পার্টি অফিসে ঢুকে দুই তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলেরই অন্য এক গোষ্ঠীর বিরুদ্ধে। মঙ্গলবার রাতে চাকদহের শিমুরালির ঘটনা। এই ঘটনায় আহত হয়েছেন আইএনটিটিইউসি-র চাঁদুড়িয়া-১ এর আহ্বায়ক প্রণব বন্দ্যোপাধ্যয়। তাঁকে কল্যাণীর জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অল্প জখম হয়েছেন তৃণমূলের জেলা এসসি-এসটি সেলের সম্পাদক বিদেশ বিশ্বাসও। তাঁদের অভিযোগ, এ দিন শিমুরালি স্টেশনের কাছে তৃণমূলের একটি অফিসে ছিলেন প্রণববাবু ও বিদেশবাবু। আচমকা কয়েক জন যুবক ভিতরে ঢুকে তাঁদের এলোপাথারি মারতে থাকে বলে অভিযোগ। চিৎকারে আশপাশের লোকজন চলে এলে অভিযুক্তেরা পালিয়ে যায়। তৃণমূলের চাঁদুড়িয়া-১ অঞ্চল সভাপতি তীব্রজ্যোতি দাসের বিরুদ্ধে অভিযোগ করে প্রণববাবু বলেন, “দীর্ঘদিন ধরে চাঁদুড়িয়ার তীব্রজ্যোতিবাবু দুর্নীতি করছেন। তার প্রতিবাদ করায় আজ তাঁর দলবল এসে আমাদের মারধর করেছে।” বিদেশবাবুর আরও অভিযোগ, “দলের নাম সামনে রেখে তীব্রজ্যোতি দাসের নেতৃত্বে পুকুর বোজানো হচ্ছে, বিভিন্ন দুর্নীতি চলছে। তার প্রতিবাদ করায় আমাদের মারধর করা হচ্ছে।’’
যদিও অভিযোগ অস্বীকার করে তীব্রজ্যোতিবাবু বলেন, “আমি কোনওভাবেই এর সঙ্গে যুক্ত নই। ওরা এলাকারই একটি ছেলেকে দিন কয়েক আগে মারধর করেছিল। তারাই ওদের মেরেছে। এটা রাজনৈতিক ঘটনা নয়।” পুলিশ জানিয়েছে, মারধরের অভিযোগ হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। |