|
|
|
|
নো-এন্ট্রির তোয়াক্কা নেই, দুর্ঘটনার আশঙ্কা ঝাড়গ্রামে |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও ‘নো-এন্ট্রি’ রাস্তায় প্রতিদিনই বিপজ্জনক ভাবে যথেচ্ছ মোটরবাইক যাতায়াত করছে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ‘ব্যবস্থা’ নিতে দিন দু’য়েক আচমকা পথে নেমেছিল পুলিশ। কিন্তু নিয়ম ভাঙাতেই যাঁদের আনন্দ, ঝাড়গ্রাম শহরের সেই নাগরিকদের ঠেকাবে কোন আইন!
ঝাড়গ্রাম শহরের যানজট ঠেকাতে রেল-ক্রশিং সংলগ্ন মেন রোডে রেল ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে ‘দীর্ঘ প্রতীক্ষিত’ উড়ালপুল তৈরির কাজ চলেছে। ফলে মেন রোডের পণ্যবীথি মোড় থেকে মেন-রেল ক্রশিং হয়ে সাবিত্রী সিনেমা মোড় পর্যন্ত সাড়ে পাঁচশো মিটার অংশে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। মেন রোডের রেল গেটটি সেই কারণে এখন সব সময়েই বন্ধ থাকে। যানবাহন চলাচলের জন্য ঘুরপথের বিকল্প রাস্তা নির্দিষ্ট করেছে মহকুমা-প্রশাসন।
কিন্তু, সাইকেল ও মোটরবাইক আরোহীদের একাংশ বিপজ্জনক ভাবেই ‘নো-এন্ট্রি’ রাস্তাটির ধারের ফুটপাথ ও ঢাকনা দেওয়া হাইড্রেনের উপর দিয়ে যাতায়াত করছেন। ঘুরপথ এড়াতে ঝুঁকি নিয়েই ওই নো-এন্ট্রি পথে বন্ধ থাকা মেন-রেলগেটটির তলা দিয়ে গলে বাছুরডোবা মোড়ের দিকে যাতায়াত করছেন মোটরবাইক আরোহীদের একাংশ। অন্য দিকে, সাবিত্রী মোড় ও বাছুরডোবা মোড়ের দিক থেকেও বিপজ্জনক পথে মোটরবাইক আরোহীরা রেলগেট পেরিয়ে জুবিলি বাজারের দিকে আসছেন। |
|
নিজস্ব চিত্র। |
জুবিলি বাজার সংলগ্ন মেন রোডের ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, মোটরবাইক আরোহীরা প্রশাসনের নির্দিষ্ট করা বিকল্প রাস্তা ব্যবহার না-করে, মেন রোডে নির্মীয়মাণ উড়ালপুলের ধার বরাবর নিয়ম-বিরুদ্ধ ভাবে যাতায়াত করায় যে কোনও সময়ে হাইড্রেনের ঢাকনা ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ ছাড়া ব্যস্ত সময়ে অসংখ্য বাইকের জটে ওই এলাকার দোকানগুলির ব্যবসাও মার খাচ্ছে। নাজেহাল হচ্ছেন ক্রেতারা। সেই কারণে, ‘নো-এন্ট্রি’ রাস্তায় মোটরবাইক ঢোকা বন্ধ করার দাবি জানিয়ে প্রশাসনিক মহলে স্মারকলিপিও দিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
ঝাড়গ্রামের পুরপ্রধান প্রদীপ সরকারের বক্তব্য, “বিকল্প রাস্তা নির্দিষ্ট করা সত্ত্বেও নাগরিকদের একাংশ তা মানছেন না। নাগরিকেরা যদি সচেতন হন, তবেই আইন করে নিয়ম-ভাঙা রোখা সম্ভব। এ ব্যাপারে পুলিশকে আরও কঠোর হতে হবে।” ট্র্যাফিক-নিয়ম ভাঙলে অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন মহকুমাশাসক বাসব বন্দ্যোপাধ্যায়। প্রশাসন সূত্রের খবর, সম্প্রতি মহকুমাশাসকের পৌরোহিত্যে এক প্রশাসনিক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আইন ভঙ্গকারীদের ধরতে পুলিশ-প্রশাসনের একটি দল নিয়মিত অভিযান চালাবে। |
|
|
|
|
|