ড্রামসিডারের সাহায্যে ধান চাষ শুরু কালনায় |
নতুন প্রযুক্তিতে ধান চাষ শুরু হল কালনায়। চলতি বছরে কালনার প্রায় ৫০ হেক্টর জমিতে ড্রামসিডার যন্ত্রের সাহায্যে ধান চাষ করা হচ্ছে। মহকুমা কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, এই ধরনের যন্ত্র ব্যবহারের জন্য মাঠের এক জায়গায় আলাদাভাবে বীজের অঙ্কুর তৈরি করতে হয়। পরে তা ড্রামসিডারে পুরে জমিতে একটা নিদির্ষ্ট ব্যবধানে পোঁতা হয়। কৃষি বিশেষজ্ঞদের দাবি, এই পদ্ধতিতে চাষ করলে ফলন বাড়ে। মঙ্গলবার মন্তেশ্বরের পিপলন পঞ্চায়েতের করন্দা গ্রামে অমর সামন্ত নামে এক চাষি ড্রামসিডার দিয়ে আট বিঘা জমিতে বীজ লাগিয়েছেন। তাঁর দাবি, এই যন্ত্র দিয়ে কাজ করলে শ্রমিক কম লাগে। কাজও সহজে হয়। নতুন প্রযুক্তিতে চাষে সাহায্য করতে এ দিন মাঠে হাজির ছিলেন মন্তেশ্বরের ব্লক কৃষি আধিকারিক রঙ্গন বন্দ্যোপাধ্যায়, কৃষি বিশেষজ্ঞ মানস মুখোপাধ্যায়, পঞ্চায়েত সমিতির সভাপতি চাঁদু দাস। মহকুমা কৃষি আধিকারিক স্বপনকুমার মারিক বলেন, “বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ যে লাভজনক তা বোঝাতেই ড্রামসিডার যন্ত্রের ব্যবহার বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। ব্লক কৃষি আধিকারিকেরা সব জায়গাতেই চাষিদের এ ব্যাপারে সাহায্য করছেন।”
|
প্রশিক্ষককে বাঁচানোয় প্রহৃত স্কুলছাত্র, নালিশ |
ফুটবল প্রশিক্ষককে মারের হাত থেকে বাঁচাতে যাওয়া বর্ধমান মিউনিসিপ্যাল স্কুলের কোচিং ক্যাম্পের এক ছাত্রকে পেটাল অভিযুক্তেরা। মঙ্গলবার রাত সাড়ে ৮টা নাগাদ নেড়োদিঘি থেকে টিউশন পড়ে ফেরার পথে দশম শ্রেণির ছাত্র, দেওয়ানদিঘির বাসিন্দা সৌম্য ভকতের উপরে হামলা হয় বলে অভিযোগ। বুধবার সকালে স্কুলে গিয়ে সে প্রধান শিক্ষক শম্ভুনাথ চক্রবর্তীর কাছে ঘটনার কথা জানালে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। গত ২৫ জুন স্কুলের এক ছাত্র ও তার বাবা কোচিং ক্যাম্পের প্রশিক্ষক মৃণাল চৌধুরীকে মারধর করে বলে অভিযোগ। এ বারের হামলাতেও তারাই জড়িত বলে সৌম্য ও প্রধান শিক্ষক অভিযোগ করেছেন। সৌম্যর দাবি, ‘‘আমায় পেটাতে-পেটাতে ওরা বলছিল, মৃণালকে বাঁচাতে গিয়েছিলি। এ বার তোকে কে বাঁচাবে?” বর্ধমান থানা জানিয়েছে, ঘটনায় জড়িতদের খোঁজা হচ্ছে।
|
দাম নিয়ন্ত্রণের প্রতিবাদে চাষিরা |
সব্জির বাজারে দ্রব্য-মূল্য নিয়ন্ত্রণের জন্য বাজার পরিদর্শনে নেমেছেন সরকারি প্রতিনিধিরা। মহকুমাপ্রশাসনের কাছে তাঁদের দাবি, এই অভিযানের ফলে বেশির ভাগ সব্জির দামই এখন নামতে শুরু করেছে। এই পরিস্থিতিতে বুধবার কালনার নান্দাই পঞ্চায়েতে বিক্ষোভ দেখান বেশ কিছু সব্জি চাষি। তাঁদের বক্তব্য, ফলনের জন্য বেশি দামে উচ্চ মানের রাসায়নিক সার কিনতে বাধ্য হয়েছেন তাঁরা। এ ছাড়াও চলতি বছরে শ্রমিকদের মজুরি-সহ চাষের আনুষঙ্গিক খরচও বেড়েছে অনেক। এই পরিস্থিতিতে সব্জির দাম কমতে শুরু করলে লোকসানের মুখে পড়বেন তাঁরা। তাঁদের দাবি, বর্তমানে ফড়েরাও সব্জি কিনতে চাইছেন না। ফলে অনেকেই এ দিন সব্জি বিক্রি করতে পারেননি। পঞ্চায়েত প্রধান ঈদের আলি মোল্লা বলেন, “চাষিদের ক্ষোভের কথা মহকুমাশাসককে জানানো হবে।”
|
কৃষি বিপণন দফতরের উদ্যোগে পাট তন্তুর গুণমান বাড়ানো নিয়ে একটি আলোচনা সভা আয়োজিত হল। বুধবার পূর্বস্থলীর নিমতলা মডেল ফার্মের ওই অনুষ্ঠানে চাষিদের বৈজ্ঞানিক প্রযুক্তিতে চাষ করতে উৎসাহ দেওয়া হয়। এছাড়াও বিশেষজ্ঞরা পাট খেতে কীভাবে রোগ বা পোকা দমন করতে হবে তা নিয়েও পরামর্শ দেন। অনুষ্ঠানে হাজির ছিলেন কৃষি বিপণন দফতরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্রিয়দশির্নী সেন, বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ের বিশেষজ্ঞ অমিতাভ কোণার, ব্লক কৃষি আধিকারিক পার্থ ঘোষ-সহ শ’দেড়েক কৃষক।
|
মহকুমা খাদ্য নিয়ামক আধিকারিকের দফতরে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি জমা দেওয়া হল বুধবার। প্রায় শ’তিনেক মানুষ শহরের নতুন বাস স্ট্যান্ড থেকে প্ল্যাকার্ড হাতে মিছিল করে খাদ্য নিয়ামকের দফতরে আসেন। খাদ্য পচা যাওয়া আটকানো, উদ্বৃত্ত খাদ্য অন্তোদয় অন্নযোজনার দামে উপভোক্তাদের মধ্যে বিলি করা, রেশনে চুরি বন্ধ করা, মাথা পিছু রেশনের বরাদ্দ বাড়ানো-সহ ছ’দফা দাবি জানান তাঁরা। মহকুমা খাদ্য নিয়ামক আধিকারিক অমৃত ঘোষ জানান, বিষয়টি উচ্চতর কর্তৃপক্ষকে জানানো হবে। |