ঢাকুরিয়ার আমরি হাসপাতালে অগ্নিকাণ্ডের মামলায় অন্যতম অভিযুক্ত পৃথা বন্দ্যোপাধ্যায়ের জামিনের শর্ত সাময়িক ভাবে শিথিল করল আলিপুর আদালত। বেশ কিছু দিন হাজতে থাকার পরে ওই প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট (প্রশাসন) পৃথাদেবী জেলা ও দায়রা জজের আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পান। শর্ত ছিল, তিনি আদালতের আগাম অনুমতি ছাড়া কলকাতা ছেড়ে যেতে পারবেন না। সোমবার পৃথাদেবী জরুরি কাজে পুণে যাওয়ার অনুমতি চান। আদালত তা মঞ্জুর করেছে। অবশ্য তাঁকে ১৭ জুলাই ফিরে আসতে বলা হয়েছে।
গত ৮ ডিসেম্বর আমরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানি ঘটে। সোমবার কলকাতা হাইকোর্ট থেকে এই মামলার পলাতক দুই অভিযুক্ত রাহুল তোদি ও আদিত্যবর্ধন অগ্রবালের আগাম জামিন মঞ্জুর হয়েছে। ১৫ দিনের মধ্যে মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে আত্মসমর্পণ করে জামিন নিতে বলা হয়েছে দু’জনকেই। এই মামলায় পুলিশ মোট ১৬ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে। তাঁদের মধ্যে ১৪ জনই জামিনে মুক্ত। তাঁদের চার্জশিটের প্রতিলিপিও ধরানো হয়েছে।
জামিনে মুক্ত ১৪ জন অভিযুক্তের মধ্যে তিন জন বাদে সকলেই এ দিন মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট দীপ্তেন্দ্রনাথ মিত্রের এজলাসে হাজিরা দিতে আসেন। অসুস্থতার কারণ দেখিয়ে চিকিৎসক মণি ছেত্রী, দুই ডিরেক্টর রবি তোদি ও রাধেশ্যাম গোয়েনকা অনুপস্থিত ছিলেন। অন্যতম অভিযুক্ত রাধেশ্যাম অগ্রবাল এ দিন আসেন শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুল্যান্সে শুয়ে। রাজ্য সরকারের তরফে আদালতে জানানো হয়, আগাম জামিন মঞ্জুর হওয়া দুই ফেরার অভিযুক্ত আত্মসমর্পণ করা মাত্র তাঁদের চার্জশিটের প্রতিলিপি ধরাতে চায় পুলিশ। বিচারক আদালতে অভিযুক্তদের পরবর্তী হাজিরার তারিখ ধার্য করেছেন ২০ জুলাই। |