আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আশঙ্কা কাটছে না বনগাঁবাসীর। সোমবার রাতে বাগদার হেলেঞ্চা বাজারে কাছে সোনার দোকানে ডাকাতির পরদিনই দুপুরে রামনগর রোডের কাছে কেপমারির শিকার হলেন এক মোটরবাইকআরোহী। ওই ব্যক্তি ব্যাঙ্ক থেকে টাকা তুলে বাড়ি ফেরার সময় ছিনতাই হয়ে যায় তাঁর ট্যকার ব্যাগ। বনগাঁর চাঁদা গ্রামের বাসিন্দা রণজিৎ দাস এ ব্যাপারে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটমার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের কাছে অভিযোগে রণজিৎবাবু জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে ব্যাঙ্ক থেকে কে লক্ষ টাকা তুলে মোটরবাইকে করে তিনি ফিরছিলেন। রামনগর রোডের মুখে আসতেই তিনি যানজটে আটকে পড়েন। সেই সময় দু’জন অচেনা লোক এসে তাঁর মোটরবাইকের পাশে দাঁড়ায়। একজন তাঁর সঙ্গে কথা বলতে শুরু করে। কিন্তু কী ভাষায় তা তিনি বুঝতে পারছিলেন না। তাই তার দিকে মনোযোগ দিতেই অন্যজন সেই সুযোগে টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয়। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার করলেও দু’জনের কাউকেই ধরা যায়নি। রণজিৎবাবু জানান, ব্যাগে টাকা ছাড়াও চেকবই-সহ অন্যান্য কাগজপত্র ছিল।
|
বারাসতের রাজীব হত্যাকাণ্ডে ধৃতদের জন্য সরকারি কৌঁসুলি নিয়োগের নির্দেশ দিল বারাসত আদালত। বুধবার আদালতের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক দুই অভিযুক্তের জন্য সরকারি কৌঁসুলি নিয়োগের নির্দেশ দেন। আর এক অভিযুক্তের পক্ষে অবশ্য এ দিনই এক আইনজীবী দাঁড়িয়েছিলেন। আগামী ১৬ জুলাই ওই মামলার চার্জ গঠন হবে বলে জানিয়েছেন বিচারক। অভিযুক্ত পক্ষের হয়ে কোনও আইনজীবী মামলা লড়তে না চাওয়ায় তিন মাসে তিন-তিনবার রাজীব হত্যা মামলার চার্জ গঠন পিছিয়ে যায়। এ দিন ধৃত মনোজিৎ বিশ্বাস নিজের জন্য আইনজীবী নিয়োগ করতে পারলেও মিঠুন দাস ও বিশ্বনাথ চট্টোপাধ্যায় নামে অন্য দুই অভিযুক্ত নিজেদের পক্ষে কোনও আইনজীবী দাঁড় করাতে পারেনি। মামলায় সরকার পক্ষের বিশেষ কৌঁসুলি শান্তময় বসু এ দিন বলেন, “অভিযুক্তেরা আইনজীবী না দিতে পারায় মামলার চার্জ গঠনে দেরি হচ্ছিল। দুই অভিযুক্তের আবেদনের পরে এ দিন সরকারি কৌঁসুলি নিয়োগের নির্দেশ দেন বিচারক।”
|
গরু পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত সুব্রত বর্মনের বাড়ি হিঙ্গলগঞ্জের দুলদুলি গ্রামে। বিএসএফ তাঁর বিরুদ্ধে গরু পাচারে যুক্ত থাকা ও অনুপ্রবেশকারী আশ্রয় দেওয়ার অভিযোগ দায়ের করেছিল। মঙ্গলবার ধৃতকে বসিরহাট আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন। সুব্রতবাবুর দাবি, মিথ্যা অভিযোগে তাঁকে ফাঁসানো হয়েছে।
|
অটোচালকদের ‘পারমিট’ দেওয়ার দাবি-সহ কয়েক দফা দাবিতে বুধবার বসিরহাটের মহকুমাশাসকের কাছে স্মারকলিপি দিল আইএনটিইউসি পরিচালিত অটো ইউনিয়ন। আইএনটিইউসি-র জেলা সভাপতি মহম্মদ নিজামউদ্দিনের দাবি, “নতুন রুট খোলার সময় অটো ইউনিয়নগুলিকে জানাতে হবে। সম্প্রতি তৈরি নতুন রুট বাতিল করতে হবে।” এ দিন বোটঘাটের সভার জেরে ঘণ্টা দেড়েক ইটিণ্ডা রাস্তা প্রায় অবরুদ্ধ হয়ে পড়ে। যান চলাচল ব্যাহত হয়। সভায় উপস্থিত কংগ্রেস নেতারা একটি খুনের ঘটনায় সম্প্রতি বসিরহাট পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ আব্দুল কাদেরকে গ্রেফতার করার প্রতিবাদ জানান।
|
টাকা ছিনতাই করতে গিয়ে বাসিন্দাদের হাতে ধরা পড়ে গেল তিন দুষ্কৃতী। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে জীবনতলা থানার মল্লিকাটিতে। পুলিশ জানিয়েছে ধৃত তিনজনের নাম আলাউদ্দিন মোল্লা, আজিবর মোল্লা এবং বিট্টু রায়। তাদের বাড়ি জীবনতলা ও দমদম ক্যান্টনমেন্ট এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর মঙ্গলবার রাতে তিন দুষ্কৃতী ওই এলাকার সাধারণ মানুষের থেকে টাকা ছিনতাই করছিল। সেই সময় লোকজন ওই তিনজনকে হাতেনাতে ধরে ফেলেন। শুরু হয় মারধর। পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে খুচিতলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। পুলিশ জানিয়েছে ধৃতদের কাছ থেকে একটি পাইপগান উদ্ধার হয়েছে। বুধবার তাদের আলিপুর আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন।
|
মানসিক ভারসাম্যহীন এক কিশোরীকে ধর্ষণ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানায়, ধৃত সমীর ঘোষের বাড়ি বসিরহাট থানার ভ্যাবলা গ্রামে। মঙ্গলবার রাতে ধরা হয়। ১৯ মে ওই কিশোরীর বাড়িতে ঢুকে সে ধর্ষণ করে বলে অভিযোগ।
|
ঘরের দরজা ভেঙে এক ব্যক্তির দেহ মিলল। বুধবার, সোনারপুর থানার হরিনাভিতে। মৃতের নাম গৌতম প্রধান (৫২)। পুলিশ জানায়, একাই থাকতেন গৌতমবাবু। অনেক ডাকাডাকির পরেও তিনি দরজা না খোলায় স্থানীয়েরা পুলিশে খবর দেন। ঘরের দরজা ভেঙে ছাদের সিঁড়ির সামনে দেহটি মেলে। পুলিশের অনুমান, পড়ে গিয়ে মাথায় চোট পেয়ে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় গৌতমবাবুর। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে। |