা নিয়ে সংশয় এবং আতঙ্ক কাটবে না।”
ঘটনা হল, জিটিএ ভোট ‘অবাধে’ হবে কি না, সেই প্রশ্নে ক্রমশ উদ্বেগ বাড়ছে মোর্চার বিরোধী দলগুলির। যতক্ষণ সুষ্ঠু ভাবে ভোট পরিচালনার স্বার্থে রাজ্য সরকারের তরফে ‘সদর্থক পদক্ষেপ’ করা না হচ্ছে, ততক্ষণ মোর্চা-বিরোধী অনেক দলই প্রার্থী ঘোষণা করতে চাইছে না বলে প্রশাসনের কাছে খবর পৌঁছেছে। বিষয়টি জেনে জিটিএ ভোট নির্বিঘ্নে মেটাতে প্রশাসনকে সব রকম ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় সঙ্গে সঙ্গেই রাজ্যের পক্ষ থেকে কেন্দ্রের কাছে ভোটের জন্য অন্তত ৪৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর আর্জি জানানো হয়েছে।
কিন্তু এ দিন পর্যন্ত গোর্খা লিগ, সিপিআরএম বা জিএনএলএফের কেউ একটিও মনোনয়নপত্র তোলেননি। উপরন্তু, এ দিন দার্জিলিং পাহাড়ের ‘গোর্খাল্যান্ড টাস্ক ফোর্স’-এর তরফে জানানো হয়, তারা জিটিএ ভোটে লড়বে না, কাউকে সমর্থনও করবে না। গোর্খা লিগ, সিপিআরএম এবং কংগ্রেসের নেতারা জানিয়েছেন, ভোটে লড়ার প্রশ্নে দলীয় ভাবে আলোচনা শেষ করে উঠতে না পারায় তাঁরা এখনও মনোনয়নপত্র তোলেননি। জিএনএলএফ সূত্রের খবর, তাদের দলের নেতাদের একটা বড় অংশ জিটিএ ভোটে লড়ার ব্যাপারে আগ্রহী নন। তাই তাঁরাও এখনও আলোচনার স্তরেই রয়েছেন।
মিরিকে এ দিন সভা করে কার্শিয়াং টাউন কেন্দ্রে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য অনিত থাপা এবং মিরিক-সৌরিনি কেন্দ্রে অরুণ সিংহকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন মোর্চা সভাপতি বিমল গুরুঙ্গ। আজ, বৃহস্পতিবার দার্জিলিংয়ের জিমখানা হলে বাকি ৪১ জন প্রার্থীর নাম ঘোষণা করার কথা গুরুঙ্গের। |