ঠাকুমাকে খুনের অভিযোগ উঠেছে গোলাম মর্তুজা নামে এক যুবকের বিরুদ্ধে। মৃতের নাম সবরা বেওয়া (৭০)। বাড়ি বহরমপুরের শাহাজাদপুরে। পারিবারিক বিবাদের জেরে বুধবার সকালে গোলাম হাঁসুয়া নিয়ে সরবার বাড়িতে চড়াও হয়। হাঁসুয়া দিয়ে প্রকাশ্যেই তাঁর গলার নলি কেটে খুন করে বলে অভিযোগ। ঘটনাস্থলেই মারা যান বৃদ্ধা। পুলিশ এসে দেহ উদ্ধার করে। মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “অভিযুক্ত পলাতক। ছেলেটি মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিক তদন্তে জেনেছে পুলিশ। তদন্ত চলছে।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধা একাই থাকতেন। পাশেই থাকে তাঁর একমাত্র ছেলে আখের আলির পরিবার। এদিনও সকালে বাড়িতে সবরার সঙ্গে গোলামের মা সুন্দরি বিবির গণ্ডগোল হয়। সে কথা জানতে পেরে গোলাম হাঁসুয়া নিয়ে চড়াও হয় ঠাকুমার উপরে। ওই বৃদ্ধার ছেলে আখের আলি রাজমিস্ত্রির কাজে মুম্বইয়ে আছেন।
|
দুর্নীতির অভিযোগে বিক্ষোভ |
একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগে পঞ্চায়েত প্রতিনিধিদের ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের কুমারচক গ্রামের ঘটনা। শ্রমিকদের কম মজুরি ও কাজ না করা সত্ত্বেও কয়েক জন মজুরি পাচ্ছে বলে তাঁদের অভিযোগ। গ্রামবাসীদের সঙ্গে আলোচনায় বসেন পঞ্চায়েত সদস্য প্রভাত ঘড়া। পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান হাবিবুর রহমান বলেন, “মাটি কাটার পরিমাপ করেই মজুরি দেওয়া হয়েছে। পরে বিষয়টি বুঝতে পেরে বিক্ষোভ তুলে নেন গ্রামবাসীরা।”
|
বাসের ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছেন দু’জন। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে চাপড়ার শ্রীনগরে কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। |